ETV Bharat / bharat

PM in Lok Sabha: ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে কংগ্রেসের ধ্বংস নিয়ে পড়ানো হবে, লোকসভায় তোপ মোদির

author img

By

Published : Feb 8, 2023, 4:34 PM IST

Updated : Feb 8, 2023, 5:04 PM IST

বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপনে লোকসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Replies To President Address)৷ তাঁর ভাষণে দেশে উন্নয়নের গতির কথা তুলে ধরেন তিনি ৷ পাশাপাশি তীব্র আক্রমণ করেন কংগ্রেসকে ৷

PM Modi speaks in Lok Sabha ETV Bharat
লোকসভায় মোদি

নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: একদিকে, 100 বছরের একবার আসে এমন অতিমারি, অন্যদিকে যুদ্ধের মতো পরিস্থিতি, একটি বিভক্ত বিশ্ব - এই পরিস্থিতিতেও, এই সংকটের মধ্যেও, দেশ যেভাবে স্থির থেকেছে, তা পুরো জাতিকে আত্মবিশ্বাস ও গর্বে ভরিয়ে তুলেছে ৷ বাজেট অধিবেশনে (Parliament Budget Session) রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবে (PM Modi Replies To President Address) বক্তব্য রাখার সময় লোকসভায় এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গোটা বিশ্বে ভারতের উত্থানের বিষয়টিও তুলে ধরেন তিনি ৷

বুধবার লোকসভায় তিনি বলেছেন, "আজ সারা বিশ্বে ভারতের জন্য ইতিবাচকতা, আশা ও আস্থা রয়েছে । এটা আনন্দের বিষয় যে আজ ভারত জি20 প্রেসিডেন্সির সুযোগ পেয়েছে । এটা দেশের জন্য, 140 কোটি ভারতীয়দের জন্য গর্বের বিষয় । তবে আমি মনে করি এই ঘটনাও কিছু লোককে আঘাত করেছে ৷"

প্রধানমন্ত্রী এ দিন আরও বলেন, "আজ, বিশ্বের সমস্ত বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান, সমস্ত বিশেষজ্ঞ যাঁরা বিশ্বব্যাপী প্রভাবগুলি গভীরভাবে অধ্যয়ন করেন এবং ভবিষ্যতের জন্য ভবিষ্যদ্বাণীও করতে পারেন, তাঁরা ভারতের জন্য অত্যন্ত আশাবাদী । এটা কেন ঘটছে ? সারা বিশ্ব কেন ভারতের দিকে আশার দৃষ্টিতে তাকিয়ে আছে ?"

আরও পড়ুন: আদানি বিতর্কে তদন্তে ভয় পাচ্ছেন কেন মোদি, রাজ্যসভায় প্রশ্ন খাড়গের

  • #WATCH | During 10 years of UPA govt, inflation was in double digits and hence when something good happens, their sadness increases. In the history of the country's independence, 2004-2014 was full of scams. Terror attacks took place across the country in those 10 years: PM Modi pic.twitter.com/Gi6i5vhG8L

    — ANI (@ANI) February 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর কথায়, "যে গতিতে ভারতের ডিজিটাল পরিকাঠামো তার শক্তি দেখিয়েছে এবং আধুনিকতার দিকে একটি পরিবর্তন এনেছে ৷ গোটা বিশ্ব এটা নিয়ে স্টাডি করছে । আমি জি-20 সম্মেলনে যোগ দিতে বালিতে গিয়েছিলাম । ডিজিটাল ইন্ডিয়া সর্বত্র প্রশংসিত হয়েছে এবং কৌতূহল ছিল যে এই দেশ কীভাবে এটা করছে ৷"

বিরোধীদের নিশানা করে প্রধানমন্ত্রী এ দিন বলেছেন, "হতাশায় ডুবে থাকা কিছু মানুষ দেশের অগ্রগতি মেনে নিতে পারছেন না । তাঁরা দেশের মানুষের উন্নতি দেখেন না । এটি দেশের 140 কোটি মানুষের প্রচেষ্টার ফল যার কারণে ভারত এতটা নাম করেছে । তাঁরা এই উন্নতিগুলি দেখতে পান না ৷"

এ দিন কংগ্রেসকে একহাত নিয়ে মোদি বলেন, "কংগ্রেস বলেছে, ভারতের ধ্বংস নিয়ে হার্ভার্ডে একটি কেস স্টাডি হবে । গতকাল আবার সংসদে হার্ভার্ড নিয়ে আলোচনা হয়েছে । যাইহোক, গত কয়েক বছরে, হার্ভার্ড একটি গুরুত্বপূর্ণ গবেষণা করেছে । বিষয় ছিল: ভারতের কংগ্রেস পার্টির উত্থান ও পতন ৷ ভবিষ্যতে কংগ্রেসের ধ্বংস শুধু হার্ভার্ডে নয়, বিশ্বের অন্যান্য প্রতিষ্ঠানেও এই নিয়ে অধ্যয়ন করা হবে । দুষ্যন্ত কুমারের এই ধরনের লোকদের জন্য একটি দুর্দান্ত উদ্ধৃতি রয়েছে: "তুমহারে পাওঁ কে নীচে, কোই জমিঁ নহি । কমল ইয়ে হ্যায়, কি ফির ভি তুমহে ইয়াকিন নহি ।"

Last Updated : Feb 8, 2023, 5:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.