ETV Bharat / bharat

PM Modi: ভারতের পর্যটনের মূলমন্ত্র অতিথি দেব ভব, জি 20 বৈঠকে বার্তা প্রধানমন্ত্রীর

author img

By

Published : Jun 21, 2023, 6:37 PM IST

গোয়ায় অনুষ্ঠিত হল জি-20 গোষ্ঠীভুক্ত দেশগুলির পর্যটন মন্ত্রীদের বৈঠক ৷ বুধবার বৈঠকের শেষদিনে ভিডিয়ো বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি সেখানে জানান, ভারতের পর্যটনের মূলমন্ত্র অতিথি দেব ভব ৷

PM Modi
PM Modi

নয়াদিল্লি, 21 জুন: অতিথি দেব ভব ৷ যার অর্থ অতিথিই ঈশ্বর ৷ ভারতের পর্যটন ক্ষেত্রগুলি এই নীতিতেই পরিচালিত হয় ৷ বুধবার এই কথাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

প্রধানমন্ত্রী এখন রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে ৷ সেখান থেকেই তিনি গোয়ায় জি-20 গোষ্ঠীভুক্ত দেশগুলির পর্যটন মন্ত্রীদের বৈঠকে ভিডিয়ো বার্তা পাঠান ৷ সেই ভিডিয়ো বার্তাতেই তিনি এই কথা জানিয়েছেন ৷ পাশাপাশি উল্লেখ করেছেন যে ভারতের বৈচিত্র অসাধারণ ৷ প্রত্য়েকের জন্য এই দেশে কিছু না কিছু আছে ৷

গোয়ায় জুনের 19 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত এই বৈঠক হল ৷ জি-20 গোষ্ঠীভুক্ত দেশগুলির টুরিজম ওয়ার্কিং গ্রুপের এটাই শেষ বৈঠক ৷ সেখানে মোদি হিমালয় থেকে ভারতের গভীর অরণ্যের কথা উল্লেখ করেন ৷ ভারতের সমুদ্র সৈকতগুলির সৌন্দর্যের কথাও তিনি তুলে ধরেন ৷ মোদি বলেন, ‘‘এই বৈঠকগুলির জন্য আপনাদের যে বন্ধুরা ভারতে ঘুরে গিয়েছেন, তাঁদের কাছে জানতে চাইলে বুঝতে পারবেন এমন দ্বিতীয় অভিজ্ঞতা তাঁদের আর কোথাও হয়নি ৷’’

উল্লেখ্য, ভারত এবার জি-20 গোষ্ঠীভুক্ত দেশগুলির সভাপতিত্ব করছে ৷ আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে বসতে চলেছে জি-20 শীর্ষ সম্মেলন ৷ তার আগে প্রায় 200 বৈঠক হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় ৷ সবমিলিয়ে দেশের 100টি জায়গাকে নির্ধারণ করা হয়েছে এই বৈঠকগুলিকে করার জন্য ৷ তার মধ্য়ে একটি বৈঠক গোয়ায় অনুষ্ঠিত হল ৷

সেখানে প্রধানমন্ত্রী ভারতে কী কী উন্নয়নমূলক কাজ হয়েছে, সেই বিষয়ে উল্লেখ করেন ৷ বিভিন্ন তীর্থক্ষেত্রকে কেন্দ্র করে ভারতে যে পর্যটন রয়েছে, সেটারও উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদি ৷ তাছাড়া ভারতে পর্যটনের নতুন আকর্ষণও তৈরি করা হচ্ছে বলে তিনি জানান ৷ উদাহরণ হিসেবে তুলে ধরেন গুজরাতে তৈরি হওয়া স্ট্যাচু অফ ইউনিটির কথা ৷

আরও পড়ুন: তথ্যপ্রযুক্তি আইন মেনেই কাজ, মোদি সাক্ষাতের পর বার্তা ইলন মাস্কের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.