ETV Bharat / bharat

কাতারে ভারতীয়দের মৃত্যুদণ্ডের সাজা মকুবের রায় খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করবে দিল্লি

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 5:51 PM IST

MEA on Indians in Qatar: কাতারে ভারতীয়দের মৃত্যুদণ্ডের সাজা মকুবের রায় খতিয়ে দেখে এবং এ বিষয়ে আইনি দলের সঙ্গে আলোচনার পর পরবর্তী পদক্ষেপ করবে দিল্লি ৷ জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী ৷

Death Penalty
ETV Bharat

নয়াদিল্লি, 17 ডিসেম্বর: ভারতীয় নৌবাহিনীর আটজন প্রাক্তন কর্মীর মৃত্যুদণ্ডের সাজা কমেছে ৷ এ বার এই সংক্রান্ত মামলায় পরবর্তী পদক্ষেপ কী, সেই নিয়েই কৌতূহল বাড়ছে ৷ কাতার আদালতের রায় খতিয়ে দেখে এবং বিষয়টি পরিচালনাকারী আইনি দলের সঙ্গে আলোচনার পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে শুক্রবার দিল্লির তরফে জানানো হয়েছে ৷ কাতারের আপিল আদালত এর আগে অন্য একটি আদালতের দ্বারা নৌবাহিনীর প্রবীণদের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে দেয় ।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী এ দিন একটি মিডিয়া ব্রিফিংয়ে বলেন যে, "ভারতীয় এবং তাঁদের পরিবারের সদস্যদের স্বার্থ আমাদের প্রধান উদ্বেগের বিষয় ৷ আমরা আইনি দল এবং পরিবারের সদস্যদের সঙ্গে পরবর্তী সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করব ৷" বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এর বেশি কিছু বলতে চান না বলে জানান অরিন্দম বাগচী ।

ভারতীয় নাগরিকরা, যাঁরা দোহার আল দাহরা গ্লোবাল টেকনোলজিসের সঙ্গে কাজ করছিলেন, তাঁদের 2022 সালের অগস্ট মাসে একটি চর্চিত মামলায় গুপ্তচরবৃত্তির অভিযোগে হেফাজতে নেওয়া হয়েছিল । কাতার কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ প্রকাশ না করলেও, এই বছরের অক্টোবরে সে দেশের আদালত তাঁদের মৃত্যুদণ্ড দেয় ।

বেসরকারি সংস্থাটি কাতারের সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তা সংস্থাকে প্রশিক্ষণ ও অন্যান্য সেবা প্রদান করে । ভারত গত মাসে কর্মীদের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কাতারের আপিল আদালতে আবেদন করেছিল । সেই মামলায় মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে দিয়েছে কানাডার আদালত ৷ তাঁদের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে কারাবাসের সাজা শোনানো হয়েছে বলে জানা যাচ্ছে ৷ তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি ৷

আরও পড়ুন:

প্রাক্তন নৌসেনা অফিসারদের দেশে ফেরাতে দিল্লির হাতিয়ার ভারত-কাতার চুক্তি

কাতার মৃত্যুদণ্ড প্রাপ্ত ভারতীয়দের সাজা মকুবে আইনি পদক্ষেপ নয়াদিল্লির

কাতারকে নিয়ে নয়া কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি ভারত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.