ETV Bharat / bharat

সংসদের নিরাপত্তা লঙ্ঘনের জেরে দর্শক গ্যালারির জন্য আর কোনও পাশ ইস্যু করা হবে না

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 10:59 PM IST

Parliament security breach: লোকসভার স্পিকার ওম বিড়লা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় রাজনৈতিক দলগুলির নেতাদের সঙ্গে দেখা করেন ৷ লোকসভার মহাসচিব নিরাপত্তার পর্যালোচনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠিও দিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শক গ্যালারির জন্য কোনও পাশ ইস্যু করা হবে না।

Etv Bharat
Etv Bharat

নয়াদিল্লি, 13 ডিসেম্বর: সংসদের নিরাপত্তা লঙ্ঘিত হওয়ার পরে, লোকসভার মহাসচিব নিরাপত্তা পর্যালোচনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়ে নয়া সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৷ যেখানে বলা হয়েছে যে, নতুন কোনও পাশ আর ইস্যু করা হবে না। পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত দর্শকদের গ্যালারির জন্য আর ভিজিটর পাশ দেওয়া হবে না বলে সূত্র মারফৎ খবর ৷

এর আগে, লোকসভার স্পিকার ওম বিড়লা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় রাজনৈতিক দলগুলির নেতাদের সঙ্গে দেখা করেন ৷ তিনি বিরোধী নেতাদের নিরাপত্তা সম্পর্কিত উদ্বেগের সঙ্গে একমত হন ৷ পাশাপাশি এই আশ্বাস দিয়েছেন যে, নিরাপত্তার বিষয় পর্যালোচনা করা হবে। সূত্রের খবর, লোকসভার মহাসচিব নিরাপত্তার পর্যালোচনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠিও দিয়েছেন।

পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত দর্শক গ্যালারির জন্য কোনও পাশ ইস্যু করা হবে না। স্পিকার ওম বিড়লা সাংসদদের ব্যক্তিগত সহকারীদের পাশ দেওয়ার বিষয়েও দায়িত্ব নিয়েছেন বলেও সূত্রের খবর ৷ সংসদে সন্ত্রাসী হামলার 22 তম বার্ষিকীতে জিরো আওয়ারে ভিজিটর গ্যালারি থেকে দুই অনুপ্রবেশকারী লোকসভা চেম্বারে প্রবেশ করার সময় একটি বড় নিরাপত্তা লঙ্ঘন হয়।

অন্যদিকে, লোকসভা সচিবালয়ের অনুরোধে সংসদের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, অনীশ দয়াল সিং (ডিজি, সিআরপিএফ)-র নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৷ অন্যান্য নিরাপত্তা সংস্থা এবং বিশেষজ্ঞ সদস্যদেরও এই কমিটিতে রাখা হয়েছে ৷

লোকসভার অধিবেশন চলাকালীন দুই ব্যক্তি দর্শক গ্যালারি থেকে হাউসের মাঝখানে ঝাঁপিয়ে পড়ে ৷ তাদের হাতে ক্যানিস্টার ছিল বলে জানিয়েছেন, কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরম ৷ একই সঙ্গে তিনি জানান, তারা ক্যানিস্টার থেকে হলুদ গ্যাস ছেড়ে দেয় ৷ এমনকী সংসদে বেশ কিছু স্লোগানও দেয় তারা। ভিডিয়োতে লোকসভার দর্শক গ্যালারি থেকে একজন অজ্ঞাত ব্যক্তিকে ঝাঁপিয়ে পড়তে দেখা গিয়েছে ৷ যার পরেই হট্টগোল শুরু হয়ে যায় সংসদের ভিতরে ৷ এরপর দুপুর দুটো পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন স্পিকার ওম বিড়লা ৷ ঘটনার সময় সদস্যরা জরুরী বিষয়গুলি উত্থাপন করছিলেন সদনে ৷ বিজেপি সাংসদ খগেন মুর্মু তাঁর বক্তব্য পেশ করছিলেন সেই সময় ৷ (এএনআই)

আরও পড়ুন

  1. কেন এমন ঘটনার সঙ্গে জড়িয়ে পড়লেন মনোরঞ্জন, কোনও উত্তর নেই বাবা দেবরাজুর কাছে
  2. 'ভয়ে কাঁপছিলাম, মাথা কাজ করছিল না'; ইটিভি ভারতকে জানালেন সাংসদ খগেন মুর্মু
  3. 'নিরাপত্তায় গুরুতর গলদ, তবে 2001 হামলার সঙ্গে তুলনা চলে না !' সংসদে অনুপ্রবেশ নিয়ে মত বিশেষজ্ঞদের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.