ETV Bharat / bharat

পুলওয়ামায় গুলির লড়াইয়ে খতম জঙ্গি

author img

By

Published : Nov 6, 2020, 10:26 AM IST

লালপোরা এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে খবর পেয়ে তল্লাশি চালায় নিরাপত্তাবাহিনী । তখনই গুলির লড়াইয়ে মৃত্যু হয় এক জঙ্গির ।

ছবি
ছবি

শ্রীনগর, 6 নভেম্বর : পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম এক জঙ্গি ৷ সারারাত তল্লাশি অভিযান চালানো হয় সেখানে ।

পাম্পোরের লালপোরা এলাকায় জঙ্গিরা উপস্থিত রয়েছে, এই খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তাবাহিনী । সেই সময় জঙ্গিদের সঙ্গে তাদের গুলির লড়াই শুরু হয় ৷ জঙ্গিদের গুলিতে জখম হন দু'জন ৷ সঙ্গে সঙ্গে তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ৷ রাতভর লড়াইয়ের পর আজ মৃত্যু হয় এক জঙ্গির ৷

এখন ওই এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তাবাহিনী ৷ মৃত জঙ্গির পরিচয় জানার চেষ্টা চলছে ৷

আরও পড়ুন:নিকেশ হিজ়বুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর চিফ কমান্ডার, গ্রেপ্তার সঙ্গী

এর আগে শ্রীনগরে পুরানো এয়ারফিল্ডের কাছে রাঙ্গারেথে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে সেখানে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তাবাহিনী ৷ সেই সময় গুলির লড়াইয়ে মৃত্যু হয় জঙ্গিগোষ্ঠী হিজ়বুল মুজাহিদিনের চিফ কমান্ডার ড: সইফুল্লার । একজনকে গ্রেপ্তারও করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.