ETV Bharat / bharat

NDRF Calls Off Operation Raigad Landslide: রায়গড়ের উদ্ধার কাজ বন্ধ করে দিল এনডিআরএফ; মৃত 27, এখনও নিখোঁজ 57

author img

By

Published : Jul 23, 2023, 10:45 PM IST

Etv Bharat
উদ্ধার কাজ বন্ধ করে দিল এনডিআরএফ

বুধবার মহারাষ্ট্রের রায়গড় জেলার ইরশালওয়াড়িতে ভূমিধস হয় ৷ এরপরই অনুসন্ধান ও উদ্ধার অভিযানে নামে জাতীয় ডিজাস্টার রেসপন্স ফোর্স ৷ এরপর রবিবার অবশ্য উদ্ধারকার্য এবং অভিযান বন্ধ করে দিল এনডিআরএফ ৷

মুম্বই, 23 জুলাই: রায়গড়ের উদ্ধার কাজ বন্ধ করে দিল ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) ৷ পাঁচ দিন টানা অনুসন্ধান চালিয়ে এখনও পর্যন্ত 27টি মৃতদেহ উদ্ধার হয়েছে ধ্বংসস্তুপের ভিতর থেকে ৷ তবে এখনও 57 জনের খোঁজ মেলেনি বলেও রবিবার জানিয়েছে ডিজাস্টার রেসপন্স ফোর্স ৷

বুধবার মহারাষ্ট্রের রায়গড় জেলার ইরশালওয়াড়িতে ভূমিধস হয় ৷ এরপরই অনুসন্ধান ও উদ্ধার অভিযানে নামে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ৷ রবিবার রাজ্যের মন্ত্রী উদয় সামন্ত জানান, জেলা প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও পরামর্শ করে শেষপর্যন্ত উদ্ধারকার্য বন্ধ করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে জানা গিয়েছে, এখনও পর্যন্ত 27টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ 57 জনের সন্ধান এখনও পাওয়া যায়নি ৷ মৃতদের মধ্যে 12 জন পুরুষ, 10 জন মহিলা এবং 4টি শিশু রয়েছে ৷ তবে এর মধ্যে একটি মৃতদেহ এখনও শনাক্ত করা যায়নি ৷ তবে আধিকারিকদের দাবি, রবিবার ধ্বংসস্তুপ থেকে নতুন কোনও মৃতদেহ পাওয়া যায়নি। গত 19 জুলাই রাত সাড়ে 10 টা নাগাদ ভূমিধসের জেরে প্রত্যন্ত উপজাতীয় একটি গ্রামের 48টি বাড়ির মধ্যে অন্তত 17টি সম্পূর্ণ বা আংশিকভাবে চাপা পড়ে গিয়েছিল।

আরও পড়ুন: মণিপুর হিংসায় ইন্ধন ভুয়ো খবরের, দাবি নিরাপত্তা আধিকারিকদের

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং অন্যান্য সংস্থাগুলি মুম্বই থেকে প্রায় 80 কিলোমিটার দূরে ইরশালওয়াদিতে রবিবার নতুন করে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে ৷ শনিবার রাতে অন্ধকার এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ বন্ধ করে দেওয়া হয়েছিল ৷ যদিও এদিন অভিযানে নতুন করে কোনও দেহ উদ্ধার হয়নি ৷ জেলা প্রশাসন সূত্রে খবর, দেহগুলিতে পচন শুরু হয়েছে। শনাক্ত করাও সম্ভব হচ্ছে না। লাশের দুর্গন্ধে ছেয়ে গিয়েছে এলাকা। এই পরিস্থিতিতে তাই উদ্ধারকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। যার জেরেই অভিযান বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.