ETV Bharat / bharat

Prabhakar Sail Dies : আরিয়ান মামলার সাক্ষী প্রভাকরের মৃত্যু

author img

By

Published : Apr 2, 2022, 10:02 AM IST

Updated : Apr 2, 2022, 11:40 AM IST

Aryan Khan Drug Case Witness Prabhakar Sail Died
আরিয়ান খান মাদক মামলায় সাক্ষী প্রভাকর শৈল

কর্ডেলিয়া ক্রুজ শিপে মাদক অভিযান চালিয়ে আরিয়ান খান-সহ অনেককে গ্রেফতার করেছিল এনসিবি ৷ সেই ঘটনার সাক্ষী মারা গিয়েছেন গতকাল (NCB witness Prabhakar Sail Passes Away) ৷

মুম্বই, 2 এপ্রিল : মাত্র 36 বছর বয়সেই মারা গেলেন মাদক মামলায় এনসিবির পঞ্চ সাক্ষী (Panch Witness) প্রভাকর সইল ৷ তিনি কর্ডেলিয়া ক্রুজ শিপে আরিয়ান খানের মাদক মামলায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর সাক্ষী ছিলেন ৷ শুক্রবার নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন প্রভাকর ৷ এমনটাই জানিয়েছেন তাঁর আইনজীবী তুষার খাণ্ডারে (NCB witness in Cordelia Cruise drug case Prabhakar Sail dies) ৷

তাঁকে রাজওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ৷ তাঁর মা এখনও জীবিত ৷ তাছাড়া স্ত্রী ও দু'টি বাচ্চাকে রেখে গেলেন তিনি ৷ প্রভাকর সইল নিজেকে এনসিবি-র (Narcotics Control Bureau) আরেক সাক্ষী কে পি গোসাভি-র (K P Gosavi) দেহরক্ষী বলে দাবি করেছিলেন ৷ গত বছর 3 অক্টোবর এনসিবি কর্ডেলিয়া ক্রুজ শিপে তল্লাশি অভিযান চালায় ৷ সেখান থেকে আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট-সহ অনেককেই প্রথমে আটক করে ৷ পরে তাঁদের গ্রেফতার করে এনসিবি ৷

আরও পড়ুন : Mumbai cruise drugs case : প্রতারণার অভিযোগে গ্রেফতার আরিয়ান মামলার সাক্ষী কিরণ গোসাভি

অক্টোবর মাসে আরিয়ান খানের মুক্তি ঘিরে নানাবিধ বিতর্ক তৈরি হয় ৷ তাতে নাম জড়িয়েছিল কে পি গোসাভির এই দেহরক্ষীরও ৷ তিনি একটি হলফনামায় অভিযোগ করেছিলেন, শাহরুখ-পুত্রকে জেল থেকে ছাড়াতে কেপি গোসাভি স্যাম ডি-সুজা নামের এক ব্যক্তির সঙ্গে কথা বলেছেন ৷ গোসাভি স্যাম ডি সুজাকে বলছেন, "25 কোটি টাকায় রফা কর ৷ এর মধ্যে 8 কোটি টাকা সমীর ওয়াংখেড়কে দিতে হবে ৷"

সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ওই ক্রুজ শিপে অভিযান চালিয়েছিল ৷ এই কথোপকথন শুনেছেন প্রভাকর শৈল, হলফনামায় জানিয়েছিলেন তিনি ৷ যদিও সমীর এই অভিযোগ অস্বীকার করেন ৷ তাঁকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয় এবং পরে তাঁকে স্থানান্তরিত করা হয় ৷ প্রভাকর আরও দাবি করেছিলেন, গোসাভি শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে দেখা করেছেন এবং আরিয়ানের মুক্তির জন্য 50 লক্ষ টাকা চেয়েছেন ৷ গত বছর 30 অক্টোবর বম্বে হাইকোর্ট আরিয়ান খানের মাদক মামলায় জামিন মঞ্জুর করে ৷

Last Updated :Apr 2, 2022, 11:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.