ETV Bharat / bharat

মানসিকভাবে সুস্থ মুসলিম মেয়েরা রজঃস্বলা হলেই বিয়ে করতে পারে, রায় আদালতের

author img

By

Published : Feb 10, 2021, 10:49 PM IST

Muslim law allows minor girls to marry on attaining puberty: High Court
মানসিকভাবে সুস্থ মুসলিম মেয়েরা রজঃস্বলা হলেই বিয়ে করতে পারে

মুসলিম মেয়েরা মানসিকভাবে সুস্থ ও রজঃস্বলা হলেই নিজের পছন্দ মাফিক বিয়ে করতে পারে৷ মুসলিম পার্সোনাল ল-তেই সেকথা বলা আছে৷ এক দম্পতির করা মামলায় এমনই রায় দিল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট৷

চণ্ডীগড়, 10 ফেব্রুয়ারি: ইসলাম ধর্মাবলম্বী নাবালিকারা রজঃস্বলা হলেই স্বেচ্ছায় বিয়ে করতে পারে৷ মুসলিম পার্সোনাল ল-ই এই অধিকার দিয়েছে তাদের৷ এমনই জানিয়েছে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট৷

মুসলিম পার্সোনাল ল-এর 195 নম্বর ধারা উল্লেখ করে আদালতের পর্যবেক্ষণ, ‘‘যে মেয়েরা রজঃস্বলা হয়নি এবং যারা মানসিকভাবে সুস্থ নয়, তাদের বিয়ের ক্ষেত্রে অভিভাবকের অনুমতি নেওয়া দরকার৷ কিন্তু মানসিকভাবে সুস্থ মুসলিম কোনও কিশোরী যদি রজঃস্বলা হয়, তবে সে স্বেচ্ছায় নিজের পছন্দমাফিক বিয়ে করতে পারে৷ তবে এক্ষেত্রে পাত্রী বিয়েতে গররাজি হলে সেই বিয়ে মানা হবে না৷’’

যে মেয়েদের কাছে 15 বছর বয়স হওয়ার প্রমাণপত্র নেই, তাদের ক্ষেত্রেই রজঃস্বলা হওয়ার বিষয়টিকে গ্রাহ্যের মধ্যে আনতে হবে৷

আরও পড়ুন: লাভ-জিহাদ বিরোধী বিলে অনুমোদন শিবরাজ মন্ত্রিসভার

পঞ্জাবের এক মুসলিম দম্পতির করা আবেদনের ভিত্তিতে এই রায় দিয়েছেন বিচারপতি অলকা সারিন৷ গত 21 জানুয়ারি ইসলাম রীতিনীতি মেনেই ওই দম্পতির বিয়ে হয়৷ বরের বয়স 36 এবং কনের বয়স 17৷ বিয়ের পরই নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হন তাঁরা৷ অভিযোগ ছিল, তাঁদের পরিবার এই বিয়ে মানতে নারাজ৷

বিচারপতি সারিনের পর্যবেক্ষণ, আদালতের দ্বারস্থ হওয়া দম্পতিকে কোনওভাবেই তাঁদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা যাবে না৷ সেক্ষেত্রে পরিবার তাঁদের সম্পর্ক মানুক বা না মানুক, তাতে কিছু যায় আসে না৷ বিচারপতি বলেন, মুসলিম পার্সোনাল ল অনুসারে, পরিবারের সদস্যদের কোনও অধিকারই নেই এই দম্পতির জীবনে হস্তক্ষেপ করার৷ দম্পতিকে যাতে সমস্তরকম সুরক্ষা দেওয়া হয়, পুলিশকে সেই নির্দেশও দিয়েছেন বিচারপতি৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.