Pune Rape Case: 6 বছর ধরে বাবা-কাকা-দাদুর ধর্ষণের শিকার নাবালিকা

author img

By

Published : Nov 17, 2022, 8:23 PM IST

Etv Bharat

পরিবারের সদস্যদের দ্বারা 6 বছর ধরে ধর্ষণের শিকার ৷ কলেজের কাউন্সেলিং প্রোগ্রামে নাবালিকা তা জানাতেই পুলিশে অভিযোগ দায়ের(Pune Rape Case)৷ গ্রেফতার বাবা, কাকার ছেলে ও দাদু ৷

পুনে (মহারাষ্ট্র), 17 নভেম্বর: 17 বছরের নাবালিকাকে 6 বছর ধরে ধর্ষণে অভিযুক্ত বাবা-দাদু ও কাকা(Minor Girl Raped for 6 Years by Father Grandfather and Uncle)৷ শুধু তাই নয়, এর পাশাপাশি দাদাও বোনের শ্লীলতাহানি করেছে বলে সূত্রের খবর ৷ অভিযুক্তরা হল বাবা অজয় রামেশ্বর সিং, কাকার ছেলে বিজয় রামেশ্বর সিং ও দাদু রামেশ্বর পোলহান সিং ৷ এদের তিনজনের বিরুদ্ধে স্থানীয় বিশ্বান্তওয়াড়ি থানায় ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে ৷ এর মধ্যে বাবা অজয় রামেশ্বর সিংকে গ্রেফতার করা হয়েছে ৷

নাবালিকার মা ও বাবা পুনেতে শ্রমিকের কাজ করেন ৷ বাড়ির অবস্থা ভালো না-থাকায় উত্তরপ্রদেশে গ্রামের বাড়িতে মেয়েকে পাঠিয়ে দেন তাঁরা ৷ 2016 থেকে 2018-এর মধ্যে যখন মেয়েটির বয়স 12 বা 13 বছর, তখন তার 33 বছর বয়সি কাকার ছেলে এক বছর ধরে শারীরিক সম্পর্ক তৈরিতে বাধ্য করে ৷ এমনকি 70 বছর বয়সি দাদু নাবালিকাকে যৌন নির্যাতন করা শুরু করে ৷ এরপর 2018 সালে নাবালিকা পুনেতে তার বাবা-মায়ের কাছে চলে আসে ৷ নিজের উপর অকথ্য এই নির্যাতনের কথা নোট লিখে বাবাকে জানায় সে ৷

আরও পড়ুন : শ্রদ্ধার বাকি দেহাংশ উদ্ধারে আফতাবকে নিয়ে মেহরৌলির জঙ্গলে পুলিশ

এই ঘটনার পর বাবা তার মাকে গালিগালাজ করতে থাকে ৷ 5 নভেম্বর মাকে কোনও কারণে বাইরে পাঠিয়ে মেয়ের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে ৷ কিন্তু পরিবারের সদস্যদের দ্বারা নির্যাতিত হওয়ার কারণে চুপচাপ থাকত নাবালিকা ৷ বর্তমানে পুনের একটি কলেজে পাঠরতা নাবালিকা ৷ কলেজে কাউন্সেলিং প্রোগ্রাম চলাকালীন তার সঙ্গে ঘটা সমস্ত ঘটনা সেখানে উপস্থিত সকলকে জানায় সে ৷ এরপরই থানায় অভিযোগের ভিত্তিতে তার বাবা-কাকা ও দাদুর বিরুদ্ধে ধর্ষণ ও শ্লীলতাহানির মামলা দায়ের করা হয় ৷

এই ঘটনায় বিশ্বান্তওয়াদি পুলিশ জানিয়েছে, নাবালিকার বাবা অজয় রামেশ্বর সিংকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি দু'জনকে গ্রেফতারের জন্য একটি দল উত্তরপ্রদেশে পাঠানো হবে ৷

আরও পড়ুন : মার্কিন সিরিজ দেখেই খুনের ছক, নতুন ফ্রিজে প্রেমিকার টুকরো দেহ সংরক্ষণ আফতাবের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.