ETV Bharat / bharat

ভ্য়াকসিন উৎপাদন রকেট বিজ্ঞান নয়, টিকার অপ্রতুলতায় জবাব গুলেরিয়ার

author img

By

Published : Apr 10, 2021, 3:15 PM IST

দেশজুড়ে চলছে কোভিডের সেকেন্ড ওয়েভ ৷ প্রায় প্রতিদিনই সংক্রামিত রোগীর সংখ্যা ছুঁয়ে ফেলছে লক্ষের ঘর ৷ আর এমন সময়ে টান পড়েছে দেশের ভ্য়াকসিনের জোগানে ৷ ভ্য়াকসিনের অভাবে বন্ধ হয়েছে বহু কেন্দ্র ৷ কিন্তু কেন এমন পরিস্থিতি ? প্রশ্নের সহজ উত্তর দিলেন এআইআইএমস-এর প্রধান রণদীব গুলেরিয়া ৷

রণদীব গুলেরিয়া
রণদীব গুলেরিয়া

নিউদিল্লি, 10 এপ্রিল : ভ্যাকসিন উৎপাদন কোনও 'রকেট সায়েন্স' নয়, সংবাদ মাধ্যমকে একথা জানালেন এআইআইএমস-এর প্রধান রণদীব গুলেরিয়া ৷ গত চারদিন ধরে প্রতি 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা গড়ে এক লক্ষ, আর আজ সকালে তা প্রায় দেড় লক্ষের কাছাকাছি পৌঁছেছে ৷ অ্য়াকটিভ কেসের সংখ্যা দশ লক্ষ পার করেছে ৷ অতিমারি শুরু হওয়ার প্রথম থেকেই শীর্ষে থাকা মহারাষ্ট্রের অবস্থার অবনতি হয়েছে গত কয়েক দিনে ৷ এর পর রয়েছে মধ্য়প্রদেশ, গুজরাত, কেরালা, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিসগড়, পশ্চিমবঙ্গ ৷ কিন্তু এই সময়েই দেশজুড়ে ভ্য়াকসিনের হাহাকার শুরু হয়েছে ৷ দেশের বিভিন্ন রাজ্য থেকে কেন্দ্রের কাছে ভ্য়াকসিনে টান পড়ার কথা জানানো হলে উল্টে রাজ্য়গুলিকেই এই পরিস্থিতির জন্য দায়ী করেছে কেন্দ্র ৷ প্রধানমন্ত্রী মোদি পজিটিভ কেসের সংখ্য়া বাড়লেও রাজ্যকে দুশ্চিন্তা না করার উপদেশ দিয়েছেন ৷

ভারতে এই ভ্য়াকসিন-বিতর্ক নিয়ে বিশ্বের সর্ববৃহৎ ভ্য়াকসিন উৎপাদন সংস্থা সেরাম ইনস্টিটিউট-এর আদার পুনেওয়ালা ক'দিন আগেই পরিস্থিতিকে 'সঙ্কটজনক' বলে চিহ্নিত করেছেন ৷ তিনি জানিয়েছেন, প্রতিদিন এই সংস্থা প্রায় 20 লক্ষ আর মাসে 6 কোটি থেকে সাড়ে 6 কোটি কোভিশিল্ড উৎপাদন করতে সক্ষম ৷ অথচ লক্ষ্য়মাত্রা 10 থেকে 11 কোটি ৷ তাই এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে দরকার তিন হাজার কোটি টাকা আর তিন মাস ৷ এ নিয়ে কেন্দ্রের সাহায্য চেয়ে চিঠি পাঠিয়েছেন আদার ৷

আরও পড়ুন: কোচবিহারে ঘটনা দুঃখজনক, দোষীদের বিরুদ্ধে তদন্ত করুক কমিশন : মোদি

আদারের এই বিবৃতির দু'দিন পরেই গুলেরিয়া এই মন্তব্য করেন ৷ আর শুধুমাত্র ভারতের জন্য নয়, গোটা বিশ্বে ভ্য়াকসিন পৌঁছাতে হবে ভারতের এই সংস্থাকে, জানান তিনি ৷

ইতিমধ্যে ভ্য়াকসিনের অভাবে দেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা পুণের 100টি কেন্দ্র বন্ধ রয়েছে বিগত বেশ ক'দিন ধরে ৷ মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মুম্বইতে বন্ধ রাখা হয়েছে এক ডজন ভ্যাকসিনেশন কেন্দ্র ৷


যদিও এই দুঃসময়ে সেরামের প্রস্তাব নিয়ে যথাযথ পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন নীতি আয়োগের সদস্য চিকিৎসক ভিকে পল ৷ কোভিডের সেকেন্ড ওয়েভের চরম অবস্থায় ভ্যাকসিনের অপেক্ষায় থাকা লক্ষ লক্ষ দেশবাসীর কাছে যা একমাত্র বেঁচে থাকার আশা এখন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.