ETV Bharat / bharat

G20 Summit in Delhi: জি20 শীর্ষ সম্মেলনে 15টির বেশি দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

author img

By ANI

Published : Sep 8, 2023, 11:56 AM IST

Updated : Sep 8, 2023, 1:00 PM IST

জি20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন রাষ্ট্রনেতারা ৷ তাঁদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ জানা গিয়েছে, তিনি পনেরোটিরও বেশি বৈঠক সারবেন ৷

ETV Bharat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: দেশে আসছেন একের পর এক রাষ্ট্রনেতা, আন্তর্জাতিক সংগঠনের প্রধান ৷ জি20 শীর্ষ সম্মেলন উপলক্ষে সেজে উঠেছে রাজধানী ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও স্থানীয় সময় বৃহস্পতিবার ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷ শুক্রবার সন্ধ্যায় তাঁর ভারতে আসার কথা রয়েছে ৷

এদিনই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে ৷ 9-10 সেপ্টেম্বর রাজধানীতে জি20 শীর্ষ সম্মেলন হবে ৷ 9 তারিখ রাতেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্মেলনে অংশগ্রহণকারীদের নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন ৷ এই জি20 শীর্ষ সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র নায়কদের সঙ্গে 15টিরও বেশি দ্বিপাক্ষিক বৈঠকও সারবেন প্রধানমন্ত্রী ৷

9 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে বৈঠক করবেন ৷ এদিন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক করার কথা রয়েছে ৷

  • #WATCH | G 20 in India | G20 Summit to be held in Delhi on September 9-10. The theme for this year's Summit is 'Vasudhaiva Kutumbakam' - One Earth, One Family, One Future.

    Visuals from the Bharat Mandapam at Pragati Maidan in Delhi. pic.twitter.com/r86CLqOYsK

    — ANI (@ANI) September 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

10 সেপ্টেম্বর ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে মধ্যাহ্ন ভোজন সারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদি ৷ সূত্রে জানা গিয়েছে, এই দু'টি বৈঠকের পাশাপাশি কমোরস, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, আরব আমীর শাহি, নাইজেরিয়া, ব্রাজিল, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান কাউন্সিলের নেতাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী ৷

এই প্রথম জি-20 শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত ৷ সাজ সাজ রব দিল্লিতে ৷ প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে উৎসবের আবহ ৷ ইতিমধ্যে দেশে এসেছেন আর্জেন্তিনার রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্ডেজ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডব্লিউটিও-র ডিরেক্টর জেনারেনল এনগোজি ওকোনজো, ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেন, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ কুমার জুগনৌথ, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু-সহ আরও অনেকে ৷

আরও পড়ুন: এয়ারফোর্স-1 বিমানে উঠলেন বাইডেন, সন্ধ্যায় আসছেন মার্কিন প্রেসিডেন্ট

গত বছরের 1 ডিসেম্বর জি 20-র সভাপতিত্ব পায় ভারত ৷ এই সময়ের মধ্যে দেশের 60টি শহরে 200 টিরও বেশি বৈঠক হয়েছে ৷ ভারতের পর 2024 সালে জি-20 গোষ্ঠীর সভাপতিত্ব করবে ব্রাজিল ৷

Last Updated : Sep 8, 2023, 1:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.