ETV Bharat / bharat

Traveling with Pet Dogs: ট্রেনে সারমেয় নিয়ে যাত্রা ? জেনে নিন এই নিয়মগুলি

author img

By

Published : Mar 25, 2023, 9:58 PM IST

new rules by Indian Railways for traveling with pet dogs in trains
প্রতীকী ছবি

দূরপাল্লার ট্রেনে পোষ্ট সারমেয়কে নিয়ে সফরের (Traveling with Pet Dogs in Trains) ক্ষেত্রে নিয়ম আরও কঠোর করল ভারতীয় রেল (Indian Railways) ৷ কী সেগুলি ?

নিয়মাবলী

কলকাতা, 25 মার্চ: অনেকেই বাড়িতে পোষ্য রাখেন ৷ এক্ষেত্রে অধিকাংশেরই প্রথম পছন্দ হল কুকুর ৷ কিন্তু বাড়ি ছেড়ে দূরে কোথাও ঘুরতে যাওয়ার সময় হলে সেই প্রাণীটিকে ছেড়ে যেতে যেন মন চায় না ৷ অনেকে তাই প্রিয় সারমেয়কে নিয়েই পাড়ি দেন গন্তব্য়ে ৷ সেক্ষেত্রে ট্রেনে উঠলে বড়সড় গোলমাল বাঁধতে পারে ! তাই এবার থেকে পোষ্য কুকুর নিয়ে সফর করার ক্ষেত্রে বেশ কিছুটা কড়াকড়ি করল ভারতীয় রেল (Indian Railways) ৷ যদিও পোষ্যকে 'লাগেজ' হিসেবে গণ্য করে 'লাগেজ ভ্যান' অর্থাৎ 'লাগেজ কাম ব্রেক ভ্যান'-এ করে নিয়ে যাওয়ার সুবিধা রয়েছে ৷ সেক্ষেত্রে ট্রেন ম্যানেজার সেই পোষ্যর দেখভালে থাকেন ৷ কিন্তু, যাঁরা পোষ্যকে নিজের সঙ্গে নিয়েই সফর করতে চান, তাঁদের মানতে হবে একাধিক নিয়ম ৷ পাশাপাশি, পোষ্য কুকুর নিয়ে লোকাল ট্রেনে ওঠা যাবে না ৷

পোষ্য কুকুর নিয়ে দূরপাল্লার ট্রেনে সফর করার ক্ষেত্রে ভারতীয় রেল যে নয়া নিয়মগুলি চালু করেছে সেগুলি এবার একটু দেখে নেওয়া যাক:

1) প্রিমিয়াম এবং নন-প্রিমিয়াম, এই দুই ধরনের ট্রেনেই পোষ্য নিয়ে সফর করা যাবে ৷ তবে কেবলমাত্র শীততাপ নিয়ন্ত্রিত প্রথম শ্রেণিতেই সারমেয় নিয়ে ওঠা যাবে ৷ শুধু তাই নয় ৷ পোষ্যকে নিয়ে ট্রেনে উঠতে হলে একটি কূপের মধ্যে থাকা চারটি বার্থই 'বুক' করে নিতে হবে ৷ এক্ষেত্রেও 'লাগেজ' হিসাবে পোষ্যকে নিয়ে যাওয়ার ভাড়া দিতে হবে ৷ লুকিয়ে অন্য শ্রেণিতে পোষ্যকে নিয়ে সফর করলে দোষী যাত্রীর বিরুদ্ধে আইনানুগ কঠোর পদক্ষেপ করা হবে ৷

2) শীতাতপ নিয়ন্ত্রিত প্রথম শ্রেণিতে গোটা একটি কুপ ভাড়া করলেই যে বিষয়টি পুরোপুরি মিটে যাবে, এমনটা নয় ৷ কোনও সহযাত্রীর যদি এর জন্য কোনওরকম অসুবিধা হয়, এবং তিনি যদি এ নিয়ে অভিযোগ করেন, তাহলে সেই পোষ্যকে রেল গার্ডের ভ্যানে পাঠিয়ে দেওয়া হবে ৷ সেক্ষেত্রে পোষ্যের টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে না ৷

3) একজন যাত্রীর টিকিটে (PNR) একটি পোষ্যকে নিয়ে যাওয়া যাবে ৷

4) ট্রেন ছাড়ার অন্তত তিনঘণ্টা আগে পোষ্যকে লাগেজ অফিসে নিয়ে আসতে হবে ৷ সেখানে পোষ্য সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে ৷ পোষ্যের সমস্ত ধরনের টিকাকরণ করা থাকতে হবে এবং তার শংসাপত্র দেখাতে হবে ৷ পশু চিকিৎসকের 'ফিট সার্টিফিকেট' থাকতে হবে ৷ তাতে পোষ্যের 'ব্রিড', রং এবং লিঙ্গের উল্লেখ থাকতে হবে ৷

আরও পড়ুন: শহরে অনুষ্ঠিত হল পোষ্য দত্তক কর্মসূচি, উপস্থিত অভিনেতা অনিন্দ্য

সারমেয়কে যদি ব্রেক ভ্যানে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রেও একাধিক নিয়ম মানতে হবে ৷ এক্ষেত্রে পোষ্যের জন্য বরাদ্দ বাক্সে (ডগ বক্স) তাকে রাখতে হবে ৷ একটি বাক্সে একটিমাত্র পোষ্য সফর করতে পারবে ৷ যাত্রীর 'কনফার্মড' টিকিট থাকতে হবে ৷ সঙ্গে পোষ্যর পরিচয়পত্র থাকতে হবে ৷ এক্ষেত্রেও ট্রেন ছাড়াও অন্তত তিনঘণ্টা আগে পোষ্যকে লাগেজ অফিসে নিয়ে আসতে হবে ৷ লাগেজ হিসাবে তার সফরের ভাড়ার টাকা জমা দিতে হবে ৷ পশু চিকিৎসকের 'ফিট সার্টিফিকেট' থাকতে হবে ৷ তাতে পোষ্যের 'ব্রিড', রং এবং লিঙ্গের উল্লেখ থাকতে হবে ৷ পোষ্যের জল ও খাবারের ব্যবস্থা যাত্রীকেই করতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.