Joshimath Sinking: টানেল তৈরির সঙ্গে জোশীমঠের ভূমিধসের কোনও সম্পর্ক নেই, দাবি এনটিপিসি-র

author img

By

Published : Jan 18, 2023, 12:38 PM IST

Joshimath Sinking ETV Bharat
জোশীমঠে এনটিপিসির টানেল ()

জোশীমঠ (Joshimath Sinking) বিপর্যয়ের জন্য ক্রমাগত অভিযোগের মুখে পড়ছে এনটিপিসি ৷ টানেল নির্মাণের জন্যই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠলেও তা খারিজ করে দিলেন এনটিপিসির প্রধান জিএম আরপি আহিরওয়ার এবং অতিরিক্ত জিএম ভূতত্ত্ব ভুবনেশ কুমার (NTPC officials denied allegations of landslide in Joshimath)৷

চামোলি, 18 জানুয়ারি: জোশীমঠের (Joshimath Sinking) ভূমিধসের জন্য বারবার নিশানা করা হচ্ছে এনটিপিসি-র প্রকল্পকে ৷ তবে যাবতীয় অভিযোগ খারিজ করে দিলেন এনটিপিসির তপোবনের চিফ জিএম আরপি আহিরওয়ার ৷ এনটিপিসি ছাড়াও জিএম জিওলজি ভুবনেশ কুমারও তাঁর ইনস্টিটিউটের পক্ষ সমর্থনে এগিয়ে এসেছেন । এনটিপিসির উভয় কর্মকর্তাই বলেছেন যে, টানেল এবং জোশীমঠ ভূমিধসের মধ্যে কোনও সংযোগ নেই (NTPC officials denied allegations of landslide in Joshimath)।

এনটিপিসির চিফ জিএম যা বললেন: উত্তরাখণ্ডের জোশীমঠে (Joshimath Updates) এনটিপিসির টানেল এবং ভূমি ধসের মধ্যে কোনও সংযোগ নেই ৷ এনটিপিসি তপোবনের চিফ জিএম আরপি আহিরওয়ার এমনই দাবি করেছেন ৷ আহিরওয়ার আরও বলেন, 12 কিলোমিটার টানেলে 8 কিলোমিটার ড্রিল বোরিং এবং বাকিটা বিস্ফোরণের মাধ্যমে করা হবে ।

জোশীমঠের ভূমিধসে ক্ষতিগ্রস্তরা তাঁদের বাড়িতে ফাটলের জন্য এনটিপিসির সুড়ঙ্গকে দায়ী করার পর এ ভাবেই আত্মপক্ষ সমর্থন করে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন এনটিপিসি তপোবনের প্রধান জেনারেল ম্যানেজার ৷ তাঁর যুক্তি, যে যে এলাকায় টানেলে ব্লাস্টিং করা হবে সেগুলি জোশীমঠ থেকে 11 কিলোমিটার দূরে । টানেলটিও জোশীমঠের মধ্যে দিয়ে যাচ্ছে না । তাই এই টানেল নির্মাণের ফলে ভূমিতে ধস নামার কোনও সম্ভাবনা নেই ।

এনটিপিসির অতিরিক্ত জেনারেল ম্যানেজারের যুক্তি: এনটিপিসির অতিরিক্ত জিএম জিওলজি ভুবনেশ কুমার বলেছেন যে, বর্তমানে এই টানেলে কোনও ব্লাস্টিং করা হচ্ছে না । সেগুলোতেও জল ভর্তি হয়নি । ব্লাস্টিং-এর ফলে যদি ভূমিধস এবং বাড়িগুলিতে ফাটল সৃষ্টি হত তবে টানেলটি আরও আগেই প্রভাবিত হত । এই টানেলের কারণে ভূমি তলিয়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই । ভুবনেশ কুমার আরও বলেন যে, ভূমিতে ধস এখানে একটি পুরনো সমস্যা । টানেলের (এনটিপিসির একটি প্রকল্প) সঙ্গে ধসের কোনও সম্পর্ক নেই । 12 কিলোমিটার দীর্ঘ এই টানেলটি বোরিং মেশিন দিয়ে খনন করা হয়েছে ।

জলবিদ্যুৎ প্রকল্পের কারণে ভূমিধসের অভিযোগ সঠিক নয়: এনটিপিসির উভয় কর্মকর্তাই বলেছেন যে, তপোবন বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে জোশীমঠের জমির তলদেশকে যুক্ত করা সঠিক নয় । এনটিপিসির একজন শীর্ষ আধিকারিক জানিয়েছেন যে, টানেলটি 'একটি সক্ষম শিলার' নীচে তৈরি করা হচ্ছে । এটি পার্শ্ববর্তী শিলাকে প্রভাবিত করে না। এনটিপিসি টানেলের সঙ্গে জোশীমঠের পরিস্থিতির যোগসূত্র টানা সঠিক নয় । কারণ টানেল বোরিং মেশিনের সাহায্যে এটি নির্মাণ করা হচ্ছে ।

আরও পড়ুন: জোশীমঠে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য 4টি স্থান বাছল জিএসআই, রইল তালিকা

টানেল করতে ব্লাস্টিং করা হবে: উভয় কর্মকর্তা জানান, 12 কিলোমিটার দীর্ঘ টানেলের মধ্যে 8.5 কিলোমিটার টানেল বোরিং করে নির্মাণ করা হচ্ছে । বাকিটা ব্লাস্টিং করে করা হবে । সুড়ঙ্গটি জোশীমঠের মধ্য দিয়ে যায় না । তপোবন প্রকল্পের প্রধান রাজেন্দ্র প্রসাদ আহিরওয়ার বলেছেন যে, উত্তরাখণ্ডের পার্বত্য শহরের বর্তমান অবস্থার সঙ্গে জলবিদ্যুৎ প্রকল্পকে যুক্ত করা উচিত নয় । পাথরের নীচে টানেল তৈরি করা হচ্ছে এবং এটি একটি খুব শক্তিশালী পাথর ।

'জোশীমঠের ভূমি ধস একটি পুরনো সমস্যা': জোশীমঠের কিছু বাসিন্দা এনটিপিসি টানেলকে ভূমির ধসের জন্য দায়ী করলেও এনটিপিসির অতিরিক্ত জেনারেল ম্যানেজার জিওলজি ভুবনেশ কুমার বলেন যে, দুটির মধ্যে কোনও সংযোগ নেই ৷ ভূমি ধস এখানে একটি পুরনো সমস্যা । এই সুড়ঙ্গের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই । প্রকল্প অনুমোদনের আগে সব জরিপ করা হয়, তারপরই কাজ শুরু হয় বলে দাবি করেন তিনি ।

ভুবনেশ কুমার 1976 সালে মিশ্র কমিটির রিপোর্ট উল্লেখ করে বলেন যে, জোশীমঠ শহরটি ভূমিধসের উপাদানের উপর অবস্থিত । তখন এনটিপিসির কোনও প্রকল্প ছিল না । স্থানীয় মানুষ 10 জানুয়ারি প্রতিবাদ করে এবং এনটিপিসির তপোবন বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় । পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রকল্পের নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে ।

দুর্যোগ ব্যবস্থাপনা সচিব ড. রঞ্জিত কুমার সিনহা জানিয়েছেন যে, মোট 2,190 জনকে জোশীমঠের অস্থায়ী ত্রাণ শিবিরে এবং 2,205 জনকে পিপলকোটিতে স্থানান্তরিত করা হয়েছে বলে জানান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.