ETV Bharat / bharat

Fuel Price Hike : টানা তিনদিনের দর বৃদ্ধিতে আরও মহার্ঘ পেট্রল-ডিজেল

author img

By

Published : Oct 16, 2021, 11:39 AM IST

দু’দিনের বিরতির পর তিনদিন ধরে বাড়ল পেট্রল ও ডিজেলের দাম ৷ শনিবার কলকাতায় পেট্রলের দাম 106.10 টাকা ৷ ডিজেলের দাম 97.33 টাকা ৷

petrol diesel price hike third day in a row
Fuel Price Hike : টানা তিনদিনের দর বৃদ্ধিতে আরও মহার্ঘ পেট্রল-ডিজেল

কলকাতা, 16 অক্টোবর : পর পর তিনদিন ধরে বাড়ল পেট্রল (Petrol) ও ডিজেলের (Diesel) দর ৷ শনিবার সকালে কলকাতায় পেট্রলের দাম হল লিটার পিছু 106 টাকা 10 পয়সা ৷ আর ডিজেলের দর বেড়ে হয়েছে 97 টাকা 33 পয়সা প্রতি লিটার ৷

রাজধানীতে দিল্লিতে পেট্রল ও ডিজেলের দর কলকাতার থেকে কিছুটা কম ৷ সেখানে আজ এই দুই জ্বালানি তেলের দাম লিটারে 35 পয়সা করে বেড়েছে ৷ এদিন সেখানে পেট্রলের দাম 105 টাকা 49 পয়সা প্রতি লিটার ৷ আর ডিজেল লিটার পিছু 94 টাকা 22 পয়সায় বিক্রি হয়েছে ৷

আরও পড়ুন : Congress : স্থায়ী সভাপতি বাছতে কংগ্রেসে শীঘ্রই সাংগঠনিক নির্বাচনের সম্ভাবনা

চেন্নাইয়ে পেট্রলের দাম দিল্লি ও কলকাতার তুলনায় কম হলেও ডিজেলের দাম এই দুই শহরের চেয়ে বেশি ৷ শনিবার চেন্নাইয়ে পেট্রলের দর 102 টাকা 70 পয়সা প্রতি লিটার ৷ আর ডিজেলের দাম লিটার পিছু 98 টাকা 59 পয়সা ৷

তবে এই তিন মেট্রো শহরের তুলনায় মুম্বইয়ে পেট্রল ও ডিজেলের দাম সবচেয়ে বেশি ৷ সেখানে এই দুই জ্বালানি তেলের দামের সেঞ্চুরি আগেই হয়ে গিয়েছে ৷ শনিবার সেখানে পেট্রলের দাম লিটার পিছু 34 পয়সা বেড়ে হয়েছে 111 টাকা 43 পয়সা ৷ আর ডিজেলের দাম বেড়েছে 37 পয়সা প্রতি লিটার ৷ এদিন বাণিজ্য নগরীতে লিটার পিছু পেট্রলের দাম ছিল 102 টাকা 15 পয়সা ৷

আরও পড়ুন : Mohan Bhagwat : ভারতের জনসংখ্যা নিয়ন্ত্রণের উপর জোর দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত

প্রসঙ্গত, সপ্তাহখানেক আগে থেকে জ্বালানি তেলের দাম বাড়াতে শুরু করে পেট্রোলিয়াম সংস্থাগুলি ৷ মাঝে 12 ও 13 অক্টোবর দাম বাড়েনি ৷ তার পর টানা তিনদিন দাম বাড়ল পেট্রল-ডিজেলের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.