ETV Bharat / bharat

Mamata Banerjee: জাতীয় সংগীত অবমাননা মামলায় মমতাকে পাঠানো সমন খারিজ আদালতের

author img

By

Published : Jan 12, 2023, 6:50 PM IST

Updated : Jan 12, 2023, 7:27 PM IST

মুম্বইয়ে জাতীয় সংগীত অবমাননার মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো সমন খারিজ করে দিল বিশেষ আদালত ৷ তাঁর বিরুদ্ধে এই সমন জারি করেছিলেন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক (Disrespect to national anthem case) ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

মুম্বই, 12 জানুয়ারি: জাতীয় সংগীত অবমাননার মামলার স্বস্তি পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর বিরুদ্ধে যে সমন পাঠানো হয়েছিল তা বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে মুম্বইয়ের এক বিশেষ আদালত (Special court sets aside summons against Mamata Banerjee) ৷ এদিন বিশেষ আদালতের বিচারক আরএন রোকাডে জানান, এই সমন ইস্যু করার সময় ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক প্রয়োজনীয় নিয়মগুলি মানেননি ৷ তাই এই সমন খারিজ করা হচ্ছে ৷

উল্লেখ্য, 2021 সালের ডিসেম্বর মাসে মুম্বই সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে এক অনুষ্ঠানে জাতীয় সংগীতের অবমাননা করেন বলে অভিযোগ ওঠে ৷ বিবেকানন্দ গুপ্তা নামে মুম্বইয়ের এক বিজেপি নেতা এই বিষয়টি নিয়ে প্রথমে থানায় এফআইআর ও পরে ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করেন ৷ জানান, জাতীয় সংগীত চলার সময় মমতা বন্দ্যোপাধ্যায় উঠে দাঁড়াননি ৷ ওই বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে এরপর ম্যাজিস্ট্রেট কোর্টের তরফে সমন ইস্যু করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে (summons against Mamata Banerjee sets aside) ৷

এই সমনের বিরুদ্ধে ও পুনর্বিবেচনার দাবিতে মুম্বইয়ের বিশেষ আদালতের দ্বারস্থ হন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর আইনজাবী আদালতে জানান, এই সমন জারি করার আগে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মানা হয়নি ৷ জবাবে, সরকারি আইনজীবী জানান, সেসময়ে মমতা মুম্বইয়ে রাজনৈতিক সফরে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী হিসেবে নয় ৷ তাই তাঁর ক্ষেত্রে এই সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া খাটে না ৷

আরও পড়ুন: হুবলিতে নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে মোদিকে মালা পরাতে হাজির যুবক

তবে এদিন দু'পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিশেষ আদালতের বিচারক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আদালতের জারি করা সমন খারিজ করে দেন ৷ রায়ে বিচারক জানান, ওই নোটিশ পাঠানোর আগে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মানা হয়নি ৷ বিষয়টি ফের ম্যাজিস্ট্রেট বিচারকের কাছে ফেরত পাঠানো হয়েছে ৷ নির্দেশ দেওয়া হয়েছে সব প্রক্রিয়া মেনে তবেই যেন সমন পাঠানো হয় ৷

Last Updated : Jan 12, 2023, 7:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.