ETV Bharat / bharat

Pawan Khera comments on Rahul Gandhi: 'রাহুল গান্ধিকে ভয় পাচ্ছেন নরেন্দ্র মোদি !' দাবি কংগ্রেস নেতার

author img

By

Published : Feb 27, 2023, 6:37 PM IST

নরেন্দ্র মোদি নাকি রাহুল গান্ধিকে ভয় পাচ্ছেন (Narendra Modi is scared of Rahul Gandhi) ! কেন একথা বললেন কংগ্রেস নেতা পবন খেরা (Pawan Khera comments on Rahul Gandhi) ?

Pawan Khera claims Narendra Modi is scared of Rahul Gandhi
কংগ্রেস নেতা পবন খেরা

রায়পুর, 27 ফেব্রুয়ারি: "নরেন্দ্র মোদি আসলে রাহুল গান্ধিকে ভয় পাচ্ছেন !" ঠিক এই ভাষাতেই প্রধানমন্ত্রীকে নিশানা করলেন কংগ্রেস নেতা পবন খেরা (Pawan Khera comments on Rahul Gandhi) ৷ দলের 85তম মহাধিবেশন বা প্লেনারি সেশন (Congress 85th Plenary Session) চলাকালীন এবং তা শেষ হওয়ার পর বারবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন কংগ্রেসের একাধিক নেতা, মন্ত্রী ও জনপ্রতিনিধি ৷ পবন তাঁদের মধ্য়ে অন্যতম ৷ এমনিতেই বিভিন্ন সময় আয়োজিত সাংবাদিক সম্মেলনে তাঁকে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে ৷ ছত্তিশগড়ের রায়পুরে আয়োজিত দলের মহাধিবেশন চলাকালীনও নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি ৷

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সটান মহাত্মা গান্ধি ও জওহরলাল নেহরুর সঙ্গে রাহুল গান্ধির তুলনা করে বসেন পবন খেরা ৷ তিনি বলেন, "রাহুল গান্ধির মধ্যে মহাত্মা গান্ধি এবং জওহরলাল নেহরুর গুণাগুণ রয়েছে ! মহাত্মা গান্ধির সারল্য এবং জওহরলাল নেহরুর গভীরতা রয়েছে তাঁর মধ্যে ! আর সেই কারণেই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাহুল গান্ধিকে এত ভয় পান (Narendra Modi is scared of Rahul Gandhi) ! রাহুল গান্ধি একটি ঐতিহ্য বহন করে চলেছেন ৷ তিনি উত্তরাধিকার সূত্রে সেই ঐতিহ্য এগিয়ে নিয়ে চলেছেন ৷ তাঁর মধ্যে মহাত্মা গান্ধি ও জওহরলাল নেহরুর উত্তরাধিকার এবং গুণ রয়েছে ৷"

আরও পড়ুন: ফের ভারত জোড়ো যাত্রা ? নেতাদের গলায় সম্ভাবনার সুর

এর পাশাপাশি, ভারত জোড়ো যাত্রার সাফল্য নিয়েও বেশ কিছু দাবি করেন পবন ৷ তিনি বলেন, "ভারত জোড়ো যাত্রার সময় দলীয় নেতা ও কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো ৷ এমকী, তাতে কংগ্রেসের সমর্থকরাও সামিল হয়েছিলেন ৷ তার প্রভাব এবারের মহাধিবেশনেও পড়েছে ৷ আমরা 'হাত সে হাত জোড়ো' কর্মসূচিও করছি ৷ বিজেপি দেশের কতটা ক্ষতি করছে, তা মানুষকে জানাতে তাঁদের দরজায়-দরজায় পৌঁছে যাব আমরা ৷ এটি পুরোদস্তুর একটি নির্বাচনী প্রচার কর্মসূচি হিসাবেই গণ্য করা হচ্ছে ৷ এই কর্মসূচি নিয়েও কংগ্রেসের নেতা ও কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.