ETV Bharat / bharat

Mann Ki Baat: মন কী বাত-এ মোদির মুখে করোনা সতর্কতা, দিলেন মাস্ক ব্যবহারের পরামর্শ

author img

By

Published : Dec 25, 2022, 6:46 PM IST

'মন কী বাত' অনুষ্ঠান থেকে ফের একবার দেশবাসীকে করোনা নিয়ে সতর্ক করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi in Mann Ki Baat) ৷ রবিবার তিনি জানান, বেশকিছু দেশে ফের কোভিড সংক্রমণ বাড়ছে ৷ তাই সকলের মাস্ক ব্যবহার করা উচিত ৷ এদিনই ছিল চলতি বছরের শেষ 'মন কী বাত' ৷

ETV Bharat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নয়াদিল্লি, 25 ডিসেম্বর: চলতি বছরের শেষ 'মন কী বাত' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মুখে ফের উঠে এল করোনা সংক্রমণ প্রসঙ্গ (PM Modi in Mann Ki Baat) ৷ উৎসবের এই মরশুমে সকলকে মাস্ক ব্যবহার ও হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন তিনি (PM advices to wear mask) ৷ রবিবার তিনি বলেন, "বিশ্বের অনেক দেশে করোনা ফের মাথাচাড়া দিতে শুরু করেছে ৷ তাই মাস্ক পরা ও হাত ধোয়ার মতো বিষয়গুলির প্রতি আমাদের খেয়াল রাখতে হবে ৷ আমরা সাবধানতা অবলম্বন করলে সুরক্ষিতও থাকব ৷ তাহলে আমাদের উৎসব পালনে আর কোনও বাধা সৃষ্টি হবে না ৷"

এদিনের 'মন কী বাত' (Mann KI Baat) অনুষ্ঠানে কোনও নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলেননি প্রধানমন্ত্রী ৷ শ্রোতাদের পরামর্শ মেনে বিভিন্ন বিষয় এদিন উঠে আসে নরেন্দ্র মোদির বক্তব্যে ৷ 'এক ভারত ও শ্রেষ্ঠ ভারত' ও 'অমৃতকাল' প্রসঙ্গও তোলেন তিনি ৷ স্বাধীনতার 75 বছর উদযাপনের কথাও এদিন দেশবাসীকে মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ তিনি বলেন, "এই বছর নানাদিক থেকে গুরুত্বপূর্ণ ছিল ৷ স্বাধীনতার 75 বছর উদযাপনে দেশ তেরঙায় বর্ণময় হয়ে উঠেছিল ৷ 6 কোটিরও বেশি দেশবাসী জাতীয় পতাকা নিয়ে সেলফি তোলেন ৷ এই বছরই ভারত জি-20 গোষ্ঠীর সভাপতির পদ অর্জন করেছে ৷ 2023 সালে ভারতে জি-20 শীর্ষ সম্মেলন বসবে, এই সম্মেলনকে নয়া উচ্চতায় নিয়ে যেতে হবে ৷"

আরও পড়ুন: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধার্ঘ্য মোদির

এদিন দেশবাসীকে ক্রিসমাসের শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন,"এই উৎসবের দিনটি যিশুখ্রিস্টের জীবন ও তাঁর শিক্ষাকে স্মরণ করার দিন ৷" দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীকে এদিন তাঁর জন্মদিনে স্মরণ করেছেন নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, "উনি একজন মহান রাজনেতা ছিলেন ৷ তাঁর নেতৃত্বে দেশ নয়া উচ্চতায় পৌঁছয় ৷ প্রত্যেক ভারতবাসীর মনে তাঁর জন্য বিশেষ জায়গা রয়েছে ৷"

2022 সাল দেশের অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর কথায়, "এই বছরই ভারত বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে ৷ এই বছর 220 কোটি করোনা টিকা প্রদান করা হয়েছে ৷ এই বিষয়টিও একটি রেকর্ড ৷ কমনওয়েলথ গেমসে ভারতীয় খেলোয়াড়দের জয়, ভারতীয় মহিলা হকি দলের জয় এবছরের অন্যতম বড় পাওয়া দেশের কাছে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.