ETV Bharat / bharat

Shilpa-Raj : ফের বিপাকে শিল্পা-রাজ, প্রতারণার অভিযোগ ব্যবসায়ীর

author img

By

Published : Nov 14, 2021, 1:06 PM IST

নতুন করে বিপাকে পড়লেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা ৷ এই দম্পতি ও তাঁদের কয়েকজন পরিচিতের বিরুদ্ধে মুম্বইয়ের বান্দ্রা থানায় প্রতারণার মামলা রুজু করা হয়েছে ৷ অভিযোগকারী নীতিন বারাই একজন ব্যবসায়ী ৷ তিনি 1 কোটি 51 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ তুলেছেন ৷

mumbai businessman lodges cheating case against Shilpa Shetty and Raj Kundra
Shilpa-Raj : ফের বিপাকে শিল্পা-রাজ, দেড় কোটির প্রতারণার অভিযোগ ব্যবসায়ীর

মুম্বই, 14 নভেম্বর : আবারও বিতর্কে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra) ৷ মুম্বইয়ের এক ব্যবসায়ী এই সেলেব দম্পতি-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন ৷ ওই ব্যবসায়ীর দাবি, তাঁর সঙ্গে 1 কোটি 51 লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে ৷ রবিবার পুলিশের তরফে এমনই জানানো হয়েছে ৷ মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় শনিবারই বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেছেন নীতিন বারাই (Nitin Barai) নামে ওই ব্যবসায়ী ৷

আরও পড়ুন : Shilpa Shetty Raj Kundra: শার্লিনের বিরুদ্ধে 50 কোটি টাকার মানহানির মামলা শিল্পা-রাজের

নিজের অভিযোগপত্রে নীতিন দাবি করেছেন, প্রতারণার ঘটনাটি ঘটে 2014 সালের জুলাই মাসে ৷ এসএফএল ফিটনেস (SFL Fitness) সংস্থার ডিরেক্টর কাশিফ খান (Kaashif Khan), শিল্পা এবং রাজ-সহ বেশ কয়েকজন নীতিনকে এই সংস্থায় বিনিয়োগের পরামর্শ দেন ৷ তাঁদের দাবি ছিল, এই বিনিয়োগে মোটা আমদানি হবে নীতিনের ৷ সেই কারণেই 1 কোটি 51 লক্ষ টাকা বিনিয়োগ করেন তিনি ৷ নীতিন জানিয়েছেন, লেনদেনের সময় তাঁকে বলা হয়েছিল, এই বিনিয়োগের বিনিময়ে তাঁকে এসএফএল ফিটনেসের ফ্র্যানচাইজি দেওয়া হবে ৷ এবং এই নামেই পুণের হদপসার এবং কোরেগাঁওয়ে জিম ও স্পা খুলতে পারবেন নীতিন ৷ কিন্তু, সেই প্রতিশ্রুতি পরে আর কখনও বাস্তবায়িত হয়নি ৷

আরও পড়ুন : Shilpa Shetty: 60 দিন পর রাজ কুন্দ্রার মুক্তিতে কী বললেন শিল্পা শেট্টি ?

এই ঘটনার পর নীতিন তাঁর বিনিয়োগ করা টাকা ফেরত চান ৷ অভিযোগ, টাকা ফেরত দেওয়া তো দূরের কথা ৷ উল্টে তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হয় এবং ভয় দেখানো হয় ৷ নীতিনের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে বান্দ্রা থানার পুলিশ ৷ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 420 (প্রতারণা), 120-বি (অপরাধমূলক ষড়যন্ত্র), 506 (ভয় দেখানো) এবং 34 (একই উদ্দেশ্যে একাধিক ব্যক্তির অপরাধমূলক কাজ)-সহ একাধিক ধারা প্রয়োগ করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.