ETV Bharat / bharat

55 বছরের সম্পর্কে ইতি টেনে হাত ছাড়লেন মিলিন্দ দেওরা, যোগ দেবেন শিবসেনায়

author img

By ANI

Published : Jan 14, 2024, 10:50 AM IST

Updated : Jan 14, 2024, 11:11 AM IST

ETV BHARAT
ETV BHARAT

Milind Deora: 55 বছরের দীর্ঘ সম্পর্কে ইতি টেনে কংগ্রেস ছাড়লেন মিলিন্দ দেওরা ৷ আজই তিনি শিবসেনায় যোগ দেবেন বলে সূত্রের খবর ৷

মুম্বই, 14 জানুয়ারি: মহারাষ্ট্র কংগ্রেসে বড়সড় ধাক্কা ৷ 55 বছরের সম্পর্ক ত্যাগ করে রবিবার দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের কথা ঘোষণা করলেন শীর্ষ কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা । তিনি আজ বিকেলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দিতে পারেন বলে সূত্র জানিয়েছে ।

কংগ্রেসের প্রবীণ নেতা মুরলি দেওরার ছেলে মিলিন্দ দেওরা তাঁর এক্স হ্যান্ডেলের একটি পোস্টে তাঁর কংগ্রেস থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন ৷

তিনি লেখেন, "আজ আমার রাজনৈতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হচ্ছে । আমি কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছি । কংগ্রেস দলের সঙ্গে আমার পরিবারের 55 বছরের সম্পর্কের অবসান ঘটছে ৷"

তিনি আরও লেখেন, "আমি সমস্ত নেতা, সহকর্মী এবং কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞ, বছরের পর বছর ধরে তাঁদের অটল সমর্থনের জন্য ৷" উল্লেখ্য, রাহুল গান্ধি মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা যেদিন শুরু করতে চলেছেন, ঠিক সেদিনই দলের রাজনীতিতে এই বোমা ফাটালেন মুরলী দেওরার ছেলে ৷ যদিও তার আগের দিনই অর্থাৎ শনিবার তাঁর দল ছাড়ার যাবতীয় জল্পনায় জল ঢেলে দিয়েছিলেন মিলিন্দ দেওরা ৷

মিলিন্দ দেওরা 2012 থেকে 2014 সাল পর্যন্ত কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন সময়ে যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি ও শিপিংয়ের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসাবে কাজ করেছেন । তিনি প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতিও ছিলেন । শিবসেনা (ইউবিটি) মুম্বই দক্ষিণ লোকসভা কেন্দ্র দাবি করার বিষয়ে তার অসন্তোষ প্রকাশ করেছিলেন মিলিন্দ টি দেওরা ৷ তিনি আগে এই কেন্দ্রে প্রতিনিধিত্ব করেছেন । (সংবাদসংস্থা এএনআই)

আরও পড়ুন:

  1. রাম মন্দির থেকে নজর ঘোরাতে আজ মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু রাহুলের
  2. আবদার কাজে এল না, কলকাতা বা দার্জিলিংয়ে প্রবেশ করছে না রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা
  3. ন্যায়ের পরিবর্তে রাহুলের বুদ্ধি বাড়াও যাত্রার প্রয়োজন, কটাক্ষ সুকান্তর
Last Updated :Jan 14, 2024, 11:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.