ETV Bharat / bharat

রাজ্যগুলির হাতে ভ্যাকসিনের 1 কোটি ডোজ রয়েছে, দাবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

author img

By

Published : Apr 29, 2021, 3:59 PM IST

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন এদিন জানান, যে রাজ্যে ভ্যাকসিন যেভাবে দেওয়া হয়েছে, সেই পারফরম্যান্সের উপর ভিত্তি করে ভ্যাকসিন বরাদ্দ করা হয়েছে ৷ এখনও পর্যন্ত করোনার ভ্যাকসিনের 16 কোটি ডোজ পাঠানো হয়েছে ৷ আর 15 কোটি ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে ৷

রাজ্যগুলির হাতে ভ্যাকসিনের 1 কোটি ডোজ রয়েছে, দাবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর
রাজ্যগুলির হাতে ভ্যাকসিনের 1 কোটি ডোজ রয়েছে, দাবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

নয়াদিল্লি, 29 এপ্রিল : রাজ্যগুলির হাতে এখনও এক কোটি করোনার ভ্যাকসিন পড়ে রয়েছে ৷ বৃহস্পতিবার এই কথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷ রাজ্যগুলিতে করোনার ভ্যাকসিনের ঘাটতি রয়েছে ৷ এই অভিযোগের পালটা এই যুক্তি দিয়েছেন মোদির মন্ত্রিসভার এই গুরুত্বপূর্ণ সদস্য ৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন এদিন জানান, যে রাজ্যে ভ্যাকসিন যেভাবে দেওয়া হয়েছে, সেই পারফরম্যান্সের উপর ভিত্তি করে ভ্যাকসিন বরাদ্দ করা হয়েছে ৷ এখনও পর্যন্ত করোনার ভ্যাকসিনের 16 কোটি ডোজ পাঠানো হয়েছে ৷ আর 15 কোটি ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে ৷

তাঁর দাবি, এর অর্থ রাজ্যগুলির হাতে এখনও ভ্যাকসিনের এক কোটি ডোজ রয়েছে ৷ যখন থেকে করোনার টিকাকরণ শুরু হয়েছে, তখন থেকে এমন একদিনও যায়নি, যেদিন রাজ্যগুলিকে তাদের ক্ষমতা অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হয়নি ৷

আরও পড়ুন : ভ্যাকসিন নেই, এলে জানাব, স্পষ্ট জবাব দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্রনাথ জৈন

এমনকী, অক্সিজেনের ঘাটতির অভিযোগ নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন ৷ তাঁর দাবি, দেশে আগেও পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন ছিল ৷ এখন আরও বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে অক্সিজেন আনা হচ্ছে ৷ যাঁদের অক্সিজেন প্রয়োজন, তাঁদের অক্সিজেন দেওয়া জরুরি ৷ কিন্তু অক্সিজেনের অভাব রয়েছে, এসব ভেবে আতঙ্কিত হওয়া উচিত নয় বলে তিনি মনে করেন ৷ একই সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দাবি, যাঁরা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন, তাঁরা সুস্থ হয়ে যাচ্ছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.