ETV Bharat / bharat

Top News: রাত 9টা

author img

By

Published : Sep 20, 2022, 9:03 PM IST

Top News
রাত 9টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top Npews)।

1. IND vs AUS: পান্ডিয়ার ঝোড়ো ব্যাটে ছারখার বিশ্বচ্যাম্পিয়নরা, অজিদের বিরুদ্ধে রানের পাহাড়ে ভারত

রোহিত শর্মা-বিরাট কোহলির ব্যর্থতা সত্ত্বেও প্রথমে ব্যাট করে অ্যারন ফিঞ্চের দলকে কঠিন লক্ষ্যমাত্রা দিল তারা ৷ কেএল রাহুল এবং হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরানে অজিদের 203 রানের টার্গেট দিল টিম ইন্ডিয়া (India set a target of 203 runs against Australia) ৷

2. Sushil Kumar Modi: বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি, বর্ধমানের তৃণমূল নেত্রী পরিচয়ে চিঠি প্রেরকের

বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীলকুমার মোদিকে (Sushil Kumar Modi) খুনের হুমকি ৷ চিঠির প্রেরক নিজেকে পূর্ব বর্ধমানের বাসিন্দা ও স্থানীয় তৃণমূল নেত্রী বলে দাবি করেছেন (life threat to Sushil Kumar Modi) ৷

3. Amit Malviya Slams Mamata: মমতার প্রশংসার প্রয়োজন নেই মোদির, টুইট মালব্যর
সোমবার বিধানসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ এই নিয়ে মঙ্গলবার টুইট করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) ৷ তাঁর টুইট, মমতার প্রশংসার প্রয়োজন নেই মোদির ৷

4. Arpita Mukherjee: অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার বিপুল পরিমাণে বিদেশি মুদ্রা, চার্জশিটে দাবি ইডির

অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণে বিদেশি মুদ্রা (Foreign currency) উদ্ধার করা হয়েছে ৷ প্রথম চার্জশিটে এমনটাই দাবি করেছে ইডি (ED charge sheet)৷

5. Saigal Hossain: সায়গলকে ইডি হেফাজতে নেওয়ার আবেদন গৃহীত হল না সিবিআই আদালতে

সায়গল হোসেনকে (Saigal Hossain) হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আসানসোলের সিবিআই আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি ৷ তবে সেই আবেদন (ED plea) গ্রহণ করেননি বিচারক ৷

6. Congress President Election: শশীর হাত ধরে কি কাটবে কংগ্রেসের আঁধার নিশি, গেহলত কতটা ভালো পাইলট?

দীর্ঘদিন বাদে নতুন সভাপতি পাচ্ছে কংগ্রেস । তা-ও আবার ভোটের মাধ্যমে ঠিক হতে পারে সভাপতির নাম । সোনিয়া-উত্তর জমানায় কংগ্রেসের ভার কার হাতে থাকবে তা নিয়ে দুটি নাম শোনা যাচ্ছে - অশোক গেহলত এবং শশী থারুর ।

7. Micro Heart Surgery: আর ওপেন হার্ট সার্জারি নয়, হার্ট ব্লকেজ থেকে রেহাই দিতে নয়া ব্যবস্থা বেসরকারি হাসপাতালের

সম্প্রতি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মাইক্রো হার্ট সার্জারি (Micro Heart Surgery) করে সম্পূর্ণ সুস্থ হলেন 87 বছরের বৃদ্ধ ।
8. Partha-Arpita: উদ্ধার হওয়া সোনা-টাকা সব পার্থর বলে দাবি অর্পিতার, চার্জশিটে জানাল ইডি

উদ্ধার হওয়া সোনা-টাকা সব পার্থর বলে দাবি করলেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee) ৷ তিনি চিঠি লিখে এই কথা জানিয়েছেন বলে চার্জশিটে উল্লেখ করে ইডি ৷ সোমবার আদালতে পেশ করা হয় সেই চার্জশিট ৷

9. Titagarh Bomb Blast: টিটাগড়ে স্কুলে বিস্ফোরণে ঘটনাস্থল পরিদর্শনে আসছেন শিশু অধিকার রক্ষা কমিশনের প্রধান

টিটাগড়ে স্কুলে বিস্ফোরণে (Titagarh Bomb Blast) ঘটনাস্থল পরিদর্শনে আসছেন জাতীয় শিশু অধিকার রক্ষা কমিশনের প্রধান প্রিয়াঙ্ক কানুনগো (NCPCR chief Priyank Kanoongo) ৷ আগামিকাল তিনি সেখানে আসবেন ৷

10. Subires Bhattacharya: সুবীরেশ ভট্টাচার্যের 26 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজত

সিবিআই হেফাজত হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের (CBI custody for Subires Bhattacharya) ৷ এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় সোমবার তাঁকে গ্রেফতার করে সিবিআই ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.