ETV Bharat / bharat

কমিটি গঠনে সায় নেই, আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা

author img

By

Published : Dec 1, 2020, 7:15 PM IST

কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠকে কোনও সমাধানসূত্র বেরিয়ে এল না । একদিকে কৃষি আইন বাতিলের প্রস্তাব মেনে নেয়নি কেন্দ্রীয় সরকার । অপরদিকে কেন্দ্রীয় সরকারের কমিটি গঠনের প্রস্তাবও মেনে নেননি কৃষক সংগঠনের প্রতিনিধিরা ।

centre-has-suggested-the-formation-of-a-committee-to-sort-out-the-differences-over-farm-laws-an-idea-that-was-turned-down-by-the-protesting-farmers
কেন্দ্রের প্রস্তাবে সায় নেই, কৃষি বিল নিয়ে সমাধান সূত্র অধরা বৈঠকে

দিল্লি, 1 ডিসেম্বর: আগে বুরারিতে গিয়ে বিক্ষোভ দেখানোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল কৃষিক সংগঠনগুলি । এবার কৃষি আইন নিয়ে কেন্দ্রের কমিটি গঠনের প্রস্তাবও ফিরিয়ে দিল তারা ।আজ কৃষকদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন তিন কেন্দ্রীয় মন্ত্রী ।

সূত্রের খবর, আজকের বৈঠকে কৃষি আইন প্রত্য়াহারের দাবি কেন্দ্রের তরফে খারিজ করে দেওয়া হয় ৷ তার বদলে একটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয় আলোচনায় উপস্থিত তিন কেন্দ্রীয় মন্ত্রীর তরফে । তবে সেই প্রস্তাব খারিজ করে দেন কৃষক সংগঠনগুলির প্রতিনিধিরা ৷ উলটে তাঁরা জানিয়ে দেন, তাঁদের দাবি মানা না হলে বিক্ষোভ দেখিয়ে যাবেন । 3 তারিখ আরও একটি বৈঠক হবে বলে জানা গিয়েছে ।

কেন্দ্রের নতুন কৃষি আইন নিয়ে কয়েকদিন আগেই "দিল্লি চলো"-র ডাক দেয় কৃষক সংগঠনগুলি । উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি-হরিয়ানা সীমান্ত । প্রথমে বাধা দিলেও পরে চাপে পড়ে কৃষকদের দিল্লিতে প্রবেশের অনুমতি দেয় সরকার । কিন্তু, জানিয়ে দেওয়া হয় তাদের নির্ধারিত স্থানে বিক্ষোভ দেখাতে হবে । কিন্তু তা ফিরিয়ে দেয় কৃষক সংগঠনগুলি । আর আজ কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে কেন্দ্রীয় সরকার ৷ সেখানে অংশ নেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর ৷ সঙ্গে ছিলেন পীযূষ গোয়েল এবং সোম প্রকাশ ৷ যেখানে সরকারের তরফে একটি কমিটি তৈরির প্রস্তাব দেওয়া হয় বলে সূত্রের খবর ৷ যে কমিটিতে সরকার ও কৃষক সংগঠন দু'পক্ষেরই প্রতিনিধিরা থাকবেন ৷ থাকবেন কৃষি বিশেষজ্ঞরাও । সেখানে কৃষি আইন নিয়ে আলোচনা হবে । তবে কৃষক সংগঠনের প্রতিনিধিরা সেই প্রস্তাবে রাজি হননি ৷ আন্দোলনকারী কৃষকদের তরফে দাবি করা হয়েছে, কেন্দ্রের আনা নতুন কৃষি আইন প্রত্যাহার করতে হবে ৷ তবে কেন্দ্রীয় সরকার সেই পথে হাঁটবে না বলে স্পষ্ট জানানো হয় । তবে কৃষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয় ৷

এই পরিস্থিতিতে কোনও সমাধানসূত্র বের না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে কৃষক সংগঠনগুলি ৷ সেই মতো দিল্লিতে প্রবেশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.