ETV Bharat / bharat

Rahul Gandhi: সব বিক্রি করে দিলেন মোদি, জাতীয় মনিটাইজেশন পাইপলাইন নিয়ে তোপ রাহুলের

author img

By

Published : Aug 24, 2021, 6:07 PM IST

Updated : Aug 24, 2021, 6:49 PM IST

6 লক্ষ কোটি টাকার জাতীয় মনিটাইজেশন পাইপলাইন (National Monetisation Pipeline) করে সব বিক্রি করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ৷ কেন্দ্রকে এভাবেই কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷

pm-modi-has-sold-everything-with-rs-6-lakh-crore-national-monetisation-pipeline-rahul-gandhi
সব বিক্রি করে দিলেন মোদি, জাতীয় মনিটাইজেশন পাইপলাইন নিয়ে আক্রমণ রাহুলের

নয়াদিল্লি, 24 অগস্ট: 6 লক্ষ কোটি টাকার জাতীয় মনিটাইজেশন প্রকল্পে সবকিছু বিক্রি করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ৷ রাজকোষে অর্থের আমদানি বাড়াতে কেন্দ্রীয় সিদ্ধান্তের সমালোচনা করে এই ভাষাতেই তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷

তিনি বলেন, "বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন যে, গত 70 বছরে দেশে কিছুই হয়নি ৷ তবে গত 70 বছরেরও বেশি সময় ধরে গড়ে তোলা সম্পত্তি গতকাল বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷" গতকালই জাতীয় মনিটাইজেশন পাইপলাইনের (National Monetisation Pipeline) কথা ঘোষণা করেন সীতারমন ৷

গতকাল ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন (National Monitization Pipeline) কর্মসূচি ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ৷ এই প্রকল্পের অধীনে বেশ কিছু সরকারি সম্পত্তি বেসরকারি সংস্থাগুলিকে ভাড়া দেবে কেন্দ্রীয় সরকার ৷ সম্পত্তির সত্ত্বাধিকার থাকবে কেন্দ্রের হাতেই ৷ শুধু নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া দেওয়া হবে ৷

আরও পড়ুন: National Monetization Pipeline : সরকারি সম্পত্তি বেসরকারি হাতে তুলে দিচ্ছে মোদি সরকার, অভিযোগ তৃণমূলের

এ দিন নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলনে রাহুল বলেন, "নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ভারতের মুকুটের মূল্যবান পাথরগুলি বিক্রি করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ৷ ইউপিএ যা তৈরি করেছিল, তা ওরা ধ্বংস করে দিচ্ছে ৷ তারা সবকিছু বিক্রি করে দিচ্ছে ৷ আমার কাছে এটা খুবই দুঃখের ৷" বিজেপি বেসরকারিকরণের পরিকল্পনার মাধ্যমে মূল ক্ষেত্রগুলিতে একাধিপত্য আনতে চাইছে বলে দাবি করেন রাহুল ৷ কেন্দ্র রেল, বিমানবন্দর, পাইপলাইন ও অন্যান্য আরও অনেক কিছু বিক্রি করার পরিকল্পনা করেছে বলে অভিযোগ করেন তিনি ৷

আরও পড়ুন : Indian Army : সেনাবাহিনীতে আরও মজবুত স্ত্রী শক্তি, তিন বিভাগ থেকে প্রথমবার কর্নেল পাঁচ মহিলা

রাহুলের কথায়, "আমরা বেসরকারিকরণের বিপক্ষে নই ৷ তবে আমাদের বেসরকারিকরণের পরিকল্পনার পেছনে একটা যুক্তি থাকা জরুরি ৷ আমরা কৌশলগত বাণিজ্যের বেসরকারিকরণ করিনি ৷ রেলকেও আমরা কৌশলগত বাণিজ্য হিসেবেই ধরেছিলাম, কারণ এটিতে লক্ষ কোটি মানুষের পরিবহণ করতে পারে এবং বহু মানুষের কর্মসংস্থান হয় ৷" কেন্দ্রের নয়া মনিটাইজেশন কর্মসুচি মানুষের কর্মসংস্থানের উপর আঘাত হানবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি ৷

আরও পড়ুন : Taliban: আফগানিস্তান থেকে দেশে ফিরে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন সিকিউরিটি কমান্ডার

মঙ্গলবার সকালে এই নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সরাসরি তোপ দাগে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ রাজ্যসভায় (Rajyasabha) দলের সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) অভিযোগ করেন, সরকারি সম্পত্তিকে বেসরকারি হাতে তুলে দিচ্ছে মোদি সরকার (Modi Government) ৷ একই সঙ্গে তিনি জানান, নীতি আয়োগ (Niti Ayog) কোনও সাংবিধানিক সংস্থা নয় ৷ এই সংস্থা সরকারের তৈরি ৷ সেখানে যাঁরা দায়িত্বে, তাঁরা এটা তৈরি করেছেন ৷ তাই দেশের মানুষ সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করছে না বলেই তাঁর বিশ্বাস ৷

Last Updated : Aug 24, 2021, 6:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.