ETV Bharat / bharat

Russian Tourists Death: দুই রুশ নাগরিকের রহস্যমৃত্যুতে ওড়িশা পুলিশের কাছে রিপোর্ট চাইল জাতীয় মানবাধিকার কমিশন

author img

By

Published : Jan 2, 2023, 4:55 PM IST

Updated : Jan 2, 2023, 6:01 PM IST

গত 22 ডিসেম্বর ওড়িশার রায়গড়ার (Rayagada) একটি হোটেলে দুই রুশ নাগরিকের মৃতদেহ উদ্ধার হয় (Russian Tourists Death) ৷ সেই নিয়ে রহস্যের জট এখনও ছাড়ানো যায়নি ৷ এই নিয়ে ওড়িশা পুলিশের কাছে রিপোর্ট চাইল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) ৷

NHRC
জাতীয় মানবাধিকার কমিশন

ভুবনেশ্বর (ওড়িশা), 2 জানুয়ারি: রাশিয়ার (Russia) দুই নাগরিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) ৷ ওড়িশার রায়গড়ার (Rayagada) পুলিশ সুপারের কাছে এই রিপোর্ট চাওয়া হয়েছে ৷ কী কী পদক্ষেপ করা হয়েছে, তা নিয়ে বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছে ৷ পাশাপাশি মামলার তদন্তের অবস্থা কোন পর্যায়ে রয়েছে, সেটাও আগামী চার সপ্তাহের মধ্যে চাওয়া হয়েছে ৷ যে রুশ নাগরিকের মৃত্যুর পরিপ্রেক্ষিতে এই রিপোর্ট চাওয়া হয়েছে, সেই তালিকায় পাভেল আন্তভের (Pavel Antov) মৃত্যুর বিষয়টি রয়েছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, পাভেল আন্তভ তাঁর বন্ধু ভ্লাদিমির বিদানভ (Vladimir Bidanov) এবং রাশিয়ার এক দম্পতিকে নিয়ে ওড়িশায় এসেছিলেন ৷ ওড়িশায় ভ্রমণই তাঁদের প্রাথমিক পরিকল্পনা ছিল বলে জানা গিয়েছে ৷ স্থানীয় এক পর্যটক গাইডের সহায়তায় ওড়িশায় বেড়াতে এসেছিলেন তাঁরা । গত 21 ডিসেম্বর তাঁরা কন্ধমাল জেলার দারিংবাড়ি থেকে রায়গড়ায় গিয়েছিল ।

Russian Tourists Death
রিপোর্ট চাইল জাতীয় মানবাধিকার কমিশন

বিদানভকে 22 ডিসেম্বর রায়গাড়ার একটি হোটেলে মৃত অবস্থায় পাওয়া যায় । ঘটনার দুই দিন পর আন্তভকে একই হোটেলের বাইরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় । ফলে এই নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে ৷ কীভাবে তাঁদের মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷ তাঁদের কি খুন করা হয়েছে নাকি অস্বাভাবিক মৃত্যু হয়েছে, সেই প্রশ্নেরও উত্তর এখনও অধরা ৷

Russian Tourists Death
রিপোর্ট চাইল জাতীয় মানবাধিকার কমিশন

প্রসঙ্গত, এই ঘটনার তদন্তভার নিয়েছে ওড়িশা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ (Odisha Police Crime Branch) ৷ তারা ঘটনাস্থলে গিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ৷ ফরেন্সিক টিমকেও তারা সঙ্গে করে নিয়ে যায় ৷ ফরেন্সিক টিমের তরফেও এই নিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে ৷ ফলে এসবের ভিত্তিতেই এখন জাতীয় মানবাধিকার কমিশনকে রিপোর্ট দিতে হবে ওড়িশা পুলিশকে ৷

এদিকে পাভেল আন্তভের পরিচয় সামনে আসার পর এই ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ কারণ, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সমালোচক ৷ বিশ্বজুড়ে এই নিয়ে তাঁর পরিচিতি রয়েছে বলেও জানা গিয়েছে ৷ ফলে তিনি শুধুই বেড়াতে এসেছিলেন ! নাকি এর পিছনে অন্য উদ্দেশ্য ছিল, তা খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷

আরও পড়ুন: জোড়া মৃত্যুর তদন্তে রায়গড়ের হোটেলে পৌঁছল ক্রাইম ব্রাঞ্চ

Last Updated : Jan 2, 2023, 6:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.