ETV Bharat / bharat

অখণ্ড ভারতের কথা মনে রাখতে হবে, বিশ্বভারতীর সমাবর্তনে বললেন মোদি

author img

By

Published : Feb 19, 2021, 1:35 PM IST

Updated : Feb 19, 2021, 1:41 PM IST

আজ বিশ্বভারতীর সমাবর্তনে ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য নরেন্দ্র মোদি।

অখণ্ড ভারতের কথা মনে রাখতে হবে, বিশ্বভারতীর সমাবর্তনে বললেন মোদী
অখণ্ড ভারতের কথা মনে রাখতে হবে, বিশ্বভারতীর সমাবর্তনে বললেন মোদী

দিল্লি, ১৯ ফেব্রুয়ারি : দিল্লি, ১৯ ফেব্রুয়ারি : বিশ্বভারতী বিশ্ববিদ্য়ালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তৃতা দিতে গিয়ে অখণ্ড ভারতের কথা মনে করালেন প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর আচার্য নরেন্দ্র মোদি। পাশাপাশি আধুনিক শিক্ষার জন্য দেশ বাংলার দিকে তাকিয়ে রয়েছে বলেও জানান তিনি। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য়পাল জগদীপ ধনখড় এবং বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

আজকের ভার্চুয়ালি অনুষ্ঠানে শুরুতেই শান্তিনিকেতনের পবিত্র ভূমিকে প্রণাম জানান মোদি। পাশাপাশি ছত্রপতি শিবাজির জন্ম জয়ন্তীর কথা উল্লেখ করে রবিঠাকুরের কবিতা পাঠ করে বক্তব্য় শুরু করেন তিনি। তারপরেই তিনি বলেন, "রবীন্দ্রনাথের অখণ্ড ভারতের ভাবনা মনে রাখতে হবে।"

"আলো আমার আলো ওগো, আলোয় ভূবন ভরা" লাইনটি পাঠ করে প্রধানমন্ত্রী বলেন, "বিভিন্নতার মধ্য়ে নিজেকে খোঁজার চেষ্টার কথা বলতেন রবীন্দ্রনাথ ঠাকুর। সদর্থক আলোচনায় সব সমস্য়ার সমাধান সম্ভব।"

শিক্ষাক্ষেত্রে বাজেট প্রসঙ্গও আজকের বক্তৃতায় টেনে আনেন প্রধানমন্ত্রী। তিনি জানান, গবেষণার জন্য আগামী পাঁচ বছরে ৫০ হাজার কোটি টাকা খরচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী, মহিলাদের কোডিং শেখানোর জন্য়ও উৎসাহ দেওয়া হচ্ছে।

এদিকে বিগত বেশ কিছু বক্তৃতায় রবী ঠাকুরের কবিতা ও প্রসঙ্গ টেনে এনেছেন মোদী। তবে আজ রবীন্দ্রনাথের পাশাপাশি তাঁর বক্তব্য়ের বেশ কিছুটা অংশ ছিল শুধুমাত্র বাংলাকে কেন্দ্র করে। তিনি বলেন, "আধুনিক শিক্ষার জন্য় দেশ এখন বাংলার দিকে তাকিয়ে আছে"

Last Updated :Feb 19, 2021, 1:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.