ETV Bharat / bharat

Car Dragged Bike: বাইককে 400 মিটার পর্যন্ত টেনে নিয়ে গেল গাড়ি ! মৃত 1

author img

By

Published : May 30, 2023, 2:08 PM IST

ওড়িশার কেন্দ্রপাড়ায় মর্মান্তিক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ৷ দ্রুত গতিতে আসা একটি গাড়ি একটি বাইকে ধাক্কা মারে ৷ তারপর সেটিকে 400 মিটার দূরত্ব পর্যন্ত টেনেহিঁচড়ে নিয়ে যায় ৷ বাইকে থাকা একজনের মৃত্যু হয়েছে ৷ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক ৷

ETV Bharat
ঘাতক গাড়ি

কেন্দ্রপাড়া, 30 মে: বাইককে টেনেহিঁচড়ে অনেক দূর পর্যন্ত নিয়ে গেল গাড়ি ৷ ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে ওড়িশার কেন্দ্রপাড়ায় ৷ জানা গিয়েছে, একটি গাড়ি বাইককে ধাক্কা মারে এবং তারপর সেটিকে 400 মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ৷ এই ঘটনায় বাইকে থাকা একজনের মৃত্যু হয়েছে ৷ বাইকে থাকা আরেকজনের অবস্থা সংকটজনক ৷ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ৷

সোমবার রাতে ওড়িশার কেন্দ্রপাড়ায় বলদেভজিউ এলাকায় একটি প্রাথমিক স্কুলের কাছে এই দুর্ঘটনা ঘটে ৷ স্থানীয় সূত্রে খবর, জগন্নাথ বিসওয়াল এবং বীরসবাট গ্রামের নিরঞ্জন জেনা বলদেভজিউ মন্দিরে গিয়েছিলেন ৷ সেখান থেকে তাঁরা দু'জনে বাইকে করে ফিরছিলেন ৷ তখন পথে একটি দ্রুত গতিতে আসা গাড়ি তাঁদের বাইকে ধাক্কা মারে ৷

অভিযুক্ত গাড়িচালককে গ্রেফতার করেছে বলদেভজিউ থানা ৷ ওই চালকের নাম জিতু দাস ৷ তিনি সুনাইলো গ্রামের বাসিন্দা ৷ গাড়িচালক জিতু বাইকটিকে ধাক্কা দেওয়ার ফলে বাইক থেকে পড়ে যান জগন্নাথ ও নিরঞ্জন ৷ তাঁদের উদ্ধার করার বদলে গাড়িটি বাইকটিকে প্রায় 400 মিটার দূরত্ব পর্যন্ত টেনে নিয়ে যায় ৷ পরে গাড়িচালক পালাবার চেষ্টা করে ৷

এমন সময় ওই ঘাতক গাড়ির চালককে ধাওয়া করে তাঁকে হাতেনাতে পাকড়াও করে স্থানীয়রা ৷ এদিকে ওই গাড়িটিকেও থামাতে হয় ৷ কারণ, রাস্তায় একটি ট্রাক আবগারি আধিকারিকের অফিসের কাছে বালি নামাচ্ছিল ৷ সব মিলিয়ে ক্ষুব্ধ জনতার সম্মুখীন হন জিতু ৷ তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে ৷

আরও পড়ুন: চলন্ত গাড়ির বনেটে ঝুলছেন ব্যক্তি, আটক অভিযুক্ত চালক

পুলিশের কাছে খবর গেলে তারা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ৷ উত্তেজিত জনতার হাত থেকে জিতুকে উদ্ধার করে এবং তাঁকে গ্রেফতার করা হয় ৷ এদিকে বিক্ষুব্ধ জনতা প্রতিবাদ জানাতে থাকে ৷ তারা পুলিশের কাছে দাবি জানায়, ধৃত জিতুকে জনতার হাতে তুলে দিতে হবে ৷ পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ এই দুর্ঘটনায় দুই বাইক আরোহী জগন্নাথ ও নিরঞ্জন গুরুতর জখম হন ৷ তবে মৃত্যু হয়েছে পেশায় রাজমিস্ত্রি নিরঞ্জনের ৷ আর সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন জগন্নাথ বিসওয়াল ৷ তিনি পাট্টামুন্ডি ব্লক এগ্রিকালচার ডিপার্টমেন্টে কাজ করতেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.