ETV Bharat / bharat

Smriti Van Memorial ভূমিকম্পে নিহতদের শ্রদ্ধাজ্ঞাপন, ভুজে স্মৃতি বন মেমোরিয়ালের উদ্বোধন মোদির

author img

By

Published : Aug 28, 2022, 3:43 PM IST

রবিবার গুজরাতের (Gujarat) ভুজে (Bhuj) 'স্মৃতি বন মেমোরিয়াল'-এর (Smriti Van Memorial) উদ্বোধন করা হয় ৷ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ 2001 সালে ভয়াবহ ভূমিকম্পে (Bhuj Earthquake) তছনছ হয়ে গিয়েছিল এই অঞ্চল ৷ সেই ঘটনায় প্রয়াত ও আক্রান্তদের সম্মান জানাতেই এই পদক্ষেপ ৷

Narendra Modi Inaugurates Smriti Van Memorial in Bhuj
Smriti Van Memorial ভূমিকম্পে আক্রান্তদের শ্রদ্ধাজ্ঞাপন, ভুজে স্মৃতি বন মেমোরিয়ালের উদ্বোধন মোদির

ভুজ (গুজরাত), 28 অগস্ট: গুজরাতের (Gujarat) ভুজে (Bhuj) 'স্মৃতি বন মেমোরিয়াল'-এর (Smriti Van Memorial) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ 2001 সালে গুজরাতের কচ্ছ এলাকায় ভয়াবহ ভূমিকম্প (Bhuj Earthquake) হয় ৷ তাতে অসংখ্য মানুষের মৃত্যু হয় ৷ আহত ও গৃহহীন হন আরও বহু মানুষ ৷ কিন্তু, দুর্বিপাকে পড়েও দুর্গতরা তাঁদের সহনশীলতা হারাননি ৷ উপরন্তু, অন্য আক্রান্তদের দিকে বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত ৷ তাঁদের সেই সাহসকে কুর্নিশ জানাতে এবং ভূমিকম্পে প্রয়াতদের স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করতেই রবিবার এই স্মৃতিশৌধটির উদ্বোধন করেন মোদি ৷

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভূমিকম্পে যাঁরা জীবন হারিয়েছিলেন এবং যাঁরা সব হারিয়েও তাঁদের লড়াকু মানসিকতার প্রমাণ দিয়েছিলেন, কচ্ছের সেই মানুষদের সম্মান জানাতেই এই স্মৃতিশৌধ তৈরি করা হয়েছে ৷

আরও পড়ুন: ধর্ষকদের সংবর্ধনা দেওয়াই কি হিন্দু ঐতিহ্য, বিলকিস নিয়ে মোদির নীরবতায় তোপ শিব সেনার

তথ্য বলছে, 2001 সালের সেই ভয়াবহ দুর্যোগে সব মিলিয়ে অন্তত 13 হাজার মানুষের মৃত্যু হয়েছিল ৷ কম্পনের উৎসস্থল ছিল ভুজ ৷ মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল সমগ্র অঞ্চল ৷ সেই স্মৃতি আগলে রাখতেই প্রায় 470 একর জমির উপর এই 'স্মৃতি বন মেমোরিয়াল' তৈরি করা হয়েছে ৷ ভূমিকম্পের কবলে পড়ে যাঁদের সেদিন মৃত্যু হয়েছিল, তাঁদের সকলের নাম এই স্মৃতিশৌধের গায়ে লেখা হয়েছে ৷ একইসঙ্গে, এই চত্বরে একটি সংগ্রহশালাও গড়ে তোলা হয়েছে ৷ যার নাম দেওয়া হয়েছে, 'স্মৃতি বন ভূমিকম্প মিউজিয়াম' (Smriti Van Earthquake Museum) ৷

2001 সালের পর কীভাবে একটু একটু করে ঘুরে দাঁড়ালেন ভুজের বাসিন্দারা, সেই কাহিনি নানাভাবে তুলে ধরা হয়েছে এই সংগ্রহশালায় ৷ এছাড়াও, গুজরাতের ভৌগোলিক বৈশিষ্ট্য, ভূমিকম্পের পর ধ্বংসস্তূপ সরিয়ে নতুন করে নগর নির্মাণ-সহ নানা ঘটনার সাক্ষ্য এখানে সংরক্ষিত করে রাখার ব্যবস্থা করা হয়েছে ৷ পাশাপাশি, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে কীভাবে তার মোকাবিলা করতে হবে, সেই সংক্রান্ত তথ্যাবলীও এখানে রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.