ETV Bharat / bharat

Ganja seized from India-Bangladesh Border : ভারত-বাংলাদেশ সীমান্তে 88 হাজার কেজি গাঁজা উদ্ধার করেছে বিএসএফ

author img

By

Published : Mar 30, 2022, 10:14 PM IST

2017 সাল থেকে 2022 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত (ganja seized from India-Bangladesh border) ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে 88,000 কেজিরও বেশি গাঁজা (Ganja seized by BSF India Bangladesh border) বাজেয়াপ্ত করেছে বিএসএফ ৷

India-Bangladesh Border Ganja seized
ভারত-বাংলাদেশ সীমান্তে 88,000 কেজি গাঁজা উদ্ধার করেছে বিএসএফ

নয়াদিল্লি, 30 মার্চ : 2017 সাল থেকে 2022 সালের ফেব্রুয়ারি পর্যন্ত (ganja seized from India-Bangladesh border) ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে 88,000 কেজিরও বেশি গাঁজা (Ganja seized by BSF India Bangladesh border) উদ্ধার করেছে বিএসএফ ৷ বুধবার রাজ্যসভায় এ কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশিথ প্রামাণিক (Rajya Sabha MoS Home Ministry Nisith Pramanik)৷

মন্ত্রী পরিসংখ্যান তুলে ধরে বলেন, 2017 সালে 12,246.100 কেজি, 2018 সালে 28,930.132 কেজি, 2019 সালে 12,222.735 কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয় ৷ আর 2020, 2021 ও 2022 সালে যথাক্রমে 11,630.689 কেজি, 19,335.135 কেজি ও 4,341.205 কেজি গাঁজা উদ্ধার হয় ৷

আরও পড়ুন: Cannabis Recover : কোচবিহারে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেফতার 3

লিখিত জবাবে নিশিথ প্রামাণিক জানান, সবচেয়ে বেশি পাচারকারী গ্রেফতার হয়েছে 2021 সালে (162) ৷ তারপরে যথাক্রমে সর্বাধিক গ্রেফতার যথাক্রমে এই সালগুলিতে - 2020 (105), 2018 (92), 2019 (66) ও 2017 (48) সালে ৷

সীমান্ত পারে মাদক পাচার (Drug smuggling India Bangladesh border) রুখতে বাংলাদেশের সঙ্গে ভারত কোনও দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে কি না, তা জানতে চাইলে প্রামাণিক বলে, 2020 সালে 11 জানুয়ারি বেআইনি মাদক পাচার ও অপরাধ-সন্ত্রাসবাদ দমনে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে ভারত (ganja seized by BSF from India-Bangladesh border)৷

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.