ETV Bharat / bharat

Minor Girl Raped: মাঝরাতে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ ! পলাতক 3 যুবক

author img

By

Published : Sep 2, 2022, 2:15 PM IST

নাবালিকাকে ধর্ষণের (Minor Girl Raped) অভিযোগ উঠল অন্ধ্রপ্রদেশের কেভিবি পুরম মণ্ডলের একটি গ্রামে (AP Rape)৷ অভিযুক্ত তিন যুবক পলাতক ৷

Minor girl raped in AP, case registered under POCSO Act
মাঝরাতে নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ ! পলাতক 3 যুবক

অন্ধ্রপ্রদেশ, 2 সেপ্টেম্বর: ফের লালসার শিকার এক কিশোরী ৷ এ বার ঘটনা অন্ধ্রপ্রদেশের ৷ সেখানকার একটি গ্রামে এক নাবালিকাকে গণধর্ষণের (Minor Girl Raped) অভিযোগ উঠল ৷ বুধবার গভীর রাতে কেভিবি পুরম মণ্ডলের একটি গ্রামে এই ঘটনা ঘটে ৷ তিন যুবক এই অপরাধের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে ৷ তারা তিনজনই পলাতক ৷ এই ঘটনায় পুলিশ পক্সো ধারায় (POCSO Act) মামলা শুরু করেছে ৷

নিগৃহীতা কিশোরীর বয়স 14 বছর ৷ নবম শ্রেণিতে পড়ে সে ৷ তার মায়ের অভিযোগ, বাড়িতে একা ছিল তার মেয়ে ৷ পুলিশ জানিয়েছে, রাত 10টা নাগাদ মেয়েকে বাড়িতে রেখে একটু বেরিয়েছিলেন তার মা ৷ ঘণ্টাখানেক বাদে ফিরে আসেন তিনি ৷ তবে ঘরে ফিরে তিনি দেখেন মেয়ে নেই ৷ এরপর রাতেই গোটা গ্রামে মেয়েকে খুঁজে বেড়ান তিনি ৷ তবে কোথাও পাননি মেয়েকে ৷

অবশেষে বৃহস্পতিবার ভোররাতে তিনি দেখতে পান বাড়ির শৌচালয়ে অচেতন অবস্থায় পড়ে রয়েছে তাঁর নাবালিকা কন্যা ৷ তাকে স্বাভাবিক অবস্থায় এনে জিজ্ঞাসা করা হলে মেয়েটি জানায়, সে শৌচালয়ে যাওয়ার সময় তাকে সেলভাম, গুনা ও অশোক নামে তিন যুবক জোর করে পাশের কবরস্থানে নিয়ে যায় ৷ সেখানেই তিনজনে পরপর তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ৷ প্রতিরোধ জানাতে গেলে একটি লাঠি দিয়ে মারধর করা হয় কিশোরীকে ৷

আরও পড়ুন: ভাইঝিকে ধর্ষণের অপরাধে দশ বছরের কারাদণ্ড কাকার

এরপর মাঝরাতে সেলভাম তাকে তার বাড়ির শৌচালয়ে ফেলে রেখে পালায় বলে অভিযোগ করেছে নিগৃহীতা ৷ বৃহস্পতিবারই পুলিশে অভিযোগ জানান কিশোরীর মা ৷ পক্সো ধারায় মামলা করা হয়েছে ৷ পুলিশের সন্দেহ, কিশোরীকে মাদক খাইয়ে তাকে ধর্ষণ করা হয়েছে ৷ তবে এফআইআর-এ লেখা রয়েছে যে, মারধরের কারণে অচেতন হয়ে পড়ে মেয়েটি ৷ গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.