ETV Bharat / bharat

Parliament Winter Session: ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু সংসদের শীতকালীন অধিবেশন

author img

By

Published : Nov 12, 2022, 10:10 AM IST

Updated : Nov 12, 2022, 10:30 AM IST

Parliament Winter Session Commence from December 1st Week in Old Building
Parliament Winter Session Commence from December 1st Week in Old Building

ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে সংসদের শীতকালীন অধিবেশন শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে ৷ সংবাদ সংস্থা আইএএনএস-কে এমনটাই জানিয়েছে সংসদের একটি সূত্র ৷ তবে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংসদ বিষয়ক মন্ত্রিসভার কমিটি (Cabinet Committee on Parliamentary Affairs) ৷

নয়াদিল্লি, 12 নভেম্বর: ডিসেম্বরের প্রথম সপ্তাহে সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session Commence from December 1st Week) শুরু হতে পারে ৷ চলবে ডিসেম্বরের শেষ পর্যন্ত ৷ সংবাদ সংস্থা আইএএনএস-কে এমনটাই জানিয়েছেন সংসদের একটি সূত্র ৷ জানা গিয়েছে, 7 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অধিবেশন করার প্রস্তাব পেশ করা হয়েছে ৷ তবে, এ নিয়ে সংসদ বিষয়ক মন্ত্রিসভার কমিটি (Cabinet Committee on Parliamentary Affairs) চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷

প্রসঙ্গত, সাধারণভাবে সংসদের শীতকালীন অধিবেশন নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে শুরু হয় ৷ কিন্তু, এ বছর তা পিছিয়ে ডিসেম্বর মাসে করা হচ্ছে ৷ সংসদের পুরনো ভবনেই এই শীতকালীন অধিবেশন বসবে ৷ যেখান থেকে নতুন নির্মীয়মাণ সংসদ ভবন ‘সেন্ট্রাল ভিস্তা’র (Central Vista) প্রতীকী উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের ৷ এই ‘সেন্ট্রাল ভিস্তা’ ভবন 1200 কোটি টাকা খরচ করে তৈরি করা হচ্ছে ৷ সংবাদ সংস্থা আইএএনএস-কে ওই সূত্র জানিয়েছে, নভেম্বর মাসের শেষে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এই নতুন ভবনের প্রতীকী উদ্বোধন করা হতে পারে ৷ বলাইবাহুল্য এই প্রজেক্টের জন্য বারবার বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয়েছে । তবু নিজেদের অবস্থান থেকে সরে আসেনি কেন্দ্রীয় সরকার ।

সূত্রের খবর, আগামী বছর ফেব্রুয়ারি মাসে বছরের প্রথম অধিবেশন বসবে ‘সেন্ট্রাল ভিস্তা’ ভবনে ৷ অর্থাৎ, 2023-24 এর বাজেট অধিবেশন দিয়েই ‘সেন্ট্রাল ভিস্তা’র যাত্রা শুরু হতে চলেছে ৷ তবে, হিমাচল প্রদেশ ও গুজরাত বিধানসভার নির্বাচনের কারণেই বছরের শেষ অধিবেশন পিছিয়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ কারণ, নির্বাচন চলাকালীন জনহিতকর কোনও প্রকল্পের বিল পাশ বা আইন আনা নির্বাচনী বিধিভঙ্গ করতে পারে ৷ সেই কথা মাথায় রেখে সংসদের শীতকালীন অধিবেশন পিছিয়ে দেওয়া হয়েছে ৷ তাছাড়া বিভিন্ন দলের প্রথম সারির নেতারাও ব্যস্ত থাকবেন প্রচারে ।

আরও পড়ুন: রাষ্ট্রীয় প্রতীক আইন লঙ্ঘন করেনি নতুন ভাস্কর্য, 'সিংহ সংশোধনের' মামলা নাকচ সুপ্রিম কোর্টে

প্রসঙ্গত, আজ হিমাচল প্রদেশে নির্বাচন রয়েছে ৷ আগামী 1 ও 5 ডিসেম্বর দু’দফায় গুজরাত বিধানসভার ভোট ৷ 7 ডিসেম্বর দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে ৷ ওইদিনই সংসদের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভায় অধিবেশন শুরু করার প্রস্তাব পেশ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷

Last Updated :Nov 12, 2022, 10:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.