ETV Bharat / bharat

সোশ্যাল মিডিয়ায় আবেদন করে 37 লক্ষ টাকা সাহায্য পেল ওড়িশার যুবক

author img

By

Published : Jun 4, 2021, 6:46 PM IST

সুমিত ওড়িশার কোরাপুট জেলার বাসিন্দা ৷ সেখানকার নারায়ণ পটনা ব্লকের একটি গ্রামে তিনি বসবাস করেন ৷

সোশ্যাল মিডিয়ায় আবেদন করে 37 লক্ষ টাকা সাহায্য পেল ওড়িশার যুবক
সোশ্যাল মিডিয়ায় আবেদন করে 37 লক্ষ টাকা সাহায্য পেল ওড়িশার যুবক

কোরাপুট (ওড়িশা), 4 জুন : অক্সফোর্ডে গিয়ে পড়শোনা করার স্বপ্ন ৷ কিন্তু অর্থের সংস্থান নেই ৷ তাই সুমিত টুরুক নামে এক যুবক সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন করেন ৷ আর সেই আবেদনে অভূতপূর্ব সাড়া পড়েছে ৷ মাত্র তিন ঘণ্টায় 37 লক্ষ টাকা অনুদান জমা পড়েছে সুমিতের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৷

সুমিত ওড়িশার কোরাপুট জেলার বাসিন্দা ৷ সেখানকার নারায়ণ পটনা ব্লকের একটি গ্রামে তিনি বসবাস করেন ৷ তাঁর বাবা প্রাথমিক স্কুলের শিক্ষক ৷ তিনি প্রথমে দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়ার আবেদন করেছিলেন ৷ কিন্তু অর্থাভাবে সেখানে পড়তে যেতে পারেননি ৷ পরে তিনি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান ৷

এদিকে তিনি ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও পড়ার সুযোগ পেয়েছেন ৷ কিন্তু তিনি বৃত্তি যোগাড় করতে পারেননি ৷ অথচ 47 লক্ষ টাকা প্রয়োজন অক্সফোর্ডে পড়ার জন্য ৷ সেই টাকা জোগাড়েই সোশ্যাল মিডিয়ায় আবেদন করেন তিনি ৷ আর তাতেই ফল মিলেছে ৷ আপাতত 37 লক্ষ টাকা তুলতে পেরেছেন তিনি ৷

আরও পড়ুন : হিমবাহ গলে যাওয়া আটকাতে কমাতে হবে কার্বন কণা, বিশ্ব ব্যাঙ্কের গবেষণায় তথ্য

যদিও এখনও তাঁর আরও 10 লক্ষ টাকা প্রয়োজন ৷ যা জোগাড় করতে আগামী 30 জুনের মধ্যে ৷ তবে সুমিত আশাবাদী যে এই অর্থও তার জোগাড় হয়ে যাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.