ETV Bharat / bharat

Narendra Modi: গুজরাতে দ্বিতীয় দফা ভোটের আগে মায়ের দরবারে মোদি

author img

By

Published : Dec 4, 2022, 8:01 PM IST

রাত পোহালেই দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শুরু হবে গুজরাতে (Gujarat Assembly Election 2022) ৷ তার ঠিক আগে মায়ের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷

Narendra Modi met his mother Heeraben Modi at her Gandhinagar resident
Narendra Modi: গুজরাতে দ্বিতীয় দফা ভোটের আগে মায়ের দরবারে মোদি

গান্ধিনগর, 4 ডিসেম্বর: আবারও মায়ের দরবারে হাজির ছেলে ! ঘটনাস্থল গুজরাতের (Gujarat) গান্ধিনগর (Gandhinagar) ৷ এখানকার রাইসান এলাকার বাসিন্দা হলেন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ একজন মানুষ ৷ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মা হীরাবেন মোদি (Heeraben Modi) ৷ রবিবার হীরাবেন মোদির বাড়িতে তাঁর সঙ্গে দেখা করতে আসেন ছেলে নরেন্দ্র মোদি ৷ বেশ কিছুক্ষণ সময় কাটান মায়ের সঙ্গে ৷ তাঁর সঙ্গে গল্প করেন ৷ সোফায় বসে চা খান ৷ গুজরাত রাজ্য বিজেপির তরফে সেই মুহূর্তের একাধিক ছবি টুইটারে প্রকাশ করা হয় ৷ তাতে প্রধানমন্ত্রীকে তাঁর নবতিপর বৃদ্ধা মায়ের পা ছুঁয়ে প্রণাম করতেও দেখা গিয়েছে ৷ আর এতদিন পর ছেলেকে নাগালে পেয়ে মায়ের মুখে ধরা পড়েছে অনাবিল হাসি ৷

আরও পড়ুন: গুজরাতে দ্বিতীয় দফায় বেশি সংখ্যায় ভোটদানের আর্জি মুখ্য নির্বাচন কমিশনারের

প্রসঙ্গত, নির্দিষ্ট নির্ঘণ্ট মেনে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে গুজরাতে (Gujarat Assembly Election 2022) ৷ ইতিমধ্য়েই প্রথম দফার ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে ৷ গত 1 ডিসেম্বর রাজ্যের 89টি বিধানসভা আসনে সেই প্রক্রিয়া সারা হয় ৷ পরের দফার ভোটগ্রহণ হবে সোমবার (5 ডিসেম্বর, 2022) ৷ এই পর্বে অবশিষ্ট 93টি আসনে ভোটগ্রহণ করা হবে ৷

  • મહા હેતવાળી દયાળી જ મા તું

    ગુજરાતના પનોતા પુત્ર અને લોકલાડીલા પ્રધાનમંત્રી શ્રી @narendramodi જીએ માતા હીરાબાના ચરણસ્પર્શ કરી આશીર્વાદ લીધા. pic.twitter.com/9gPp5Qqn7K

    — BJP Gujarat (@BJP4Gujarat) December 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, গুজরাতে সব মিলিয়ে বিধানসভা আসন রয়েছে মোট 182টি ৷ প্রচার পর্বে বিজেপির হেভিওয়েটদের মধ্যে প্রধান ছিলেন প্রধানমন্ত্রী মোদি নিজে ৷ নির্বাচনী জনসভার মঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশে একের পর এক বাক্যবাণ ছুড়েছেন তিনি ৷ তবে, রবিবার সেই মানুষটিই ধরা দিলেন অন্য মেজাজে ৷ উল্লেখ্য, গুজরাত বিধানসভা নির্বাচনের ভোটগণনা হবে আগামী 8 ডিসেম্বর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.