ETV Bharat / bharat

মুম্বইয়ে পেট্রলের দাম ছাড়াল 100 টাকা

author img

By

Published : May 29, 2021, 12:30 PM IST

ফের দাম বাড়ল জ্বালানির
ফের দাম বাড়ল জ্বালানির

আজ ফের বাড়ল পেট্রল, ডিজেলের দাম ৷ মুম্বইয়ে পেট্রলের দাম 100 টাকা পেরিয়ে গেল ৷ এই নিয়ে চলতি মাসে 15 বার দাম বাড়ল জ্বালানির ৷

নিউ দিল্লি, 29 মে : দেশের চারটি মেট্রো শহরে ফের বাড়ল পেট্রল, ডিজেলের দাম ৷

শনিবার, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে পেট্রলের দাম 26 পয়সা, ডিজেলের দাম 29 পয়সা বেড়েছে ৷ 4 মে-র পর এই নিয়ে 15 বার বাড়ল জ্বালানির দাম ৷

মুম্বইতে পেট্রলের দাম 100 টাকা ছাড়াল ৷ এ ছাড়া মধ্য়প্রদেশ, রাজস্থানেও 100 টাকা ছাড়িয়েছে পেট্রলের দাম ৷ দেশের বিভিন্ন রাজ্যের ভ্যালু অ্যাডেড ট্যাক্সের (ভ্যাট) অনুযায়ী একেক রাজ্যে একেক রকম দাম হয় জ্বালানির ৷

আরও পড়ুন : মায়াবতীকে নিয়ে কু-মন্তব্যের জের, রাষ্ট্রপুঞ্জে দূতের পদ খোয়ালেন রণদীপ

দেশের চারটি মেট্রো শহরে পেট্রলের দাম

দিল্লি- 93.94 টাকা

মুম্বই- 100.19 টাকা

চেন্নাই- 95.51 টাকা

কলকাতা- 93.97 টাকা

দেশের চারটি মেট্রো শহরে ডিজেলের দাম

দিল্লি- 84.89 টাকা

মুম্বই- 92.17 টাকা

চেন্নাই- 89.65 টাকা

কলকাতা- 87.74 টাকা

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি), ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্থান পেট্রোলিয়ামের মতো সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা অনুযায়ী দেশের জ্বালানির দাম ঠিক করে ৷ প্রতিদিন সকাল 6টা থেকে সেই দাম কার্যকর হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.