ETV Bharat / bharat

'পরাক্রম' নাকি 'দেশনায়ক' দিবস, দ্বন্দ্বের আবহেই নেতাজিকে শ্রদ্ধা মোদি-মমতার

author img

By

Published : Jan 23, 2021, 10:42 AM IST

এবছর কলকাতায় প্রজাতন্ত্র দিবসের প্যারেড নেতাজিকে উৎসর্গ করা হবে ৷ দুপুর 12:15 মিনিটে বাজবে সাইরেন ৷ সেইসময় সকলকে শঙ্খ বাজানোর অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী ৷

pm narendra modi pays tribute to netaji subhas chandra bose on his 125th birthday
pm narendra modi pays tribute to netaji subhas chandra bose on his 125th birthday

দিল্লি, 23 জানুয়ারি : কেউ বললেন, ভারতমাতার প্রকৃত সন্তান ৷ কারও মতে, তিনিই হলেন সত্যিকারের নেতা ৷ দেশকে স্বাধীন করতে যিনি নিজের সর্বস্ব ত্যাগ করেছিলেন সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর আজ 125তম জন্মজয়ন্তী ৷ শনিবার সকাল থেকে সোশাল মিডিয়ায় নেতাজিকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখলেন, "নেতাজি হলেন আমাদের অন্যতম প্রিয় জাতীয় বীর ৷ যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে অসামান্য অবদান রেখেছেন । নেতাজির দেশাত্মবোধ ও আত্মোৎসর্গ আমাদের সর্বদা অনুপ্রাণিত করে । স্বাধীনতার যে ভাবনাকে তিনি আমাদের উপর ন্যস্ত করেছেন তাকে শক্তিশালী করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ ।"

  • নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাই। দেশ তাঁর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন শুরু করছে। তাঁর বলিষ্ঠ মনোভাব শৌর্যের প্রতি সম্মান জানাতে এই দিনটি ‘পরাক্রম দিবস’ হিসেবে উদযাপন করা যথাযথ । নেতাজী তাঁর অগণিত অনুগামীদের মধ্যে জাতীয়তাবাদের বোধকে উজ্জীবিত করেছিলেন।

    — President of India (@rashtrapatibhvn) January 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চলতি বছর থেকে নেতাজির জন্মদিন 'পরাক্রম দিবস' হিসেবে পালন করার ঘোষণা করেছে কেন্দ্র সরকার ৷ এই উপলক্ষে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিকে দিনটিকে 'দেশনায়ক দিবস' হিসেবে পালন করতে চায় রাজ্য সরকার ৷ এই আবহেই টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখলেন, "স্বাধীনতা সংগ্রামী এবং ভারত মাতার প্রকৃত সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুকে তাঁর জন্মজয়ন্তীতে শত কোটি প্রণাম ৷ স্বাধীনতার জন্য তাঁর ত্যাগ ও সমর্পণকে সর্বদা মনে রাখবে এই কৃতজ্ঞ দেশ ৷" তিনি আরও লেখেন, "পশ্চিমবঙ্গের ভাইবোনেরা পরাক্রম দিবসের এই শুভ দিনটিতে আপনাদের মধ্যে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি । কলকাতায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা বীর সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্য জানাব ৷"

  • Dear sisters and brothers of West Bengal,

    I am honoured to be in your midst, that too on the auspicious day of #ParakramDivas.

    During the programmes in Kolkata, we will pay tributes to the brave Netaji Subhas Chandra Bose. https://t.co/FDZtTiQe3O

    — Narendra Modi (@narendramodi) January 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজকের দিনে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার ৷ পাশাপাশি দিনটিকে দেশনায়ক দিবস হিসেবে পালন করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টুইটারে নেতাজিকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি সারাদিনের কর্মসূচি কী কী থাকবে তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি লেখেন, "125তম জন্মজয়ন্তীতে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধার্ঘ্য ৷ তিনি ছিলেন একজন প্রকৃত নেতা এবং মানুষের একতায় সর্বদা বিশ্বাস করতেন ৷ আজকের দিনটি দেশনায়ক দিবস হিসেবে পালিত হবে ৷ আগামী বছরের 23 জানুয়ারি পর্যন্ত রাজ্য সরকার বছরব্যাপী নেতাজির জন্মজয়ন্তী উদযাপনের জন্য কমিটি গঠন করেছে ৷" তিনি জানান, বিশাল পদযাত্রার পাশাপাশি এবছর কলকাতায় প্রজাতন্ত্র দিবসের প্যারেড নেতাজিকে উৎসর্গ করা হবে ৷ দুপুর 12:15 মিনিটে বাজবে সাইরেন ৷ সেইসময় সকলকে শঙ্খ বাজানোর অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী ৷ পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে আজকের দিনটি জাতীয় ছুটি ঘোষণা করার কথা বলেছেন তিনি ৷ এছাড়া রাজারহাটে আজাদ হিন্দ ফৌজ নামে একটি মনুমেন্ট তৈরির ঘোষণা করেছেন তিনি ৷

  • A grand padyatra will be held today. This year's Republic Day parade in Kolkata will also be dedicated to Netaji. A siren will be sounded today at 12.15 PM. We urge everyone to blow shankh at home. Centre must also declare January 23 as a National Holiday. #DeshNayakDibas (3/3)

    — Mamata Banerjee (@MamataOfficial) January 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নেতাজির জন্মজয়ন্তীতে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও ৷ স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, "নেতাজি সুভাষচন্দ্র বসুর সাহস এবং পরাক্রম তাঁর ভারতের স্বাধীনতা সংগ্রামকে নতুন শক্তি প্রদান করেছে ৷ কঠিন পরিস্থিতিতে নিজের ক্যারিশ্মায় দেশের যুবশক্তিকে সংগঠিত করেছিলেন তিনি ৷ স্বাধীনতা আন্দোলনের এমন মহানায়ককে তাঁর 125তম জন্মদিনের শত শত প্রণাম ৷"

  • सम्पूर्ण राष्ट्र नेताजी के पराक्रम और अविरल संघर्ष के लिए सदैव ऋणी रहेगा। उनकी जयंती को ‘पराक्रम दिवस’ के रूप में मनाकर प्रधानमंत्री श्री नरेन्द्र मोदी जी ने उन्हें एक अभूतपूर्व श्रद्धांजलि दी है।

    समस्त देशवासियों को पराक्रम दिवस की शुभकामनाएं देता हूँ। #ParakramDivas

    — Amit Shah (@AmitShah) January 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লেখেন, "ভারতের স্বাধীনতা সংগ্রামের এক মহানায়ক ৷ যিনি দেশের স্বাধীনতার জন্য নিজের সর্বস্ব ত্যাগ করে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন ৷ জন্মজয়ন্তীতে ওঁকে প্রণাম জানাই ৷ ওঁর সাহস এবং পরাক্রম ভবিষ্যৎ প্রজন্মকে প্রেরণা দেবে ৷"

  • भारतीय स्वतंत्रता संग्राम के महानायक जिन्होंने देश की आज़ादी के लिए अपना सर्वस्व त्याग कर हर कठिनाई का सामना करना स्वीकार किया, ऐसे नेताजी सुभाष चंद्र बोस को उनकी जयंती पर मैं नमन करता हूँ। उनके साहस और पराक्रम से आने वाली पीढ़ियाँ भी प्रेरणा प्राप्त करती रहेंगी। #ParakramDivas

    — Rajnath Singh (@rajnathsingh) January 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.