ETV Bharat / bharat

2 কোটির জমি 18.5 কোটিতে, কাঠগড়ায় রাম জন্মভূমি ট্রাস্ট

author img

By

Published : Jun 14, 2021, 7:48 PM IST

Updated : Jun 14, 2021, 8:44 PM IST

অযোধ্য়ায় প্রস্তাবিত রাম মন্দির তৈরির জন্য অতিরিক্ত মূল্যে জমি কেনার অভিযোগ ৷ কাঠগড়ায় শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট ৷ আর্থিক দুর্নীতির অভিযোগে সরব সমাজবাদী পার্টি ও আম আদমি পার্টি ৷ সমালোচনায় সরব কংগ্রেসও ৷

Opposition parties alleges Ram Janmabhoomi Trust of corruption charges
2 কোটির জমি 18.5 কোটিতে, কাঠগড়ায় রাম জন্মভূমি ট্রাস্ট

অযোধ্যা, 14 জুন : অযোধ্যার শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হল আম আদমি পার্টি (Aam Aadmi Party) এবং সমাজবাদী পার্টি (Samajwadi Party) ৷ তাদের দাবি, মন্দির তৈরির জন্য বাজারের তুলনায় অনেক বেশি দাম দিয়ে জমি কিনেছে ট্রাস্ট ৷ এই দুই রাজনৈতিক দলেরই অভিযোগ, যে জমির দাম মাত্র 2 কোটি টাকা, সেটাই কেনা হয়েছে 18 কোটি 50 লাখ টাকায় ৷

রবিবার দু’টি আলাদা সাংবাদিক বৈঠক করে এই ইস্যুতে তোপ দাগেন রাজ্যসভার আপ সাংসদ সঞ্জয় সিং এবং সপা নেতা পবন পান্ডে ৷ তাঁরা দু’জনেই দাবি করেছেন, জমি কেনার ক্ষেত্রে টাকার যাবতীয় লেনদেন করা হয়েছে রাম জন্মভূমির সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের মাধ্যমে ৷

আরও পড়ুন : রামমন্দিরে 48 ফুটের "রাম সেতু" দান করল বেকারি

লখনউয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় সিং বলেন, ‘‘শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই 2 কোটি টাকার জমি 18 কোটি 50 লাখ টাকায় কিনেছেন ৷ এই কাজে তাঁকে সাহায্য করেছেন ট্রাস্টের অপর সদস্য অনিল মিশ্র ৷’’

গোটা ঘটনায় আর্থিক দুর্নীতির অভিযোগ এনেছেন সঞ্জয় ৷ একই সুর শোনা গিয়েছে পবন পান্ডের গলাতেও ৷ তাঁরা দু’জনেই এই ঘটনার সিবিআই (CBI) এবং ইডি (ED) তদন্তের দাবি জানিয়েছেন ৷ যদিও তাঁর বিরুদ্ধে তোলা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন চম্পত ৷ তাঁর পাল্টা দাবি, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়েই তাঁকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে ৷

মাত্র 10 মিনিটেই জমির দাম 9 গুণ বেড়ে গিয়েছিল ?

  • करोड़ों लोगों ने आस्था और भक्ति के चलते भगवान के चरणों में चढ़ावा चढ़ाया। उस चंदे का दुरुपयोग अधर्म है, पाप है, उनकी आस्था का अपमान है।

    — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) June 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আপ সাংসদ সঞ্জয় সিংয়ের দাবি, ‘‘আগে এই জমি কেনা হয়েছিল 2 কোটি টাকায় ৷ কিনেছিলেন রবি মোহন তিওয়ারি এবং সুলতান আনসারি ৷ এর ঠিক 10 মিনিট পরই ট্রাস্ট জমিটি কেনে 18 কোটি 50 লাখ টাকায় ৷ ঘটনাটি ঘটেছিল 18 মার্চ ৷’’

এদিকে, এই বিতর্কের মাঝেই প্রকাশ্যে এসেছে আরও এক নতুন বিতর্ক ৷ সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ভাইরাল হয়েছে একটি ছবি ৷ যাতে সপা নেতা অখিলেশ যাদব ও পবন পান্ডের সঙ্গেই দেখা গিয়েছে রাম জন্মভূমির এই জমি কাণ্ডে নাম জড়ানো সুলতান আনসারিকে ! তাহলে কি সমাজবাদী পার্টির সঙ্গে কোনও যোগাযোগ রয়েছে ওই ব্যক্তির ? প্রশ্ন উঠছে নানা মহলে ৷

আরও পড়ুন : রাম মন্দিরে অনুদানের প্রশ্নে ধর্মনিরপেক্ষতার বার্তা রবার্ট বঢরার

পিছিয়ে নেই কংগ্রেসও ৷ হাতে গরম এমন একটা ইস্যু হাতছাড়া করতে নারাজ তারা ৷ কংগ্রেসের অভিযোগ, ঈশ্বরের নামে দুর্নীতি করছে অযোধ্যার শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট ৷ এমনকি এ নিয়ে টুইটারে (Twitter) কটাক্ষ করতেও ছাড়েননি কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka Gandhi) ৷ সেই টুইটটি রিটুইট করে ঘটনার সমালোচনা করেছেন আর এক কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালাও (Randeep Singh Surjewala) ৷

Last Updated : Jun 14, 2021, 8:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.