ETV Bharat / bharat

কাশ্মীরে হিন্দু বৃদ্ধার শেষকৃত্যের আয়োজন মুসলিম প্রতিবেশীদের

author img

By

Published : Jun 5, 2021, 11:11 AM IST

স্থানীয় মানুষের মধ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্য়াই বেশি ৷ তাও কাশ্মীরি পণ্ডিত পরিবারের বৃদ্ধার শব কাঁধে তুলে সৎকারে এগিয়ে এলেন তাঁরাই ৷

কাশ্মীরি বৃদ্ধার শব কাঁধে মুসলিম প্রতিবেশীরা
কাশ্মীরি বৃদ্ধার শব কাঁধে মুসলিম প্রতিবেশীরা

বান্দিপুর, 5 জুন : কাশ্মীর পণ্ডিত পরিবারের বৃদ্ধা মারা গেলে তাঁর শেষকৃত্যে এগিয়ে এলেন প্রতিবেশী মুসলিম পরিবার ৷ ঘটনাটি উত্তর কাশ্মীরের বান্দিপুর জেলার ৷

বৃহস্পতিবার রাতে আজার অঞ্চলে রতন রানি ভাট মারা যান ৷ তাঁর মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী অঞ্চলে ৷ সঙ্গে সঙ্গে মুসলিম প্রতিবেশীরা চলে আসেন তাঁর বাড়িতে ৷

আরও পড়ুন : 58 দিনে সবচেয়ে কম দৈনিক সংক্রমণ

এই প্রসঙ্গে তাঁর পুত্র ইটিভি ভারতের প্রতিনিধিকে জানান, এই অঞ্চলে মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্য়া বেশি হলেও তাঁরা কখনও সবার থেকে আলাদা, এটা অনুভব করেননি ৷ তাঁর কথায়, "এখানে আমি আমার প্রতিবেশীদের কাছে কৃতজ্ঞ ৷ আমি খুশি যে আমরা কখনও কাশ্মীর ছেড়ে যাইনি ৷ বহু বছর ধরে এখানে বাস করছি ৷ সকলের মধ্যে শান্তি আর ভ্রাতৃত্ব বজায় রয়েছে ৷"

স্থানীয় মুসলিমরাই বৃদ্ধার দেহ কাঁধে নিয়ে যান, শেষকৃত্যের জন্য প্রয়োজনীয় কাঠের ব্যবস্থা করেন ৷ স্থানীয় অনেকেই তাঁর বাড়িতে গিয়ে শোকপ্রকাশ করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.