ETV Bharat / bharat

PIL Against SpiceJet: স্পাইসজেটের উড়ান চলাচলে নিষেধাজ্ঞা চেয়ে জনস্বার্থ মামলা দায়ের

author img

By

Published : Jul 17, 2022, 9:04 PM IST

স্পাইসজেটের বিমান চলাচলে নিষেধাজ্ঞা চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী রাহুল ভরদ্বাজ (PIL filed against SpiceJet) ৷ প্রধান বিচারপতির এজলাসে সোমবার এই মামলার শুনানি হতে পারে ৷

PIL Against SpiceJet
স্পাইসের বিরুদ্ধে মামলা

দিল্লি,17 জুলাই: যাত্রী নিরাপত্তার স্বার্থে উড়ান সংস্থা স্পাইসজেটের বিমান চলাচলে নিষেধাজ্ঞা চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হল দিল্লি হাইকোর্টে ৷ রাহুল ভরদ্বাজ নামে এক আইনজীবী মামলাটি দায়ের করেন ৷ তাঁর 4 বছরের ছেলেকেও এই মামলায় অংশ করা হয়েছে ৷ দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে সোমবার এই মামলার শুনানি হতে পারে বলে খবর (Delhi HC will hear the plea on Monday) ৷

উড়ান পরিষেবা বন্ধের পাশাপাশি যে সমস্ত যাত্রী এর আগে বিভ্রাটের শিকার হয়েছেন তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়েছে ৷ গত মাস খানেকের মধ্যে প্রায় 9 বার স্পাইসজেটের বিমানে নানা রকমের বিভ্রাট দেখা দিয়েছে ৷ সেই কারণেই দায়ের হয়েছে মামলা ৷ বারবার এ ধরনের ঘটনা ঘটায় স্পাইসজেটকে চিঠি পাঠিয়েছে অসমারিক বিমান পরিবহণের নিয়ামক সংস্থা ডিজিসিএ ৷

আরও পড়ুন:আবারও বিভ্রাট স্পাইসজেটে! দুবাই থেকে অন্য বিমানে ফিরলেন যাত্রীরা

মাত্র কয়েকদিন আগে স্পাইসের একটি বিমান মাদুরাই থেকে দুবাই গিয়ে আর দেশে ফিরতে পারেনি ৷ দুবাই পৌঁছনোর পর দেখা যায় তাতে বেশ বড় ধরনের যান্ত্রিক ত্রুটি রয়েছে ৷ আর সে কারণেই ওই বিমানের যাত্রা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ যাত্রীদের ফিরিয়ে আনতে বিকল্প বিমান পাঠাতে হয় উড়ান সংস্থাকে ৷ এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয় স্পাইসজেটকে ৷ তবে সে সময় সংস্থার তরফে দাবি করা হয় একটি যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল ঠিকই, কিন্তু তাতে যাত্রী নিরাপত্তা বিঘ্নিত হয়নি ৷ আর এর জেরে দেশে ফিরতে যাত্রীদের যে দেরি হয়েছিল সেটাও অস্বাভাবিক বলে মনে হয়নি স্পাইসের কাছে ৷ তবে এবার যাত্রী নিরাপত্তার প্রশ্নেই মামলা দায়ের হল স্পাইসের বিরুদ্ধে ৷

আবেদনে বলা হয় এই উড়ান সংস্থা বিমান পরিবহণের মূল ভাবনার উপরেই আঘাত করছে ৷ যাত্রীরা আশা করেন তাঁরা নিরাপদে যাত্রা করতে পারবেন ৷ আর তার জন্যই তাঁরা টিকিট সংগ্রহ করেন ৷ কিন্তু যাত্রা পথে এ ধরনের বিভ্রাট ঘটলে সেটা যাত্রীদের মৃত্যুভয় এবং মানসিক যন্ত্রণার কারণ হয়ে ওঠে, যা কখনই মেনে নেওয়া যায় না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.