ETV Bharat / bharat

PM Modi Returns Delhi: সংখ্যাগরিষ্ঠ সরকার গড়েছি বলে চোখে চোখ রেখে কথা বলতে পারি, দেশে ফিরে দাবি মোদির

author img

By

Published : May 25, 2023, 7:30 AM IST

Updated : May 25, 2023, 8:21 AM IST

ETV Bharat
নরেন্দ্র মোদি

জাপানে জি-7 গোষ্ঠীর সম্মেলন, তারপর পাপুয়া নিউগিনিয়া এবং অস্ট্রেলিয়া সফর শেষে বৃহস্পতিবার ভোরে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ৷ সকালেই তিনি জনসভায় বক্তৃতা দেন ৷ তাতে বোঝা গেল এবার 2024 সালের লোকসভা নির্বাচনে ফের সংখ্যাগরিষ্ঠ হয়ে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

নয়াদিল্লি, 25 মে: বিদেশে প্রশাসনিক সফর শেষ করে ফিরে এসেই 'রাজনীতিতে মন' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ তিন দেশের সফর শেষ করে বৃহস্পতিবার ভোরে দেশে ফিরে প্রথম জনসভায় ঠারেঠোরে মোদি বুঝিয়ে দিলেন তাঁর পাখির চোখ আসন্ন লোকসভা নির্বাচন ৷ সাত সকালেই দিল্লির পালাম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন বিজেপির কর্মী-সমর্থক থেকে শুরু করে অনেকেই। ছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডাও।

নিজের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, "আমি বিদেশে নিজের দেশের সংস্কৃতি নিয়ে কথা বলি ৷ তখন বিশ্বের চোখে চোখ রেখে কথা বলতে পারি ৷ কারণ আপনারা দেশে সংখ্যাগরিষ্ঠ সরকার গড়েছেন । আর এই সংখ্যাগরিষ্ঠ সরকারের প্রতিনিধি কথা বললে, সবাই ভাবে এটা একটা নয়, 140 কোটি মানুষের কথা ৷" তিনি আরও জানান, বিদেশে তিনি যে সম্মাান পেয়েছি তা তাঁর ব্যক্তিগত নয় । মোদির কথায়, "এই খ্যাতি মোদির নয়, ভারতের । 140 কোটি ভারতীয়ের আবেগের ৷ এটা ভারতের সম্মান। মোদির সম্মান নয় । এই সম্মানে মোদির কোনও অধিকার নেই। এটা 140 কোটি ভারতীয়র সম্মান।"

প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসে অতিমারির সময়ের কথা ৷ তিনি জানান, করোনার বিরুদ্ধে বিশ্ব লড়ছিল ৷ সংকট গভীর ছিল ৷ বিশ্বের সমৃদ্ধ দেশের অবস্থাও খারাপ ছিল ৷ সেই করোনাকালে বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভ্যাকসিন পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ এবার প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জে বহু নাগরিক তাঁকে এর জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন ৷

করোনা ভ্যাকসিন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "আমি প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জের বহু নাগরিকের সঙ্গে দেখা করেছি ৷ সেখানে ড্রাইভার হোক, হোটেলের কর্মী বা অনুষ্ঠানস্থলের গেটে দাঁড়িয়ে থাকা ব্যক্তি, তরুণ নিরাপত্তাকর্মী- তাঁদের চোখে আমি চোখ রাখলে তাঁরা বুঝিয়ে দিতেন, আপনি ভ্যাকসিন দিয়েছিলেন, তাই আমরা বেঁচে আছি ৷ তাঁরা ভাষা জানতেন না ৷ কখনও কখনও ইশারাতেও বোঝাতেন ৷" এর সঙ্গে দেশে করোনাকালের কথাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী ৷ তিনি জানান, ভারতের ওষুধ, ভ্যাকসিন বিদেশে পাঠানো হয়েছে ৷ তাতে কোটি কোটি মানুষের প্রাণ বেঁচেছে ৷ তবে এর সঙ্গে সঙ্গে দেশের 140 কোটি মানুষকেও বিজেপি সরকার ভ্যাকসিন দিয়েছে ৷ দেশ ও বিদেশ সব জায়গায় ভ্যাকসিন দিতে গিয়ে কোনও ভাবে মোদি সরকার পিছিয়ে পড়েনি ৷

