ETV Bharat / bharat

PM Modi on No Confidence Motion: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপশব্দ প্রয়োগের অভিযোগে সাসপেন্ড অধীর

author img

By

Published : Aug 10, 2023, 5:27 PM IST

Updated : Aug 10, 2023, 7:38 PM IST

এর আগেও বিরোধীরা অনাস্থা প্রস্তাব এনেছে ৷ কিন্তু ভোটাভুটির সময় বিরোধীরা সেই ভোট লোকসভায় জোগার করতে পারেনি ৷ এরপর দেশের মানুষও বিরোধীদের ছেড়েছে ৷

Etv Bharat
বিরোধীদের অনাস্থা আমাদের জন্য শুভ: মোদি

  • প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অপশব্দ প্রয়োগের অভিযোগে রেজিলিউশন মোশন আনেন সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী । এদিন ভোটাভুটিতে সেই মোশন পাস হয় । এবং অনির্দিষ্টকালের জন্য লোকসভার বিরোধী নেতা অধীর চৌধুরীকে সাসপেন্ড করলেন স্পিকার ।
  • এর আগেও বিরোধীরা অনাস্থা প্রস্তাব এনেছে ৷ কিন্তু ভোটাভুটির সময় বিরোধীরা সেই ভোট লোকসভায় জোগার করতে পারেনি ৷ এরপর দেশের মানুষও বিরোধীদের ছেড়েছে ৷ বিরোধীদের অনাস্থা প্রস্তাব আমাদের জন্য শুভ ৷
  • অধীর চৌধুরীকে ওঁর দলের লোকই সময় দেয় না বলার ৷ এরপর আমরাই সময় দিয়েছিলাম ৷ কিন্তু গুড়কে গোবর কী করে করতে হয়, তা উনি ভালো করেই জানেন ৷ কেন ওকে কোনঠাসা করে দিয়েছিল ৷ মনে হয় কলকাতা থেকে কোনও ফোন এসেছিল ৷
  • প্রধানমন্ত্রী বলেন, "বার বার আমাদের সরকারের উপর আস্থা রেখেছে মানুষ ৷ অনাস্থা প্রস্তাব আসলে বিরোধীদের অ্যাসিড টেস্ট।"
  • 2014 সালে 30 বছর পর দেশের মানুষ পূর্ণ সংখ্যাগড়িষ্ঠতা দিয়ে সরকার গঠন করতে সাহায্য করেছে ৷ বিরোধীদের আগামী দিনে আবারও অনাস্থা প্রস্তাব আনতে হবে ৷ কারণ আগামী 2024 সালে আরও একবার বিজেপি এবং এনডিএ জোট সরকার গঠন করবে ৷
  • দেশের যুবদের আমরা দুর্নীতি মুক্ত সমাজ দিয়েছি ৷ আর এই অনাস্থা প্রস্তাব নিয়ে আপনারা কী ধরনের আলোচনা করেছেন ? সোশ্যাল মিডিয়ায় দেখছি, আপনাদের লোকদেরও দুঃখ হচ্ছে।
  • আমাদের ফোকাস দেশের উন্নয়ন ৷ এটাই সময়ের প্রয়োজন। আমাদের তরুণদের স্বপ্নকে সত্যি করার শক্তি আছে ৷ আমরা দেশের তরুণদের দুর্নীতিমুক্ত সরকার দিয়েছি।
  • অনাস্থা এবং অহংকার বিরোধীদের মজ্জায় মজ্জায় ঢুকে গিয়েছে ৷ এরা দেশের মানুষকেও বিশ্বাস করে না ৷ দেশের যে মঙ্গল হচ্ছে, জয়জয়কার হচ্ছে তার মধ্যে আপনারা কালো টিকা লাগাচ্ছেন, কালো কাপড় পড়ে সংসদে আসছেন ৷ তার জন্যও আপানাদের অনেক ধন্যবাদ ৷
