ETV Bharat / bharat

PM flags off Vande Bharat Express: হায়দরাবাদ সফরে এসে বন্দে ভারতের উদ্বোধন মোদির

author img

By

Published : Apr 8, 2023, 1:34 PM IST

Updated : Apr 8, 2023, 7:30 PM IST

শনিবার হায়দরাবাদ সফরে আসেন নরেন্দ্র মোদি ৷ সেকেন্দ্রাবাদ-তিরুপতি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন তিনি ৷ রয়েছে আরও একগুচ্ছ কর্মসূচি ৷

PM Narendra Modi flags off Vande Bharat Express in Hyderabad
বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন

হায়দরাবাদ, 8 এপ্রিল: পূর্ব নির্ধারিত সূচি মেনে শনিবার সেকেন্দ্রাবাদ-তিরুপতি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দক্ষিণের তেলুগুভাষী দুই রাজ্য তেলাঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হল ৷ দু'টি ট্রেনের উদ্বোধনের মাঝে সময়ের ব্যবধান মাত্র তিনমাস ৷ তবে, লক্ষ্যণীয় বিষয় হল, শনিবারের উদ্বোধনী অনুষ্ঠানে গরহাজির রইলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বা কেসিআর ৷

কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, শনিবার হায়দরাবাদে আসবেন প্রধানমন্ত্রী ৷ সেকেন্দ্রাবাস স্টেশন থেকে তেলাঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মধ্যে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করার পাশাপাশি একগুচ্ছ প্রকল্পের শিলান্য়াস ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি ৷ সেই মতোই এদিন নির্দিষ্ট সময় হায়দরাবাদ এসে পৌঁছন মোদি ৷

এদিন এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, তার জন্য 11,300 কোটিরও বেশি টাকা খরচ করা হবে ৷ এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে তেলাঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ, এই দুই প্রতিবেশী রাজ্যের মানুষই উপকৃত হবেন বলে দাবি কেন্দ্রের ৷ সংশ্লিষ্ট প্রকল্পগুলির আওতায় মূলত পরিকাঠামো ও পরিষেবাগত উন্নয়ন ঘটানো হবে ৷

এছাড়াও, আগামিদিনে বিবিনগরে গড়ে উঠবে এইমস হাসপাতাল ৷ সেই প্রকল্প রূপায়নে খরচ করা হবে 1,350 কোটি টাকা ৷ এর পাশাপাশি, পাঁচটি জাতীয় সড়ক নির্মাণ, সম্প্রসারণ ও সংস্কারের কাজ করা হবে ৷ এই সড়ক প্রকল্পের উদ্দেশ্য হল, তেলাঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের মধ্যে যোগযোগব্যবস্থা আরও উন্নত করা ৷ এই প্রকল্পে ব্যয় করা হবে 7,850 কোটি টাকা ৷ প্রধানমন্ত্রী তাঁর হায়দরাবাদ সফরে এই প্রকল্পগুলিরও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ৷ এর সঙ্গে রয়েছে সেকেন্দ্রাবাদ রেল স্টেশন এবং সংলগ্ন এলাকার উন্নয়ন সংক্রান্ত প্রকল্প ৷ সেটিরও ভিত্তিপ্রস্তর এদিনই স্থাপন করেছেন মোদি ৷ এই প্রকল্পের খরচ ধরা হয়েছে 720 কোটি টাকা ৷

আরও পড়ুন: একগুচ্ছ প্রকল্প উপহার দিতে হায়দরাবাদ সফরে মোদি

এই সমস্ত কর্মসূচির পাট মিটে গেলে এদিনই একটি জনসভা করবেন মোদি ৷ সেটি অনুষ্ঠিত হবে হায়দরাবাদের প্যারেড গ্রাউন্ডে ৷ হায়দরাবাদ থেকে প্রধানমন্ত্রী যাবেন তামিলনাড়ু ৷ সেখানেও একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি ৷ চেন্নাই বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন এবং চেন্নাই-কোয়েম্বাটোর রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন ৷ চেন্নাইয়ের শ্রীরামকৃষ্ণ মঠের 125তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন তিনি ৷

Last Updated : Apr 8, 2023, 7:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.