ETV Bharat / bharat

Nikah in Temple: সম্প্রীতির নজির ! মন্দিরে বিয়ে হল মুসলিম যুগলের

author img

By

Published : Jul 3, 2023, 2:58 PM IST

Nikah in Temple
Nikah in Temple

মন্দিরে বিয়ে হল এক মুসলিম যুগলের ৷ সম্প্রীতির নজির গড়ল গুজরাতের জুনাগড় ৷ মন্দিরে নিকাহের আয়োজন করে সত্যম সেবা যুবক মণ্ডল ।

জুনাগড় (গুজরাত), 3 জুলাই: সম্প্রীতির নজির গুজরাতের জুনাগড়ে ৷ অখণ্ড রামধুন সংকীর্তন মন্দিরে নিকাহ সম্পন্ন হল এক মুসলিম যুগলের ৷ দরিদ্র এই যুগলের বিয়ের আয়োজন করে সত্যম সেবা যুবক মণ্ডল । দুই ধর্মের মানুষের উপস্থিতিতে মন্দিরে মুসলিম যুগলের বিয়ে নিঃসন্দেহে সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করল ৷

ধর্মীয় ঐক্যের দৃষ্টান্ত: ধর্ম নিয়ে হানাহানির ছবি ধরা পড়ে দেশের বিভিন্ন প্রান্তে ৷ তবে দেশের প্রকৃত ঐতিহ্য মনে করিয়ে দিয়ে জুনাগড়ের সত্যম সেবা যুবক মণ্ডল হিন্দু ধর্মের প্রাঙ্গণে এক মুসলিম যুগলের বিয়ের আয়োজন করল ৷ অর্থনৈতিকভাবে খুবই দুর্বল ওই পাত্র-পাত্রীর নিয়ম নিষ্ঠা করে বিয়ে দেওয়া হয় ৷ মুসলিম ধর্মমতে চার হাত এক হল হিনা ও আবদুল কুরেশি । বিয়েতে উপস্থিত ছিল যুগলের পরিবার এবং সত্যম সেবা যুবক মণ্ডলের কর্মীরা ৷

প্রচুর উপহার: বিয়েতে নবদম্পতিকে প্রচুর উপহারও দিয়েছে সত্যম সেবা যুবক মণ্ডল । ঘড়ি, জামাকাপড়, প্লেট, চশমা, বাটি, কাঁচের বাসন, স্টিলের বাক্স, বিছানা, গদি, খাট, মঙ্গলসূত্র, চেয়ারের মতো 57টি জিনিস উপহারে দেওয়া হয়েছে । অবশ্য এই প্রথম নয় ৷ জুনাগড়ে গত কয়েক বছর ধরেই বিয়ের আয়োজন করছে তারা । তাদের উদ্যোগে অনেক হিন্দু যুগল এই মন্দির থেকে নতুন জীবন শুরু করেছে ৷ তবে এ বার এই মন্দিরে বিবাহবন্ধনে আবদ্ধ হল মুসলিম যুগল ৷

আরও পড়ুন: ঈদে সম্প্রীতির নজির, রিমশা আলিকে কুমারী রূপে পুজো করে শহরে দুর্গোৎসবের সূচনা

প্রচেষ্টাকে কুর্নিশ: এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন নবদম্পতি হিনা ও আবদুল কুরেশি ৷ সত্যম সেবা যুব মণ্ডলের সভাপতি মনসুখভাই ওয়াজা ইটিভি ভারতকে বলেন, "এটি সর্বধর্ম সম্ভাব সত্যম সেবা যুবক মণ্ডলের সংকল্প । আমাদের সংগঠন এখনও পর্যন্ত অনেক ধর্মীয় সামাজিক কাজ করেছে । যার মধ্যে আজ যুক্ত হয়েছে আরও একটি সোনালি পালক । এখনও পর্যন্ত অনেক মেয়েকে মণ্ডপে বিয়ে দিয়ে সংসার শুরু করিয়েছি । আজ মুসলিম কন্যাকেও বিয়ে দিতে পারাটা আনন্দের বিষয় ।"

মন্দিরে বিয়ের গান: এই মন্দিরটি রয়েছে জুনাগড়ের অম্বিকা চকে । নিকাহতে গাওয়া হল বিয়ের গান । জাতি-ধর্ম ভেদাভেদ ভুলে সত্যম সেবা যুবক মণ্ডলের সবাই সেবামূলক কাজ করে যাচ্ছেন । এভাবেই সাম্প্রদায়িক ঐক্যের চমৎকার নজির গড়ে তুলেছেন তাঁরা ৷

ঐক্যের বার্তা: সদ্যবিবাহিত বর আবদুল কুরেশি বলেন, "আমি খুব খুশি ৷ আমার বিয়ে হয়েছে জুনাগড়ে । মৌলবীর উপস্থিতিতে নিকাহ হয়েছে । খুব ভালো লাগছে ৷ যাঁরা অর্থকষ্টে রয়েছেন, তাঁরা এখানে আসতে পারেন । 30 বছর ধরে এটা চলছে ৷ এ ভাবেই সাম্প্রদায়িক ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.