ETV Bharat / bharat

Man Arrested for Changing IMEI Number: ফোনের আইএমইআই নম্বর বদলের অভিযোগ, গুজরাত থেকে গ্রেফতার 1

author img

By

Published : Feb 15, 2023, 4:14 PM IST

Updated : Feb 15, 2023, 8:09 PM IST

Man Arrests for Changing IMEI Number ETV BHARAT
Man Arrests for Changing IMEI Number

মোবাইল ফোনের আইএমইআই নম্বর বদল (Man Arrests for Changing IMEI Number) করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন আমেদাবাদ সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দারা ৷ টোপ ফেলে প্রমাণ-সহ ওই মোবাইল দোকানের মালিককে গ্রেফতার করা হয়েছে ৷

আমেদাবাদ (গুজরাত), 15 ফেব্রুয়ারি: ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি নম্বর বদল করার অভিযোগে আমেদাবাদ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করলেন সাইবার ক্রাইম সেলের গোয়েন্দারা (One Arrests for Changing IMEI Number) ৷ অভিযোগ, একটি মোবাইল ফোনের দোকানের মালিক আইএমইআই নম্বর বদলে দেন ৷ সেই ঘটনায় মোবাইল দোকানের মালিককে গ্রেফতার করেছে আমেদাবাদ সাইবার সেলের আধিকারিকরা ৷ জানা গিয়েছে, গ্রেফতার হওয়ার মোবাইল দোকানের মালিকের নাম আব্দুল খালিদ ৷ কিন্তু, কেন এই কাজ করছিলেন আব্দুল খালিদ ? তা জানতে তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইমের গোয়েন্দারা ৷

আমেদাবাদ সাইবার ক্রাইম সেল সূত্রে জানানো হয়েছে, গোয়েন্দারা একটি গোপন সূত্র মারফত খবর পান আমেদাবাদের নেহরু নগর জংশনের কাছে জনপথ কমপ্লেক্সে 'মন্নত মোবাইল শপ'-এ আইএমইআই নম্বর বদল করা হয় ৷ বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে, গোয়েন্দারা এক ব্যক্তিকে টোপ হিসেবে আব্দুল খালিদের দোকানে পাঠান একটি মোবাইল দিয়ে ৷ তাঁকে নির্দেশ দেওয়া হয়, আব্দুলকে ওই মোবাইলের আইএমইআই নম্বর বদলে দেওয়ার জন্য ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তি তাদের কথা মতো আব্দুলকে মোবাইল ফোনের আইএমইআই নম্বর বদলে দিতে বলেন ৷ আব্দুল তাঁকে জানান, আইএমইআই নম্বর বদলে দেওয়া যাবে ৷ কিন্তু, এর জন্য তাঁর 1400 টাকা লাগবে ৷ আইএমইআই বদল করার জন্য মোবাইল 2 দিন দোকানে রাখার কথা জানান আব্দুল ৷ সেই মতো, দু’দিন পর আব্দুলের দোকানে যান পুলিশের ওই টোপ ৷ গিয়ে মোবাইল হাতে নিয়ে দেখেন, আইএমইআই নম্বর সত্যিই বদলে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: মার্কিন মুলুকে প্রতারণা, এফবিআই’য়ের সাহায্যে 3 প্রতারককে গ্রেফতার লালবাজারের

এরপরেই ওই ব্যক্তি সাইবার ক্রাইম বিভাগের গোয়েন্দাদের খবর দেন ৷ তাঁরা জনপথ কমপ্লেক্সে ‘মন্নত মোবাইল শপ’ থেকে আব্দুল খালিদকে গ্রেফতার করে পুলিশ ৷ জেরায় আব্দুল জানিয়েছেন, আলটিমেট মাল্টি টুল বা ইউএমটি সফ্টওয়্যারের সাহায্যে নিজের কম্পিউটার থেকে আইএমইআই নম্বর বদল করতেন ৷

এই ঘটনায় ইটিভি ভারতকে আমেদাবাদ সাইবার ক্রাইম বিভাগের এসিপি জেএম যাদব জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 420, 465, 468 এবং 471 ধারায় মামলা করা হয়েছে ৷ পাশাপাশি, ভারতীয় টেলিগ্রাম আইন 1985-র 25 নং ধারা যোগ করা হয়েছে আব্দুল খালিদের বিরুদ্ধে ৷ সেই সঙ্গে তাঁর ব্যবহার করা আলটিমেট মাল্টি টুল সফ্টওয়্যারটিও খতিয়ে দেখা হচ্ছে ৷ যা ব্যবহার করে চুরি করা ফোনের আইএমইআই নম্বর বদল করা হয়েছে কিনা ৷ এমনকি এর পিছনে সন্ত্রাসবাদীদের কোনও যোগ আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

Last Updated :Feb 15, 2023, 8:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.