ETV Bharat / bharat

Naxalite Arrested: বাংলা থেকে এনআইএ'র ওয়ান্টেড নকশাল প্রদীপ মণ্ডল গ্রেফতার

author img

By

Published : Apr 9, 2023, 6:39 PM IST

ঝাড়খণ্ডের বিভিন্ন ঘটনায় জড়িত পাঁচ পুলিশকর্মীকে খুন করে পলাতক কুখ্যাত নকশাল প্রদীপ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ । তাঁর মাথার দাম 50 হাজার টাকা ঘোষণা করেছিল এনআইএ ।

Maoist
নকশাল

রাঁচি(ঝাড়খণ্ড), 9 এপ্রিল: বড় সাফল্য পেল ঝাড়খণ্ড পুলিশ । কুখ্যাত নকশাল প্রদীপ মণ্ডলকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করল ঝাড়খণ্ডের পুলিশ ৷ তিনি জাতীয় তদন্তকারী সংস্থার ওয়ান্টেড তালিকায় ছিলেন ৷ তাঁর বিরুদ্ধে পাঁচ পুলিশকর্মী হত্যার মামলা রয়েছে । সূত্রের খবর, প্রদীপ মণ্ডলের খোঁজ দিতে পারলে 50 হাজার টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছিল ।

পশ্চিমবঙ্গের হুগলি থেকে গ্রেফতার: ঝাড়খণ্ডের তিরুলডিহে পাঁচ পুলিশকর্মী খুন ও অস্ত্র লুটপাটের সঙ্গে জড়িত প্রদীপ মণ্ডল ওরফে ডাক্তারকে গ্রেফতার করেছে ঝাড়খণ্ড পুলিশ । পশ্চিমবঙ্গের হুগলি থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে । প্রদীপ মণ্ডলের বিরুদ্ধে 50 হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছিল এনআইএ । ঝাড়খণ্ড পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে ।

বহু মামলায় জড়িত: প্রদীপ মণ্ডল ওরফে ডাক্তার ঝাড়খণ্ডের কোলহানে সক্রিয় নকশাল ছিলেন । ঝাড়খণ্ডে এক ডজনেরও বেশি নকশাল মামলায় জড়িত তিনি । প্রদীপ মণ্ডলের বিরুদ্ধে গালুডিহ, ঘাটশিলা, বোদাম, গুরবান্ধা এবং পাটমাদা থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে ।

পুলিশকে হত্যা এবং অস্ত্র লুটের সঙ্গে জড়িত: 14 জুন 2019, ঝাড়খণ্ডের সেরাইকেলা-খারসাওয়ানের তিরুলডিহ থানা এলাকার কুকরুহাত বাজারে পাঁচ পুলিশ সদস্যকে হত্যা করার পর নকশালরা একটি পুলিশের গাড়িতে হামলা করে এবং তাদের অস্ত্র লুট করে । নকশালরা এই হামলায় শুধু পাঁচ সেনাকে হত্যা করেনি, 70টি কার্তুজ, তিনটি ইনসাস এবং 10টি বন্দুকের ম্যাগাজিনও লুট করে । এই হামলার সঙ্গে প্রদীপ মণ্ডলও জড়িত ছিলেন ।

এনআইএ'র 50 হাজার পুরস্কার ঘোষণা: পরে ওই মামলাটি এনআইএ হাতে নেয় । এনআইএ প্রদীপ মণ্ডলকে তার ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করে ৷ সেই সময় তাঁর মাথার দাম 50 হাজার টাকা ঘোষণা করা হয়েছিল । জানা গিয়েছে, ঝাড়খণ্ড পুলিশের একটি দল শীঘ্রই পশ্চিমবঙ্গ থেকে প্রদীপ মণ্ডলকে নিয়ে রাঁচিতে পৌঁছবে । এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করবে এনআইএ দল ।

আরও পড়ুন: বেগুসরাইতে নাবালিকার যৌন নির্যাতন ও খুনের অভিযোগ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.