ETV Bharat / bharat

বাইকে বাড়ি ফিরছিলেন, পথে মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত্যু কনস্টেবলের

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 25, 2023, 2:25 PM IST

Died by Kite String: ফের প্রাণ কাড়ল চিনা মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতো ৷ বাইক চালিয়ে বাড়ি ফেরার সময় সেই সুতো গলায় আটকে মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলের ৷

ETV Bharat
মৃত পুলিশ কনস্টেবল

মুম্বই, 25 ডিসেম্বর: বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন মুম্বই পুলিশের এক কনস্টেবল ৷ সেই সময় মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতোয় তার গলা কেটে যায় ৷ তার জেরেই মৃত্যু হয় ওই কনস্টেবলের ৷ রবিবার এই দুর্ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের সান্তাক্রুজ হাইওয়েতে ৷ জানা গিয়েছে, মৃত কনস্টেবলের নাম সমীর সুরেশ যাদব ৷

রবিবার বিকেলে কাজ শেষ করে বাইকে বাড়ি ফিরছিলেন সমীর ৷ ভাকোলা ব্রিজ পার হওয়ার সময় ঘুড়ির সুতোয় গলা গভীরভাবে কেটে যায় ৷ বাইক থেকে পড়ে যান তিনি ৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে সিয়ন হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ মৃতের পকেটে থাকা পরিচয়পত্র থেকে কনস্টেবল সমীরকে শনাক্ত করে পুলিশ ৷ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ডিউটি শেষে বাইকে বাড়ি যাওয়ার সময় ঘুড়ির দড়িতে তাঁর গলা কেটে যায় ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয় ৷

গলা কেটের যাওয়ার পরপরই প্রচুর রক্তপাত হচ্ছিল ৷ কনস্টেবলকে তড়িঘড়ি নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ এই বিষয়ে খেরওয়াড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । তদন্ত চলছে । জানা গিয়েছে, সমীর সুরেশ যাদব গোরেগাঁওয়ের দিন্দোশি থানায় কর্মরত ছিলেন ৷ তিনি মোটরসাইকেলে ওরলিতে নিজের বাড়িতে ফিরে যাচ্ছিলেন ।

প্রসঙ্গত, কলকাতার মা উড়ালপুল সংলগ্ন এলাকায় একটা সময় এই চিনা মাঞ্জা দেওয়ার ঘুড়ির সুতোয় বহু দুর্ঘটনা ঘটত ৷ এভাবেই ঘুড়ির সুতোর আঘাতে প্রাণও গিয়েছে। এক প্রকার বাধ্য হয়ে উড়ালপুলে কড়া নজরদারি শুরু করে পুলিশ। দিনের যে সময় ঘুড়ি বেশি ওড়ে তখন উড়ালপুলে পুলিশের সংখ্যাও বাড়ানো হত ৷ তারপর ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

আরও পড়ুন :

1 একের পর এক দুর্ঘটনা, চিনা মাঞ্জা সুতোয় বেড়েই চলেছে বিপদ

2 মকর সংক্রান্তিতে চিনা মাঞ্জায় গলা কেটে মৃত্যু বাইক আরোহীর

3 মা উড়ালপুলে ফের চিনা মাঞ্জায় জখম বাইক আরোহী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.