ETV Bharat / bharat

Modi on Uprooting Naxals: সশস্ত্র ও বুদ্ধিজীবী, দুই ধরনের মাওবাদীকেই শেষ করার বার্তা প্রধানমন্ত্রীর

author img

By

Published : Oct 28, 2022, 3:05 PM IST

হরিয়ানার সুরজকুণ্ডে ভিন্ন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের চিন্তন শিবিরে ভার্চুয়ালি ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ সেখানেই তিনি সশস্ত্র মাওবাদীদের পাশাপাশি বুদ্ধিজীবী মাওবাদীদের শেষ করার বার্তা দিয়েছেন ৷

PM Narendra Modi says Both guntoting and pen wielding Naxals need to be uprooted
Modi on Uprooting Naxals: সশস্ত্র ও বুদ্ধিজীবী, দুই ধরনের মাওবাদীকেই শেষ করার বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, 28 অক্টোবর: দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার উপর জোর দেওয়া জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ সেই কারণে তাঁর মতে, মাওবাদীদের (Naxals) তৈরি করা বিপদ থেকে ভারতকে মুক্ত করা প্রয়োজন ৷ একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন যে শুধু সশস্ত্র মাওবাদীদের দমন করলে চলবে না ৷ হারাতে হবে বুদ্ধিজীবী মাওবাদীদেরও ৷ যাঁরা কলমকে হাতিয়ার করে দেশের জন্য বিপদ তৈরি করছেন ৷

এদিন হরিয়ানার সুরজকুণ্ডে চলা দেশের বিভিন্ন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের চিন্তন শিবিরে ভাষণ দেন ৷ তবে তিনি সশরীরে সেখানে উপস্থিত ছিলেন না ৷ ভার্চুয়ালি ভাষণ দেন তিনি৷ তখন প্রধানমন্ত্রী বলেন, ‘‘গত কয়েক বছরে সন্ত্রাসের নেটওয়ার্ক নিকেশ করতে সব সরকারই কাজ করেছে ৷ যৌথভাবে বাহিনীর ব্যবহার করে এই কাজ করতে হবে ৷ আমাদের সব ধরনের মাওবাদকে (Naxalism) শেষ করতে হবে ৷ সে বন্দুক হাতে হোক কিংবা কলম হাতে, আমাদের সকলের বিরুদ্ধে লড়াইয়ের সমাধান খুঁজতে হবে ৷’’

তিনি এদিন ভুয়ো খবরের প্রসঙ্গও তোলেন ৷ ছোট থেকে বড়, সব ধরনের ভুয়ো খবরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও তিনি বলেন ৷ যাঁরা আইন মেনে চলেন, তাঁদের জন্য এই নেতিবাচক শক্তিকে রুখে দিতে হবে বলে তিনি জানান ৷ একই সঙ্গে মোদি উল্লেখ করেন, মানুষকে সচেতন করতে হবে ৷ না জেনে কেউ যাতে কোনও মেসেজ ফরওয়ার্ড না করেন, সেই বিষয়টি সকলকে বোঝাতে হবে ৷

তাঁর কথায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে আরও বেশি করে প্রযুক্তির ব্যবহার করতে হবে ৷ অপরাধের থেকে দশ কদম এগিয়ে থাকতে হবে ৷ এর জন্য প্রযুক্তির সহায়তা জরুরি ৷

তিনি আরও বলেন, ‘‘আইন-শৃঙ্খলার (Law and Order) সমস্যা এখন আর কোনও একটি রাজ্যে আটকে নেই৷ অপরাধ আন্তঃরাজ্য ও আন্তর্জাতিকে পরিণত হয়েছে ৷ সীমান্তের বেড়া টপকে অপরাধীরা প্রযুক্তির ব্যবহার করছে ৷ সে সাইবার ক্রাইম (Cyber Crime) হোক, কিংবা ড্রোনের প্রযুক্তি ব্যবহার করে অস্ত্র ও ড্রাগ পাচার করা হচ্ছে ৷’’

সেই কারণে তিনি সব রাজ্যে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয়ের উপর জোর দিয়েছেন ৷ এতে প্রত্যেক রাজ্যই একে অপরের থেকে শিখতে পারবে বলে প্রধানমন্ত্রী মনে করেন ৷ তাছাড়া নিরাপত্তা বাহিনীর আধুনিকীকরণের উপরও তিনি জোর দিয়েছেন ৷

আরও পড়ুন: স্বরাষ্ট্র মন্ত্রকের চিন্তন শিবিরের সূচনা অমিত শাহের, যোগ দিলেন না মমতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.