  • গত তিনদিনে ডিক্সেনরি (অভিধান) খুঁজে খুঁজে যত অপশব্দ আছে, তাই বলেছে বিরোধীরা ৷ ভালো হয়েছে, মনের কিছুটা বোঝ কমেছে ৷ মন হালকা হয়েছে ৷ এদের প্রিয় স্লোগান, 'মোদি তোমার কবর খুঁড়ব' ৷ কিন্তু এদের এই বাজে কথারও আমি টনিক বানিয়ে ফেলি ৷
  • আমার স্থির বিশ্বাস, বিরোধীরা একটা গোপন বরদান পেয়েছে ৷ এরা যার খারাপ চাইবে, তারই ভালো হবে ৷ যেমন আমি, আমার ভালোই হচ্ছে ৷
  • এখন তো চাষের জমিতে গিয়ে ভিডিয়ো শুট করতে হচ্ছে ৷
  • যে সব সরকারি সংস্থাকে বিরোধীরা গালি দেবে সেখানে বিনিয়োগ করুন ৷ আপনাদের ভালোই হবে ৷ যেমন এলআইসি ৷ এরা যে সব সরকারি সংস্থার মৃত্যু কামনা করে, তারা আরও ফুলেফেঁপে ওঠে ৷
  • আমাদের সরকারের তৃতীয় টার্মে ভারত বিশ্বের অর্থনীতিতে তৃতীয় স্থানে পৌঁছবে ৷ এরা এত বছর ক্ষমতায় থাকার পরও অনুভব নেই কোনও ৷ এদের দাবি, কিছু না করেই তৃতীয় স্থানে পৌঁছে যাবে ৷ কংগ্রেসের কোনও নীতি নেই, মানসিকতা নেই, ভিশন নেই, ভারতের অর্থনীতি সম্পর্কে জ্ঞানও নেই ৷ এরা মনে করে ঘুমিয়ে ঘুমিয়ে সব হয়ে যাবে ৷
  • কংগ্রেসের আমলে 1991 সালে দেশ কাঙাল হয়ে যাওয়ার পর্যায়ে চলে এসেছিল ৷ গরিবি চরম পর্যায়ে পৌঁছেছিল ৷ 2014-র পর ভারত সেই অবস্থা থেকে টপ-5 এ পৌঁছেছে ৷
  • আমার স্থির বিশ্বাস, বিরোধীরা একটা গোপন বরদান পেয়েছে ৷ এরা যার খারাপ চাইবে, তারই ভালো হবে ৷ যেমন আমি, আমার ভালোই হচ্ছে ৷
  • 2028 সালে আবারও বিরোধীদের অনাস্থা প্রস্তাব আনতে হবে ৷
  • বিরোধীদের মনেই অনাস্থা ৷
  • কংগ্রেস পার্টি এবং তাদের বন্ধুদের ইতিহাসই আছে, ভারতের উপর এদের কোনও দিনই বিশ্বাস ছিল না ৷ কিন্তু পাকিস্তানের কথা বিশ্বাস করত এরা ৷ পাকিস্তান যখন বলছে তখন তা ঠিকই হবে, এমনটাই মনোভাব এদের ৷ ভারতীয় সেনায় এদের ভরসা ছিল না ৷
  • দুনিয়ায় যে কেউ বারতের বিরুদ্ধে কোনও অপশব্দ বললে, এরা তা সঙ্গে সঙ্গে লুফে নেয় ৷ ভারতকে বদনাম করে কী মজা পায় ? দেশের লোক, দেশের লোকের ক্ষমতার উপর এদের ভরসা নেই, বিশ্বাস নেই ৷ কিন্তু আমিও বলছি এই দেশের লোকের মনেও কংগ্রেসের প্রতি চরম অনাস্থা আছে ৷
  • কংগ্রেস এতটাই অহংকার হয়ে গিয়েছে যে তাদের পা জমিতে থাকছে না ৷
  • পশ্চিমবঙ্গের মানুষ কংগ্রেসকে ত্যাগ করেছে ৷ সেখানে তো একজনও বিধায়কও নেই কংগ্রেসের ৷ উত্তরপ্রদেশ, ত্রিপুরা, ওড়িশার মানুষও কংগ্রেসের উপর অনাস্থা দেখিয়েছে ৷
