ETV Bharat / bharat

সাংসদদের বহিষ্কারের সঙ্গে সংসদ ভবনে হানার কোনও যোগ নেই, চিঠিতে জানালেন অধ্যক্ষ ওম বিড়লা

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 16, 2023, 8:48 PM IST

Updated : Dec 16, 2023, 9:30 PM IST

Om Birla on Security Breach Issue: 13 জন সাংসদকে বহিষ্কার করার সঙ্গে সংসদ ভবনে হানার ঘটনার কোনও যোগ নেই ৷ তিন দিন পর এই ঘটনা নিয়ে মুখ খুলে এমনটাই জানালেন লোকসভার স্পিকার ওম বিড়লা ৷

security breach issue
সাংসদদের বহিষ্কারের সঙ্গে সংসদ ভবনে হানার কোনও যোগ নেই, চিঠিতে জানালেন ওম বিড়লা

নয়াদিল্লি, 16 ডিসেম্বর: তিন দিন পর সংসদের নিরাপত্তা ভঙ্গের ঘটনা নিয়ে মুখ খুললেন লোকসভার স্পিকার ওম বিড়লা ৷ এই বিষয়ে বলতে গিয়ে চিঠিতে তিনি জানান, 13 জন সাংসদকে বহিষ্কার করার সঙ্গে সংসদ হানার কোনও যোগ নেই ৷ কক্ষের মর্যাদারক্ষার জন্য় দৃষ্টান্ত স্বরূপ সাংসদদের বহিষ্কার করা হয়েছে ৷

এই ঘটনার পর অনেকেই মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে ৷ কেউ তাঁর কাছে বিবৃতি চেয়েছেন ৷ আবার কেউ তাঁর পদত্যাগ দাবি করেছেন ৷ পরিপ্রেক্ষিতে এই ঘটনা নিয়ে বিড়লা জানান সংসদ ভবনের নিরাপত্তা সংসদীয় আচরণবিধির মধ্য়ে পড়ে ৷ সমস্ত সাংসদদের উদ্দেশে লেখা এই চিঠিতে তিনি এও জানান, তিনি একটি 'উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি' গঠন করেছেন ৷ সেই কমিটি নিরাপত্তার সমস্ত দিকগুলি খতিয়ে দেখছে ৷ সেই অনুযায়ী একটি অ্যাকশন প্ল্যানও তৈরি করা হবে যাতে এরকম কোনও ঘটনা আর না ঘটে ৷ সিআরপিএফ ডিরেক্টর জেনারেলকে বসানো হয়ছে এই কমিটির প্রধানের পদে ৷

চিঠিতে তিনি লেখেন, "এটা অযৌক্তিক ৷ 13 ডিসেম্বরের ঘটনার সঙ্গে সাংসদদের বহিষ্কার করার ঘটনার কোনও যোগ নেই ৷ " প্রসঙ্গত, 13 ডিসেম্বর সংসদে ভিজিটার্স গ্যালারি থেকে সংসদ কক্ষে ঝাঁপ দেয় দুই যুবক ৷ তাদের কাছে ছিল রঙিন স্মোক বোম ৷ গোটা সংসদ কক্ষ রঙিন ধোঁয়ায় ভরে যায় ৷ তারপর এই ঘটনা নিয়ে আলোচনা বিরোধী শিবিরের অনেকেই যে মন্তব্য করেন তা 'অসংসদীয়' বলে অভিযোগ ওঠে ৷ এই ঘটনা নিয়ে লিখতে গিয়ে ওম বিড়লা জানান, সাংসদদের বহিষ্কার করার কারণ একটাই তাঁরা সংসদ কক্ষের মর্যাদাহানি করেছেন ৷ বিরোধীরা যেভাবে একে 13 ডিসেম্বরের ঘটনার সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করছেন তার সঙ্গে এর কোনও যোগ নেই ৷

তিনি এও জানান, এই প্রথম নয় অতীতেও সংসদে পিস্তল নিয়ে লোক ঢুকেছে, স্লোগান দেওয়া হয়েছে ৷ কখনও কখনও সাংসদরাও হট্টগোল করেছেন ৷ অন্ধপ্রদেশ ভেঙে যখন তেলেঙ্গানা আলাদা রাজ্য় হয় তখনও অনেকেই 'পেপার স্প্রে' এনেছিলেন ৷ তবে নতুন সংসদভবনের উদ্বোধনের সময়ই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সংসদে কোনও প্ল্য়াকার্ড আনা যাবে না ৷ সেকথা জানিয়ে তিনি বলেন, "আমাদের সংসদের নতুন ভবন উদ্বোধনের সময়, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম হাউসের ভিতরে প্ল্যাকার্ড আনা চলবে না ৷ শুধু তাই নয় আমরা সভাগৃহেও কোনও হট্টগোল করব না ৷" তিনি এও জানান, বিরোধীদের অনেকের সঙ্গেই এই ঘটনার পর কথা বলা হয়েছে তাঁদের পরামর্শও নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:

  1. 'আন্দোলন গণতান্ত্রিক অধিকার, আমি আইন মেনে কাজ করি', ছাত্রদের কালো পতাকা দেখানোকে স্বাগত জানিয়ে বললেন রাজ্যপাল
  2. 29 বছর আগে পৃথক উত্তরাখণ্ড রাজ্যের দাবিতে দুই তরুণ হামলা চালিয়েছিল লোকসভায়
  3. 'অমিত শাহ অপদার্থ', সংসদ কাণ্ডে পালটা কেন্দ্রীয় সরকারকে নিশানা ফিরহাদের
Last Updated : Dec 16, 2023, 9:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.