আরও পড়ুন: ইতিহাসের প্রতি যত্নবান না, তামিলদের মন জয় ? বিতর্কে 'মোদির সেঙ্গল'

তিনি আরও জানান, বিদেশমন্ত্রী এস জশঙ্কর তাঁকে বলেন, লাতিন আমেরিকায় গিয়ে তাঁর অন্য অভিজ্ঞতা হয়েছে ৷ সেখানকার মানুষ ভারতের নাম জানত না ৷ শুধু দাড়ি দেখিয়ে ইশারায় বুঝিয়ে দিত, ভারতের ভ্যাকিসনে তাদের জীবন বাঁচিয়েছে ৷ এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী প্রশ্ন করেন, করোনা অতিমারিতে প্রধানমন্ত্রীর কাছ থেকে হিসেব চাওয়া হত ৷ বিদেশে ভ্যাকসিন পাঠানোর প্রয়োজনীয়তা কী ? তাঁর কথায়, "মনে রাখা দরকার, এটা ভগবান বুদ্ধের দেশ, গান্ধির দেশ । আমরা শত্রুকেও ভাই মনে করি ৷ এখানে সবাইকে নিয়ে চলতে হয় ।"

তিনি জানান, এখন বড় চ্যালেঞ্জ ৷ তবে চ্যালেঞ্জ নেওয়া তাঁর স্বভাব ৷ বিশ্বের প্রত্যাশা অনুযাায়ী ভারতকে নিয়ে যাওয়া তাঁর কাজ । বিশ্বের সমস্যা সমাধানে সবাই ভারতের দিকে তাকিয়ে । একইসঙ্গে 140 কোটির দেশেরও উন্নতি করতে হবে । এখন আগার কথাও ভাবতে হবে, গোড়ার কথাও ভাবতে হবে ৷ বিদেশে গিয়ে অনেক কথা হয় ৷ বিদেশে গিয়ে ভারতের কথা বলতে ভুলি না ।

প্রধানমন্ত্রী তাঁর প্রথমবার ব্রিটেন সফরের কথা তোলেন ৷ তিনি বলেন, "ইংল্যান্ডের রানি আমায় আমন্ত্রণ করেছিলেন ৷ রানি প্রোটোকল ভেঙে মায়ের মতো আমার পাশে বসেছিলেন ৷ তিনি বলছিলেন, দেখো তোমার জন্য আমি এই সব নানা রকম নিরামিষ রান্না করিয়েছি ৷ এরপর আমায় একটি ঘরে নিয়ে গিয়ে রুমাল দেখান । 4 ইঞ্চি x 4 ইঞ্চির ছোট রুমালটা এত ভালোবেসে কেন দেখাচ্ছেন, তা বুঝিনি ৷ এরপর রানি বললেন, মোদিজি, আমার বিয়ের সময় গান্ধিজি এটা আমায় দিয়েছিলেন ৷ একটা হাতো বোনা ছোট রুমাল ৷" তিনি আরও বলেন, "সেদিন থেকে আমি বুঝেছিলাম আমার দেশের ছোট্ট ছোট্ট জিনিসও কতটা শক্তিশালী ৷ আর তাই আমাদের আদিবাসীর হাতের কাজ বিদেশের বিভিন্ন দেশে নিয়ে গিয়েছি ৷"

আরও পড়ুন: নতুন সংসদ ভবনের অনুষ্ঠান বয়কট! ঐক্যবদ্ধ কংগ্রেস-তৃণমূল সহ 19টি দল

Last Updated :May 25, 2023, 8:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.