ETV Bharat / bharat

Pigeon Returns Home: কেরল থেকে 700 কিমি উড়ে কর্ণাটকে পালকের বাড়ি হাজির 'আশ্চর্য্য' পায়রা

author img

By

Published : Jan 5, 2023, 10:40 PM IST

কেরলের শবরীমালা মন্দির থেকে উড়ে 700 কিমি পথ পাড়ি দিয়ে 4 দিনে কর্ণাটকে পালকের কাছে পৌঁছেছে এই পায়রাটি (Pigeon returns home covering 700 km in 4 days) ৷

ETV Bharat
কেরল থেকে কর্ণাটকে উড়ে এল পায়রা

চিত্রদুর্গ, 5 জানুয়ারি: বহু যুগ আগের কথা, যখন দেশের ডাক ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়নি তখন পায়রার পায়ে চিঠি বেঁধে বার্তা আদান-প্রদানের পদ্ধতি চালু ছিল ৷ এরজন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হত পায়রাদের ৷ অবশ্য বহু দেশ চর হিসেবেও পায়রাদের ব্যবহার করে থাকে ৷ তবে এই সব ক্ষেত্রেই এই পাখিগুলির বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হয় ৷ কিন্তু সম্প্রতি কর্ণাটকের চিত্রদুর্গে এক আশ্চর্যকাণ্ড ঘটেছে ৷ কেরল থেকে প্রায় 700 কিমি পথ পাড়ি দিয়ে একটি পায়রা পৌঁছে গিয়েছে কর্ণাটকের চিত্রদুর্গে তাঁর পালকের কাছে (Pigeon returns home covering 700 km in 4 days)৷

চিত্রদুর্গের মেগালাহাত্তি গ্রামের বাসিন্দা ভেঙ্কটেশ ৷ ক'দিন আগে তিনি তাঁর পোষা পায়রাটিকে নিয়ে পাড়ি দিয়েছিলেন কেরলের শবরীমালা মন্দিরে ৷ সেখানে গিয়ে শবরীমালা মন্দিরে আয়াপ্পা স্বামীর কাছে পুজো দিয়ে পায়রাটিকে খাঁচা থেকে ছেড়ে দেন ওই ব্যক্তি ৷ কয়েকবছর ধরে পায়রাটি তাঁর কাছেই ছিল (Pigeon fly from Kerala to Karnataka)৷

আরও পড়ুন: পাকিস্তানের জেলে বন্দি 2 মাস আগে নিখোঁজ হওয়া অসমের মহিলা

এরপর বাড়ি ফিরে আসেন ভেঙ্কটেশ ৷ কিন্তু আশ্চর্যজনকভাবে তিনি বাড়ি ফেরের 4 দিন পরেই ফের তাঁর কাছে এসে হাজির হয় পায়রাটি ৷ 4 দিনে প্রায় 700 কিমি পথ পাড়ি দিয়ে কেরল থেকে কর্ণাটকে পালকের কাছে ফিরে এসেছে এই পাখিটি ৷ ঘটনায় হতবাক সকলে ৷ কোনও প্রশিক্ষণ ছাড়া কীভাবে এটা সম্ভব হল, এত দূরের পথ পাখিটি কীভাবে চিনতে পারল, তা ভেবেই আশ্চর্য হচ্ছেন সকলে (Pigeon Returns Home) ৷

সাধারণ ভূপৃষ্ঠ থেকে 6 হাজার ফুট উচ্চতাতেও উড়তে পারে ৷ একদিনে 600 থেকে 700 মাইল পাড়ি দিতে পারে এই পাখিটি ৷ পায়রার ওড়ার গতি সাধারণত থাকে 77.6 থেকে 92.5 এমপিএইচ (mph) পর্যন্ত ৷ কেরলের পথনামথিট্টা জেলার পেরিনাড গ্রামের শবরীমালা পাহাড়ে এই মন্দিরটি অবস্থিত ৷ প্রতি বছর কয়েক লক্ষ পুণার্থী এখানে পুজো দিতে আসেন ৷ সাধারণত দক্ষিণ ভারত থেকেই ভক্তরা বেশি আসেন এই মন্দিরে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.