ETV Bharat / bharat

Union minister-Doctor : বিমানে অসুস্থ যাত্রীর চিকিৎসা কেন্দ্রীয় মন্ত্রীর, প্রশংসায় টুইট মোদির

author img

By

Published : Nov 17, 2021, 12:37 PM IST

Updated : Nov 17, 2021, 1:35 PM IST

তিনি বিমানে যাচ্ছিলেন ৷ এমন সময় সহযাত্রী অসুস্থ হয়ে পড়েন ৷ মন্ত্রী হলেও তিনি চিকিৎসক ৷ তাই সঙ্গে সঙ্গে যা করণীয়, তা করতে যাত্রীর কাছে ছুটে যান কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ ভাগবত কারাদ ৷

ডাঃ ভাগওয়াত ও প্রধানমন্ত্রী মোদি
ডাঃ ভাগওয়াত ও প্রধানমন্ত্রী মোদি

নয়া দিল্লি, 17 নভেম্বর : অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী (Union Minister of State for Finance) ডাঃ ভাগবত কারাদের (Dr Bhagwat Kishanrao Karad) প্রশংসায় উচ্ছ্বসিত টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পেশায় চিকিৎসক এই কেন্দ্রীয় মন্ত্রী বিমানে সফর করার সময় এক সহযাত্রী অসুস্থ হয়ে পড়েন ৷ তিনি সে সময় সঙ্গে সঙ্গে জরুরি ব্যবস্থা নেন ৷ তাঁর এমন মানবিকতায় প্রধানমন্ত্রী টুইটে লেখেন, "সব সময় খুব বড় মনের একজন চিকিৎসক ! আমার সহকর্মী দারুণ পদক্ষেপ করেছেন ৷"

টুইট করেছেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধনও (Harsh Vardhan), তিনি লিখেছেন, "চিকিৎসার পেশাকে সর্বদা সম্মান জানানো হয়েছে ৷ এই পেশার সঙ্গে ভীষণ ভাবে সেবা আর আত্মত্যাগ জড়িত ৷"

এর উত্তরে পাল্টা টুইটে ডাঃ হর্ষ বর্ধনকে নিজের পেশার সময় নেওয়া শপথের কথা মনে করিয়ে দেন ডাঃ ভাগবত ৷ তিনি লেখেন, "এই মহান পেশার শুরুতে আমরা সবাই শপথ নিয়েছিলাম ৷ আমি শুধুমাত্র আমার কর্তব্য করেছি ৷ আমি নিশ্চিত, একজন সহ-চিকিৎসক হিসাবে আপনিও আমার সঙ্গে এ বিষয়ে একমত হবেন ৷" এই টুইটে তিনি প্রধানমন্ত্রীর মতাদর্শের কথা উল্লেখ করে লেখেন, "সেবা আর সমর্পণের পথ দেখিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি ৷"

আরও পড়ুন : তিনি ধন্বন্তরী, পশ্চিমবঙ্গের রূপকার; 'পথের পাঁচালী' তৈরির পিছনেও তিনি

কী হয়েছিল ?

মঙ্গলবার অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ইন্ডিগোর 6E 171 (IndiGo flight 6E 171) বিমানে দিল্লি থেকে মুম্বই যাচ্ছিলেন ৷ বিমান ওড়ার কিছুক্ষণ পর হঠাৎ বিমানের এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন ৷ জানা গিয়েছে, তিনি অচেতন হয়ে পড়ছিলেন ৷ বিমান কর্মীরা সঙ্গে সঙ্গে বিমানে চিকিৎসকের খোঁজ শুরু করেন ৷ একাধারে মন্ত্রী, আরেকদিকে চিকিৎসক ভাগবত কারাদ রোগীকে সুস্থ করতে এগিয়ে আসেন ৷ অসুস্থ যাত্রীর প্রাথমিক চিকিৎসা শুরু করেন এবং একটি ইঞ্জেকশনও দেন তাঁকে ৷ ওই ইঞ্জেকশনটি বিমানের ইমারজেন্সি কিটেই ছিল ৷

সূত্রে জানা গিয়েছে, ওই যাত্রী জ্ঞান হারিয়ে ফেলছিলেন ৷ ডাঃ কারাদ তাঁর সিট ছেড়ে অসুস্থ যাত্রীর কাছে ছুটে যান ৷ তিনি যাত্রীকে প্রতি মুহূর্তে তাঁর পা তুলে অবস্থান বদলানোর পরামর্শ দেন ৷ কিছুক্ষণ পরে যাত্রীটি সুস্থ বোধ করেন ৷ যাত্রীর বয়স 40-এর কাছাকাছি ৷ বিমানটি মঙ্গলবার বিকেল নাগাদ দিকে মুম্বই বিমানবন্দরে অবতরণ করে ৷ এরপর ওই যাত্রীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ৷

ইন্ডিগো বিমান (IndiGo) কর্তৃপক্ষ মন্ত্রী তথা চিকিৎসক ভাগবতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে টুইট করে জানিয়েছে, "রাষ্ট্রমন্ত্রী অনবরত কর্তব্য পালন করে চলেছেন ৷ তাঁর কাছে আমরা কৃতজ্ঞ ৷ ডাঃ ভাগবত কারাদ, আপনি নিজে থেকে সহযাত্রীর পাশে থেকে তাঁকে সাহায্য করেছেন, এটা খুবই প্রেরণাদায়ক ৷"

  • Our heartfelt gratitude and sincere appreciation towards MoS for ministering to his duties non-stop! @DrBhagwatKarad your voluntary support for helping out a fellow passenger is ever so inspiring. https://t.co/I0tWjNqJXi

    — IndiGo (@IndiGo6E) November 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Kartarpur Corridor : গুরু নানক জয়ন্তীর দু’দিন আগে করতারপুর করিডর খোলার ঘোষণা কেন্দ্রের

Last Updated :Nov 17, 2021, 1:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.