ETV Bharat / bharat

Kashmiri Doctor declared as Terrorist: কাশ্মীরি চিকিৎসককে জঙ্গি ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

author img

By

Published : Jan 8, 2023, 1:50 PM IST

Ministry of Home Affairs declared a Kashmiri Doctor as Terrorist under UAPA
ডা. আসিফ মকবুল দার

ডা. আসিফ মকবুল দার (Dr. Asif Maqbool Dar) নামে এক কাশ্মীরি চিকিৎসককে জঙ্গি বলে ঘোষণা করল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs) ৷ ইউএপিএর (UAPA) নির্দিষ্ট ধারায় এই পদক্ষেপ করা হয়েছে ৷ অভিযুক্ত চিকিৎসক বর্তমানে সৌদি আরবের (Saudi Arabia) একটি হাসপাতালে কর্মরত রয়েছেন ৷

শ্রীনগর, 8 জানুয়ারি: সৌদি আরবে (Saudi Arabia) কর্মরত এক কাশ্মীরি চিকিৎসককে (Kashmiri Doctor) জঙ্গি (Terrorist) বলে ঘোষণা করল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs) ৷ অভিযুক্ত ওই ব্যক্তি হলেন, ডা. আসিফ মকবুল দার (Dr. Asif Maqbool Dar) ৷ শনিবার ইউএপিএর (UAPA) নির্দিষ্ট ধারায় তাঁকে জঙ্গি বলে চিহ্নিত ও ঘোষিত করা হয় ৷

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রেই জানা গিয়েছে, ডা. মকবুল আদতে উত্তর কাশ্মীরের ওয়াগুরা এলাকার বাসিন্দা ৷ কিন্তু বর্তমানে তিনি থাকেন সৌদি আরবের দমনে ৷ তিনি একজন প্রসিদ্ধ অ্য়ানেস্থেসিওলজিস্ট (Anesthesiologist) ৷ অভিযোগ, এই চিকিৎসকের সঙ্গে জঙ্গিগোষ্ঠী হিজবুল মুজাহিদীনের (Hizb-ul-Mujahideen) সম্পর্ক রয়েছে ৷

আরও পড়ুন: জোশীমঠে ক্ষতিগ্রস্তরা উত্তরাখণ্ড সরকারের ভূমিকায় ক্ষুব্ধ

2016 সালে কাশ্মীর ছেড়ে সৌদি আরবে পাড়ি দেন ডা. মকবুল ৷ বর্তমানে সেখানকার একটি হাসপাতালে কর্মরত রয়েছেন তিনি ৷ অভিযোগ, কাশ্মীর থেকে ভারতীয় সংবিধানের 370 এবং 35-এ ধারার অবলুপ্তি ঘটানোর পরই ভারতবিরোধী প্রচার শুরু করেন ডা. মকবুল ৷ এই কাজে তাঁর মাধ্যম হল, সোশাল মিডিয়া ৷ মাঝেমধ্যেই কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরব হন তিনি ৷ পাশাপাশি, কাশ্মীরে সাংবাদিকদের নিগ্রহের ঘটনাও ঘটে বলে বহুবার সমাজমাধ্যমে দাবি করেছেন ডা. মকবুল ৷ এর বিরুদ্ধে মানুষকে একজোট হওয়ার আবেদনও করেছেন তিনি ৷

প্রসঙ্গত, ডা. মকবুলের ভাইও হিজবুলের সক্রিয় সদস্য ছিলেন বলে অভিযোগ ৷ 2005 সালে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে তাঁর মৃত্যু হয় ৷ ডা. মকবুল প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে যে 'নোট' প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, "ডা. আসিফ মকবুল দার কাশ্মীরের তরুণদের লাগাতার উস্কানি এবং প্ররোচনা দিয়ে চলেছেন ৷ সোশাল মিডিয়ার মাধ্যমে তিনি কাশ্মীরি যুবদের সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন ৷" স্বরাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, সমাজমাধ্যমে যেসব ব্যক্তি ভারত সরকার এবং নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য কাশ্মীরি যুব সম্প্রদায়কে প্ররোচনা দেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন এই চিকিৎসক ৷

এছাড়াও, ডা. মকবুলের বিরুদ্ধে ভারতবিরোধী সন্ত্রাসের ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগ তুলেছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷ এই কাজে তিনি সরাসরি হিজবুল সদস্যদের সাহায্য নিচ্ছেন বলেও দাবি করেছে ভারত সরকার ৷ সমগ্র জম্মু-কাশ্মীর এবং নয়াদিল্লি-সহ ভারতের বিভিন্ন জনপ্রিয় শহর ডা. মকবুল ও তাঁর অনুগামীদের নিশানায় রয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়েছে ৷ প্রসঙ্গত, ডা. আসিফ মকবুল দার হলে 52তম ব্যক্তি, যাঁকে ইউএপিএর আওতায় জঙ্গি বলে ঘোষণা করা হল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.