ETV Bharat / bharat

Shaheed Diwas 2023: স্মরণে ভগৎ সিং-সুখদেব-রাজগুরু, শ্রদ্ধাজ্ঞাপন মোদির

author img

By

Published : Mar 23, 2023, 7:09 PM IST

শহিদ দিবসে (Shaheed Diwas 2023) বিপ্লবী ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুকে সশ্রদ্ধ প্রণাম জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi pays Tribute) ৷ শ্রদ্ধাজ্ঞাপন করলেন অন্যরাও ৷

PM Narendra Modi pays Tribute to Bhagat Singh Sukhdev and Rajguru on Shaheed Diwas 2023
প্রতীকী ছবি

নয়াদিল্লি, 23 মার্চ: শহিদ দিবস (Shaheed Diwas 2023) উপলক্ষে বৃহস্পতিবার বিপ্লবী ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi pays Tribute) ৷ প্রধানমন্ত্রী বলেন, এই তিন শহিদ হলেন সেই মহান ব্যক্তিত্ব, যাঁরা দেশমাতৃকাকে বন্ধনমুক্ত করতে আপসহীন সংগ্রাম করেছিলেন ৷ উল্লেখ্য, স্বাধীনতা সংগ্রামে ব্রতী হওয়ার জন্যই 1931 সালের 23 মার্চ লাহোর ষড়যন্ত্র মামলায় দোষী সাব্যস্ত এই তিন তরুণ বিপ্লবীকে ফাঁসিকাঠে ঝুলিয়ে খুন করে ব্রিটিশরাজ ৷ তাঁদের তিনজনের সেই প্রয়াণ দিবসকেই বর্তমানে শহিদ দিবস হিসাবে পালন করা হয় ৷

এই উপলক্ষে এদিন টুইটারে শ্রদ্ধাজ্ঞাপন করেন মোদি ৷ লেখেন, "ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর বলিদান ভারত চিরকাল স্মরণে রাখবে ৷ এঁরা হলেন সেই তিন মহান ব্যক্তি, যাঁরা আমাদের স্বাধীনতা সংগ্রামে অতুলনীয় অবদান রেখে গিয়েছেন ৷" এদিন একইভাবে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য টুইটে তিন শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন ৷

নীতীন গড়করি তাঁর টুইট বার্তায় লেখেন, "বিপ্লবী ভগৎ সিংজি, রাজগুরুজি এবং সুখদেবজিকে তাঁদের বলিদান দিবসে আমার লক্ষ লক্ষ কুর্নিশ ৷ মাতৃভূমির জন্য তাঁরা নিজেদের সমস্ত কিছু ত্যাগ করেছিলেন ৷"

ওম বিড়লা লেখেন, "ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবজির শহিদ হওয়ার দিনে আমার আবেগঘন শ্রদ্ধা জানাচ্ছি ৷ তাঁরা ভারতীয় যুবশক্তির সাহসের প্রতীক ৷ তাঁরা যে মহান কাজ করেছিলেন, তার জন্যই দেশমাতৃকা আজ স্বাধীন ৷ তাঁরা দেশের যুবশক্তির অনুপ্রেরণা ৷ তাঁদের বলিদানের জন্য দেশ সর্বদা কৃতজ্ঞ থাকবে ৷"

আরও পড়ুন: লাহোরে ভগৎ সিং-রাজগুরু-সুখদেবের শহিদ দিবসে বাধা, হামলার হুমকি !

এদিকে, স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে অমৃত মহোৎসব পালন করছে কেন্দ্রীয় সরকার ৷ এই কর্মসূচির একটি অফিসিয়াল টুইটার হ্য়ান্ডেলও রয়েছে ৷ সেই পেজে এদিন একটি ভিডিয়ো পোস্ট করা হয় ৷ যার নাম দেওয়া হয়েছে, 'শহিদ স্পেশাল সিরিজ' ৷ এই ভিডিয়োয় ভারতের স্বাধীনতা সংগ্রামের নানা তথ্য তুলে ধরা হয়েছে ৷ তিন শহিদের স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করার জন্য এদিন চারটি আলাদা হ্যাশট্যাগ দিনভর ট্রেন্ডিং ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.