  • 'ইন্ডিয়া' জোটের প্রথম 'আই' 26 দলের অহংকার ৷ দ্বিতীয় 'আই' এক পরিবারের অহংকার ৷ এনডিএ থেকে নাম চুরি করেছেন, আর এত ডট লাগিয়ে 'ইন্ডিয়া'কেও ভেঙেছেন ৷ এরা মনে করে, দেশের নাম ব্যবহার করে কিছুটা হলেও মানুষের মনে বিশ্বাস অর্জন করতে পারবে ৷
  • নিজেদের নাম নিয়ে যোজনা চালিয়েছে দীর্ঘদিন ৷ আর সেখানে হাজার কোটির দুর্নীতি করেছে ৷ একই পরিবারের নাম চারদিকে ব্যবহার করা হয়েছে ৷
  • কংগ্রেসের কোনও জিনিস তার নিজেদের নয় ৷ নির্বাচনী প্রতীক থেকে শুরু করে আদর্শ, বিচার সব চুরি করা ৷
  • ভোটারদের বোকা বানাতে গান্ধি নামও চুরি করেছে এরা ৷ এই দলের সবকিছুই একটা পরিবারের মধ্যে কেন্দ্রীভূত ৷ এটা 'ইন্ডিয়া' জোট নয়, 'ঘমন্ডিয়া' (অহংকারিদের) জোট ৷ আর এই জোটে তো সকলেই প্রধানমন্ত্রী হতে চান ৷
  • বাংলায় তৃণমূল-সিপিএমের একে অপরের বিরুদ্ধে ,আর দিল্লিতে একসঙ্গে আছে ৷ 1991 সালে অধীরবাবুর সঙ্গে সিপিএম কী করেছিল সকলেই জানেন ৷ বাইরে তো এরা লেবেল পরিবর্তণ করে দেবেন ৷ কিন্তু পুরনো পাপের কী হবে ? সেই পাপ আপনারা জনগণের কাছ থেকে কী করে লুকোবেন ৷
  • রাহুলের বক্তব্যের পালটা- হনুমান লঙ্কা জ্বালায়নি, রাবণের অহংকার জ্বালিয়েছে ৷ একদম ঠিক কথা ৷ আর আমরা মনে করি, জনগণের মধ্যেই ভগবান আছেন ৷ আর তাই 400 থেকে 40 হয়ে গিয়েছেন আপানারা ৷ আপনি তো মনে করেন প্রধানমন্ত্রীর আসন আপনাদের পারিবারিক সম্পত্তি ৷
  • ওর (রাহুল গান্ধি) মানসিক অবস্থা তো আগেই জানতাম ৷ এবার তাঁর হৃদয়ের কথাও জানতে পারলাম ৷
  • কংগ্রেসের অসুবিধা আমি বুঝি ৷ বছরের পর বছর একটি ফেল প্রোডাক্ট লঞ্চ করতে হয় ৷ কিন্তু লঞ্চিংও ফেল করে বারবার ৷
  • মহব্বতের দোকান নয়, এ হলো লুঠের দোকান, আর মিথ্যার বাজার ৷
  • যে কখনও টবে মুলো গাছ লাগাননি ৷ সে চাষের জমি দেখে অবাক হবেই ৷ এটা তো স্বাভাবিক ৷ এরা তো কখনও গাড়ি থেকেই নামেনি ৷ মাটিতে পা দিয়ে চলেনি ৷ আসলে এরা নিজেদের পূর্ব পুরুষদের বিফলতার কথাই বলে ৷ কারণ এরা ভুলে গিয়েছে এর আগে দীর্ঘদিন এরাই দেশ শাসন করেছে ৷
  • এরা জানে আগামী কিছুদিনের মধ্যে এদের দোকানে তালা লেগে যাবে ৷ টাকা ছড়িয়ে ভোট পাওয়ার চেষ্টা করছে কংগ্রেস ৷
Last Updated : Aug 10, 2023, 7:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.